নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এণ্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন নিয়ম করার পর মোট ৩৯০ টি ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংক আইপিও প্রক্রিয়ার সংগ্রহ করার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
গত ১ লা এপ্রিল থেকে আইপিও সাবস্ক্রিপশনের টাকা ব্যাংকে না দিয়ে ব্রোকার হাউজ বা মার্চেন্ট ব্যাংকে জমা দেওয়া নিয়ম করে বিএসইসি।
বিএসইসি সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২৩ টি ব্রোকা্র হাউজ বিনিয়োগকারীদের আইপিওর টাকা জমা নিচ্ছে। অন্যদিকে সিএসইতে ১১২ টি ব্রোকার হাউজ এ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।
ডিএসইর এ কর্মকর্তা জানান, আমান ফিডের আইপিও আবেদন ব্যাংকের পরিবর্তে জমা নিয়েছে ব্রোকার হাইজ এবং মার্চেন্ট ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী কেউ ব্যাংকে আইপিও টাকা জমা দিতে পারবে না।
ব্যাংকগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আইপিও জমার বিড়ম্বনা থেকে মুক্ত করতে ব্যাংকের পরিবর্তে ব্রোকার হাইজ এবং মার্চেন্ট ব্যাংকে আইপিওর টাকা জমা দেওয়ার নতুন নিয়ম করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
স্টকমার্কেটবিডি.কম/জেড