শেয়ারবাজার এতোদিনে মানুষ হয়েছে : অর্থমন্ত্রী

muhitনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজার কয়েক বছর আগেও ফোটকাবাজার ছিল। এখানে ফোটকাবাজী চলত। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত বাজার এতোদিনে মানুষ হয়েছে।

সোমবার সচিবালয়ে আর্থিক খাত সংক্রান্ত ‘প্রিভেন্টিং মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফাইন্যান্সিং অব টেরিরিজম’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এ বাজারকে পুরোপুরি মানুষ করতে আরও ৫ বছর সময় লাগবে।

অর্থমন্ত্রী মুহিত বলেন, ২০১০ সালে শেয়ারবাজারে ভূমিকম্প হওয়ার পর এর সংস্কার কাজ শুরু হয়। ফাটকা থেকে শেয়ারবাজারকে মানুষ করতে ৫ বছর সময় লেগেছে। এ বাজারকে পুরোপুরি মানুষ করতে আরও ৫ বছর সময় লাগবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর খায়রুল হোসেনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এ সংস্কার হয়েছে প্রফেসর সাহেবের হাত ধরে।

উক্ত অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিএসইসি চেয়ারম্যান প্রফেসর খায়রুল হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান শেফাক আহমেদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফায়েকুজ্জামান, অর্থ সচিব এম আসলাম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিমা খাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিমা খাতের উন্নয়নের জন্য আইডিআরএ গঠন করা হয়েছে। এ খাতের অনিয়ম-দুর্নীতি রোধে সংস্থাটি কাজ করে যাচ্ছে। আশা করি, খুব শিগগিরই এ খাতে শৃঙ্খলা ফিরে আসবে।

স্টকমার্কেটবিডি.কম

এমজেএলবিডির লভ্যাংশ বিওতে জমা

mjl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত শক্তি ও জ্বালানী খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেডের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে এবং ব্যাংক হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার ডিএসই জানায়, এ কোম্পানির লভ্যাংশের বোনাস শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে। আর নগদ লভ্যাংশ ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

গত ১৬ জুলাই তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

এমজেএল বাংলাদেশ লিমিটেডের কোম্পানির রেকর্ড ডেট ছিল গত ২০ মে। এদিন যাদের হাতে এ শেয়ার ছিল তারাই শুধু এই লভ্যাংশ পাবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

লাফার্জ সুরমা মার্জিনধারীদের তালিকা চেয়েছে

Lafarge-Surma-Cement smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড অন্তবর্তীকালিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋনধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছেন। info.cs@lafarge.com এই ঠিকানায় মার্জিন ঋণধারীদের এই তালিকা পাঠাতে বলা হয়েছে।

ব্রোকারেজ হাউজগুলোকে তাদের চিঠিতে ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে।

ব্রোকারহাউজ থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীরা সরাসরি তালিকাভুক্ত কোম্পানি বা মিউচ্যুয়াল ফান্ড ঘোষিত লভ্যাংশ পাবেন না।

লাফার্জ সুরমা সর্বশেষ বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। এর মধ্যে ৫ শতাংশ অন্তবর্তীকালিন লভ্যাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

সিএসইতে লেনদেন ৭ কোটি টাকা কম

cseস্টকমার্কেট ডেস্ক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশির ভাগ শেয়ারের দাম কমার পাশাপাশি কমেছে মূল্য সূচক। এদিন লেনদেন আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কমেছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ৮ হাজার ৪৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া শেয়ারের দাম বেড়েছে ৯১ টির, কমেছে ১২০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

দিন শেষে সিএসইতে ৩৫ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে ৭ কোটি টাকা কম। গত রবিবার সিএসইতে ৪২ কোটি টাকা লেনদেন হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

এশিয়ার শেয়ারবাজারে নাড়া দিয়েছে গ্রিসের ‘না’

asia-smbdস্টকমার্কেট ডেস্ক :

‘না’ ভোট দিয়ে ঋণদাতাদের কাছ থেকে কঠোর শর্তে অর্থনীতি পুনরুদ্ধারের প্রস্তাব (বেইল আউট) নাকচ করে দিয়েছে ইউরোপের দেশ গ্রিস। এর প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারে। এশিয়ার অর্থনৈতিকভাবে প্রভাবশালী অধিকাংশ দেশের শেয়ারবাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।

চীনের শেয়ারবাজারে লেনদেন আট শতাংশ কমেছে। টোকিওতে ২ দশমিক ১৮ শতাংশ, সিউলে ১ দশমিক ৮৩ শতাংশ, সিডনিতে ১ দশমিক ১৮ শতাংশ লেনদেন কমেছে।

ঋণসংকটে গ্রিস টালমাটাল হলেও আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার পক্ষে আধুনিক সভ্যতার অন্যতম সূতিকাগার দেশটির বাসিন্দারা। বেইল আউট নিয়ে গণভোটে ‘না’ জয়ী হওয়ায় গ্রিসকে হয়তো ইউরোজোন (যেসব দেশে ইউরো প্রচলিত) থেকে বিদায় নিতে হবে।

গ্রিসে গতকাল রোববারের গণভোটে ‘না’ ভোট সুস্পষ্টভাবে জয়ী হয়। গণভোটের চূড়ান্ত ফলে দেখা যায়, ‘না’ ভোট পড়েছে ৬১ দশমিক ৩ শতাংশ। বিপরীতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৮ দশমিক ৭ শতাংশ। গণভোটের ফলাফলের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। তাঁদের প্রতিক্রিয়ায় হতাশার সঙ্গে আছে সতর্কতা। তবে শেষ পর্যন্ত নিশ্চয় গ্রিস এ সংকট থেকে উদ্ধার পাবে বলে আশা করা হচ্ছে।

‘না’ জয়ী হওয়ায় ধারণা করা হচ্ছে, ঋণদাতাদের সঙ্গে গ্রিসের আলোচনার সব পথ শেষ। ঋণদাতাদের কাছ থেকে আর আর্থিক সহায়তা পাওয়া যাবে না। এ ছাড়া এ মাসের মধ্যে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) ৩০০ কোটি ইউরোও ফেরত দেওয়ার তাড়াও আছে গ্রিসের। ইউরোজোন থেকে বের করে দেওয়ার যে হুমকি ইউরোপীয় নেতারা গ্রিসকে দিয়েছিল, জনগণ এটাকে পাত্তা না নিয়ে এই হুমকিকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এর পরও জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এ সংকট থেকে গ্রিসকে বের করার উপায় খুঁজছেন ইইউ নেতারা। পরবর্তী পদক্ষেপ নিতে আজ সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকে বসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

গ্রিসের এই টালমাটাল পরিস্থিতির কারণে এশিয়ার শেয়ারবাজারে সাময়িক এই প্রভাব পড়েছে বলে বাজার বিশ্লেষকেরা বলছেন। তবে এই পরিস্থিতি থেকে শিগগিরই উত্তরণ ঘটবে বলে আশাও তাঁদের।

গ্রিসের সংকটের কারণে এশিয়ার শেয়ারবাজারে নেতিবাচক প্রভাবের বিষয়ে জাপানের টোকিওর নোমুরা সিকিউরিটিজের শেয়ারবাজার বিশ্লেষক শিনা হারুই বলেন, এ ধরনের প্রভাবের কোনো বিশেষ কারণ নেই। তবে ইউরোজোন থেকে গ্রিসকে বের হয়ে যাওয়া লাগতে পারে ভেবে এশিয়ার শেয়ারবাজার খানিকটা টালমাটাল হয়ে পড়েছে। গ্রিসের বের হয়ে যাওয়ার আশঙ্কা খুব বেশি বলে তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন। তাঁর মতে, সেই আশঙ্কা ৭০-৮০ শতাংশ। এর সঙ্গে তিনি যোগ করেন, গ্রিসের বের হয়ে যাওয়ার ঘটনা ১৯ জাতির এই জোটের মধ্যে আস্থার সংকট তৈরি করবে। এতে ইইউ বিরোধী আন্দোলন জোরদার হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

প্যাট্রোম্যাক্সের জমি ক্রয় সম্পন্ন

sahjibazerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির একটি সহযোগী কোম্পানি প্যাট্রোম্যাক্স কোম্পানি জমি ক্রয় সম্পন্ন করেছে । সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্যাট্রোম্যাক্সে কর্মরতদের আবাসন সুবিধা নিশ্চিতকরণে রামপালের হাকুরা মৌজায় ৩.৪৬ একর জায়গা ১ কোটি ২৭ লাখ ২৪ হাজার টাকায় ক্রয় করছে।

প্যাট্রোম্যাক্স গত ৫ জুলাই এ জমি ক্রয়ের নিবন্ধন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, পেট্রোম্যাক্স শাহজিবাজার পাওয়ার কোম্পানির একটি সহযোগী কোম্পানি। এ কোম্পানির ৯০ শতাংশ শেয়ারের মালিক হচ্ছে শাহজিবাজার পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিডি থাই ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত

bd thaiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকে ক্যাটাগরি পরিবর্তনের বিষয়টি কার্যকর হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া বছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডরাদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করে। প্রস্তাবটিতে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ শেয়ারহোল্ডারা সম্মতি দান করেন। শেয়ারহোল্ডারদের বিও এ্যাকাউন্টে বোনাস লভ্যাংশ ক্রেডিট করেছে কোম্পানিটি।

আর এ কারণে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পিপলস লিজিং ও রিপাবলিক ইন্স্যুরেন্সের বোনাস বিওতে

cdblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস ও রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডে লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ৬ জুলাই সোমবার দুই কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

পিপলস লিজিং সমাপ্ত ২০১৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৫ জুন অনুষ্ঠিত হয়েছে । কোম্পানির রেকর্ড ডেট ছিল ১৭ মে।

অন্যদিকে রিপাবলিক ইন্স্যুরেন্সও শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৬ জুন অনুষ্ঠিত হয়েছে । কোম্পানির রেকর্ড ডেট ছিল ২১ মে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

  1. ইউনাইটেড এয়ার
  2. এসিআই
  3. অলিম্পিক এক্সেসরিজ
  4. এসিআই ফরমুলেশন্স
  5. স্কয়ার ফার্মা
  6. ইফাদ অটোস
  7. গ্রামীন ফোন
  8. খান ব্রাদার্স
  9. বেক্সিমকো লিমিটেড
  10. লাফার্জ সুরমা সিমেন্ট।

ডিএসইতে সূচক ও লেনদেন পতন অব্যহত

index smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহের ২য় দিনে সূচকের পতন অব্যহত রয়েছে। এদিন লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৯ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫২৬ পয়েন্টে। দিনশেষে লেনদেন হয়েছে ৪২৩ কোটি ৩১ লাখ টাকা। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ২২ লাখ টাকা।

লেনদেনে অংশ নেয়া ৩১১টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড এয়ার, এসিআই, অলিম্পিক এক্সেসরিজ, এসিআই ফরমুলেশন্স, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, গ্রামীন ফোন, খান ব্রাদার্স, বেক্সিমকো লিমিটেড ও লাফার্জ সুরমা সিমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড