করমপ কোম্পানিকে সতর্ক করার সিদ্ধান্ত

bsecনিজস্ব প্রতিবেদক :

কোরিয়ান করমপ কোম্পানিকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার বিএসইসির ৫৪৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয় কমিশন।

বিএসইসি সূত্রে জানা গেছে, বিএসইসির অনুমোদন ছাড়া কোম্পানিটি ৩ দফায় পরিশোধিত মূলধন বাড়িয়েছে।

সাভারে অবস্থিত কোম্পানিটি বিনিয়োগ উত্তোলন প্রস্তাবে ভ্রান্ত প্রতিবেদনও দাখিল করেছে। পরিশোধিত মূলধন ১৪ কোটি ১৭ লাখ টাকার পরিবর্তে ৯ কোটি ৮১ লাখ টাকা উল্লেখ করেছে। যা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ১৮ এবং ২এ(১)-এর লঙ্ঘন।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

জাহিন স্পিনিংয়ের নতুন মেশিনারিজ আমদানি

zahinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিং লিমিটেড ১৫ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে। কোম্পানিটি ১৫ হাজার ৪৮০টি নতুন স্পিন্ডালস স্থাপনে এ সব যন্ত্রপাতি আমদানি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য গত ১৭ জুন পৃথক ৩টি এলসি খুলেছে জাহিন স্পিনিং।

এদিকে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, সফলভাবে স্পিন্ডালসসমূহ স্থাপনে সমর্থ হলে প্রতিদিন ৪ হাজার ২৪০ কেজি সুতা উৎপাদন ক্ষমতা বাড়বে। এতে বছর শেষে কোম্পানির আয় ৪ কোটি টাকা বাড়বে। এতে প্রায় ৫৫ শতাংশ আয় বাড়বে বলে কোম্পানির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

তবে সোমবার ডিএসইর ওয়েবসাইটে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এলসি খোলার সংবাদ প্রকাশিত হলেও কবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানানো হয়নি। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানির তথ্য ভান্ডারে এ ধরনের তথ্য পাওয়া যায়নি। আবার ১৭ তারিখ এলসি খোলার ৫ দিন পর এ ধরনের তথ্য প্রকাশ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে স্পিন্ডালস স্থাপনের ফলে ৫৫ শতাংশ আয় বাড়বে বলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে। মূল্য সংবেদনশীল হওয়া সত্ত্বেও এ তথ্য সময়মতো প্রকাশ করেনি কোম্পানিটি।যা আইনের লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে মেশিনারিজ আমদানির খবরে সোমবার কোম্পানিটির শেয়ারের দর ৩.১৪ শতাংশ বেড়েছে। দিনের শুরুতে কোম্পানির শেয়ারের দর ছিল ২২.৩ টাকা। ৭০ পয়সা বেড়ে দিনশেষে দর গিয়ে দাঁড়িয়েছে ২৩ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ন্যাশনাল হাউজিংয়ের মালিকানায় নেই সামিট ইন্ডাস্ট্রিয়াল

national-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা সামিট ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন (প্রাইভেট) লিমিটেড কোম্পানির সব শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। ন্যাশনাল হাউজিংয়ে কোনো শেয়ার না থাকায় কোম্পানিটিতে সামিট ইন্ডাস্ট্রিয়ালের কোনো মালিকানা থাকেছে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল হাউজিংয়ের ৫১ লাখ ২৩ হাজার ২৭৭টি শেয়ারের সবগুলো শেয়ার সামিট ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন বিক্রি করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী চলমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার গুলো বিক্রি করে এই উদ্যোক্তা কোম্পানিটি।

গত ১৪ জুন ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার বিক্রির ঘোষণা দেয় সামিট ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন (প্রাইভেট) লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালকের শেয়ার ক্রয়

mercantilস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্দোক্তা পরিচালক মো: নাসির উদ্দিন চৌধুরী নিজ প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক মো: নাসির উদ্দিন চৌধুরী ব্যাংকের ২ লাখ ৫০ হাজার শেয়ার চলমান বাজার দরে ক্রয় করেছেন।

আর এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বর্তমান বাজার দরে ক্রয় করবেন বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. তিতাস গ্যাস
  2. ইউনাইটেড এয়ার
  3. বেক্স-ফার্মা
  4. বেক্সিমকো লিমিটেড
  5. খুলনা পাওয়ার
  6. স্কয়ার ফার্মা
  7. লাফার্জ সুরমা
  8. গ্রামীন ফোন
  9. বিএসআরএম লি.
  10. এমজেএলবিডি।।

সিএসইতে সূচক ও লেনদেন বৃদ্ধি

cseনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের সোমবার দিন শেষে লেনদেনের পরিমান আগের দিনের চেয়ে বেড়েছে। এ দিন বেড়েছে মূল্যসূচক তবে কমেছে শেয়ারের দর। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসইর তথ্য অনুযায়ী, চট্রগাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১০২০ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৮৪৭৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন কমেছে সিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে ২৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার ছিল ২৪ কোটি ৭৩ লাখ টাকা। এ হিসাবে আগের দিনের চেয়ে আজ লেনদেন বেড়েছে।

দিনভর সিএসইতে লেনদেনে অংশ নেয় ২৩৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫ টির, কমেছে ১১৬ টির এবং ২৮ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

এদিন টাকার পরিমানে লেনদেনের প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল ফ্যামেলিটেক্স ও ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ডিএসইতে সূচক কমলেও লেনদেন বৃদ্ধি

dseনিজস্ব প্রতিবেদক :

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সোমবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সূচক কমেছে। দিন শেষে মোট লেনদেনের পরিমান আগের দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে দিন শেষে লেনদেনের মোট পরিমাণ দাড়িয়েছে ৩৮০ কোটি ৫১ লাখ টাকা। যা আগের কার্যদিবস রবিবার ছিল ৩০৮ কোটি ২৮ লাখ টাকা।

এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫০৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৯ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৩৩ পয়েন্টে।

দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে ১১২ টি কোম্পানির দর বেড়েছে। এছাড়া কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টির শেয়ার দর।

টাকার পরিমাণে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানিগুলো হলাে – তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, বেক্স-ফার্মা, বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীন ফোন, বিএসআরএম লি. ও এমজেএলবিডি।

স্টকমার্কেটবিডি.কম/এম

ন্যাশনাল ব্যাংকের ঋণমান এএ-

nbl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিস লিমিটেড (ক্রিষল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৫ সালের জানুয়ারি হতে মার্চ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

২০১৫ সালের জানুয়ারি হতে মার্চ প্রান্তিকে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের কর পরবর্তী মোট মুনাফা ছিল ৩৯ কোটি ৮৯ লাখ টাকা আর শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ২৬ পয়সা। যা আগের বছর একই সময়ে এ মুনাফা ছিল ৩৫ কোটি ৬৬ লাখ ও ইপিএস ২৩ পয়সা ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

শাশা ডেনিমসের পরিচালকের শেয়ার ক্রয়

Shasha-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের পরিচালক পারভীন মাহমুদ হাতে থাকা কিছু শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কােম্পানিটির পরিচালক পারভীন মাহমুদ পূর্ব-ঘোষণা অনুযায়ী নিজ কোম্পানির ২ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয় করেন।

তার ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার তিনি বর্তমান বাজার দরে ক্রয় করেছেন বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

বিওতে ইবনে সিনার লভ্যাংশ জমা

ibnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ খাতের কোম্পানি ইবনে সিনা লিমিটেডের ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিওতে হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২১ জুন রবিবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে ইবনে সিনা শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৬ জুন অনুষ্ঠিত হয়েছে । কোম্পানির রেকর্ড ডেট ছিল গত ১০ মে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ