ডিএসইতে লেনদেন ও সূচকের পতন

low indexনিজস্ব প্রতিবেদক :

দেশের বৃহৎ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার কমেছে সব ধরণের মূল্যসূচক। এ দিন মোট লেনদেনের পরিমান আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৯২ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭১৭ পয়েন্টে।

ডিএসইতে দিন শেষে লেনদেনের মোট পরিমাণ দাড়িয়েছে ৩৭২ কোটি ৮০ লাখ টাকা। যা আগের কার্যদিবস মঙ্গলবার ছিল ৪৩৪ কোটি ৫৩ লাখ টাকা।

দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে ১১৪ টি কোম্পানির দর বেড়েছে। এছাড়া কমেছে ১৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির শেয়ার দর।

টাকার পরিমাণে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানিগুলো হলাে বেক্স-ফার্মা, ইফাদ অটোস, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, গ্রামীন ফোন, বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড এয়ার, এএফসি এগ্রো ও ফেমিলিটেক্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

আরএন স্পিনিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

rnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৭ কার্যদিবসে আরএন স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে প্রায় ৭ টাকা । গত ১৪ জুন এ শেয়ারের দর ছিল ১৯ টাকা এবং গতকাল ২৩ জুন এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৫.২০ টাকা।

গত ৭ কার্যদিবসে শেয়ারটির দর টানা বেড়েছে। আর শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে আরএন স্পিনিং জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

আমান ফিডের লটারি ড্র র ফলাফল প্রকাশ

aman-feed-smbdস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া আমান ফিড মিলস লিমিটেডের লটারি ড্র র ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ ২৪ জুন বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত শুরু হলেও দেড়টা নাগাদ এ ফলাফল প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আমান ফিডের আইপিওতে মোট ৯১০ কোটি ৫৪ লাখ টাকা জমা পড়ে। অনুমোদিত ৭২ কোটি টাকার বিপরীতে এসব আবেদন জমা পড়েছে। যা কোম্পানির মোট চাহিদার ১২ দশমিক ৬৪ গুণ আবেদন।

এসব আবেদনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত করে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

General Public

Non Residence Bangladeshi (NRB)

Affected Small Investors

Mutual Fund

Bank and Branch Name

কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ ২৫ মে থেকে ৪ জুন বৃহস্পতিবার পর্যন্ত চলে। নতুন নিয়মে আইপিও আবেদন জমার ক্ষেত্রে প্রবাসী বিনিয়োগকারীদের জন্যও সুযোগ ছিল ৪ জুন পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মোজাফ্ফর স্পিনিংয়ের প্রিন্টিং প্রকল্প চালু

MOZAFFOR-SPENNINGস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল প্রিন্টিং প্রকল্প চালু করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রিন্টিং প্রকল্প চালু করার লক্ষ্যে কোম্পানিটি ৯ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে প্রিন্টিং মেশিন ক্রয় করবে। প্রিন্টিং প্রকল্পের মাধ্যমে বছরে ২০ কোটি টাকা টার্নওভার হবে, এতে ৮ কোটি টাকা মুনাফা হবে। এর ফলে বছরে ২৫ শতাংশ আয় বাড়বে।

চলতি বছরের অক্টোবর মাস থেকে প্রকল্প থেকে আয় শুরু হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

অলিম্পিক এক্সেসরিজের লেনদেন শুরু

olimpic ...smbdস্টকমার্কেট ডেস্ক :

সদ্য আইপিও প্রক্রিয়া শেষ করা অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের লেনদেন আজ ২৫ জুন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। কোম্পানিটির শেয়ার ‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

অলিম্পিক এক্সেসরিজের শেয়ার ট্রেডিং কোড হচ্ছে ‘ওএএল’ ও কোম্পানি কোড হচ্ছে ১৩২৩৯। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শেষে গত ২০ মে শেয়ার বরাদ্দের জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয়।

এর আগে কোম্পানির আইপিও আবেদন শুরু হয় গত ১৯ এপ্রিল থেকে। সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ ছিল ২৩ এপ্রিল পর্যন্ত। আর প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ ছিল ২ মে পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ইবনে সিনার পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

ibnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ওষুধ খাতের কোম্পানি ইবনে সিনা লিমিটেডের পরিচালক আতাউর রহমান নিজ কোম্পানির শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কােম্পানিটির পরিচালক আতাউর রহমান ঘোষণা অনুযায়ী নিজ কোম্পানির ১১ হাজার শেয়ার ক্রয় করবেন।

তার ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার তিনি বর্তমান বাজার দরে ক্রয় করবেন বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

বিডি সার্ভিসের বোর্ড সভা সোমবার

bd serv-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সার্ভিস লিমিটেড আগামী ২৯ জুন সোমবার বেলা ৪টায় বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ মার্চের শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সার্ভিস লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ক্যাটাগরি পরিবর্তনের খবরে লেনদেনের শীর্ষে লাফার্জ

Lafarge-Surma-Cement smbdনিজস্ব প্রতিবেদক :

তালিকাভুক্তির এক যুগ পরে এসে শেয়ারবাজারে উন্নত ক্যাটাগরিভুক্ত হলো বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট। গতকাল মঙ্গলবার এটি ‘জেড’ শ্রেণি থেকে ‘এ’ শ্রেণিতে উন্নীত হয়েছে। এ খবরে গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি। বেড়েছে দামও। তবে দুই বাজারেই এদিন সূচক কমেছে।

এদিকে ‘এ’ শ্রেণিতে উন্নীত হওয়ার ফলে লাফার্জ সুরমার শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময়ও কমে গেল। এখন কোম্পানিটির লেনদেন নিষ্পত্তিতে সময় লাগবে তিন দিন (টি+২)। অর্থাৎ এখন কোনো বিনিয়োগকারী যদি রোববার এটির শেয়ার কেনেন, তাহলে মঙ্গলবার তা বিক্রি করতে পারবেন। আগে এটির শেয়ারের লেনদেন নিষ্পত্তিতে সময় লাগত ১০ দিন (টি+৯) এবং শেয়ারের বিপরীতে কোনো ঋণসুবিধা পাওয়া যেত না।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৪ সালের আর্থিক বছর শেষে শেয়ারধারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারধারীদের মধ্যে বিতরণের পরই কোম্পানিটি শ্রেণি পরিবর্তন করা হয়েছে। ২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি গত বছরই প্রথম শেয়ারধারীদের লভ্যাংশ দিয়েছে।

আইনি জটিলতার কারণে ২০১০ সালের এপ্রিল থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত এটির উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। এর আগে কোম্পানিটি বিকল্প পদ্ধতিতে সীমিত পরিসরে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখে। তাতে এটির বিপুল পরিমাণ লোকসান হয়। এ কারণে কোম্পানিটি ২০১৩ সাল পর্যন্ত শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি।

ডিএসইর গতকাল লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৩৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি টাকা বেশি। এ বাজারে লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা। এককভাবে কোম্পানিটির প্রায় সাড়ে ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আর প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৭০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ টাকায়।

অপর শেয়ারবাজার সিএসইতে এদিন মোট লেনদেন হয় ৩৬ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি। লাফার্জের প্রায় ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ