নিজস্ব প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম রবিবার দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫৩ কোটি টাকা। যা আগের কার্যদিবসে ছিল ৪৫০ কোটি টাকা। এদিন কমেছে শেয়ারের দর ও সবধরণের সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭২০ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস বৃহষ্পতিবারে হয়েছিল ৪৫০ কোটি ৬৭ লাখ টাকা।
দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬ টির, কমেছে ২১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির শেয়ার দর।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানির হলাে – গ্রামীনফোন লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড এয়ার, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ফ্যামালিটেক্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ।
স্টকমার্কেটবিডি.কম/এমএজে/এমআর