সপ্তাহজুড়ে দর পতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় জ্বালানী ও শক্তি খাতের সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিট পাওয়ার ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এ’ ক্যাটাগরির কোম্পানি তিনটির শেয়ারের দর কমেছে যথাক্রমে ১৬.৬৭, ১৬.৩৯ এবং ১৩.২৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে দর পতন তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থানকারী পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড প্রতিদিন গড়ে ৭ কোটি ৩২ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে মোট ৩৬ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে অবস্থানকারি সামিট পাওয়ার লিমিটেড প্রতিদিন গড়ে ২৩ কোটি ৯০ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তহে কোম্পানিটির ১১৯ কোটি ৫০ লাখ ৭৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
দর পতনের তালিকায় সপ্তম স্থানে অবস্থানকারি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড প্রতিদিন গড়ে ৩১ কোটি ৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তহে কোম্পানিটির ১৫৫ কোটি ১৫ লাখ ২০ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষে অন্যান্য কোম্পানিগুলো হলো- এএফসি আর্গো বায়োটিকস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড, সামিট এয়াইন্স পোর্ট লিমিটেড, ফার কেমিক্যাল লিমিটেড এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিডের শেয়ার দর কমেছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএজে