ডিএসইর সিএফও হলেন আবদুল মতিন

DSE_cfo_Matinনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান অর্থ-কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন আবদুল মতিন পাটওয়ারী (এফসিএমএ)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তিনি আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে যোগ দেন। এর আগে তিনি জার্মানভিত্তিক কোম্পানি বিএএসএফ বাংলাদেশ লিমিটেড কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

আবদুল মতিন পাটওয়ারী দেশে-বিদেশে পিএ কনসাল্টিং গ্রুপ ও মুডি গ্রুপসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

শেয়ারবাজারে দর হারিয়ে বড় ক্ষতিতে অ্যাপল

apple-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে দর হারিয়ে ১০ হাজার কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে বিশ্বসেরা স্মার্ট ডিভাইস নির্মাতা আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। টানা ছয় মাস ধরে অব্যাহত শেয়ার মূল্য পতনে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

গত জুন মাস শেষে কোম্পানিটির শেয়ার প্রতি মূল্য দাঁড়িয়েছে ১১৩.২৫ ডলার। বর্তমানে অ্যাপল প্রধান নির্বাহী টিম কুকেরই রয়েছে কোম্পানির এক হাজার ১১০ শেয়ার। ফলে ছয় মাসের ব্যবধানে দেড় হাজার কোটি ডলার থেকে এক হাজার ২৭৬ কোটিতে নেমে এসেছে তার শেয়ারের দাম।

বিশ্লেষকরা বলছেন, অ্যাপলের শেয়ার বাজারে হারানো অর্থ বোয়িং ও ম্যাকডোনালাল্ডের মতো বিশ্বখ্যাত কোম্পানির মোট অর্থের সমান।

টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত প্রতিবেদন মতে, ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত অ্যাপলের শেয়ার মূল্য কমলেও চলতি বছরের শুরুর দিকে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১৩৭ ডলারে গিয়ে পৌঁছে । কিন্তু গত কয়েক দিনে অ্যাপলের শেয়ার মূল্যে বড় ধরনের ধস নামে। সর্বশেষ গত ১১ দিন ১৩ শতাংশ দরপতন হয়। এর মধ্যে গত মঙ্গলবার সর্বোচ্চ দরপতন ঘটে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক উনডার লিচ সিকিউরিটিজের প্রধান বাজার বিশ্লেষক আর্ট হোগান বলেছেন, মূলত নতুন চমক না দেখাতে পারায় শেয়ার মূল্যে ঊর্ধ্বগতি হারায় অ্যাপল। আর এক পর্যায়ে বাজার নিজের গতিতেই নামতে শুরু করে। অ্যাপলের শেয়ার মূল্য পতনের এই ঘটনাটি হঠাৎ করে হয়নি। দীর্ঘমেয়াদি পরিকল্পনা তথা ২০০ দিনের লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারায় এমনটি ঘটতে তা অনুমেয় ছিল। ২০১২ সালেও ব্যর্থ হয়েছিল প্রতিষ্ঠানটি। তবে দ্রুত ঘুরে দাঁড়াতেও সমর্থ হয় তারা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

সিএসইতে লেনদেনে ধ্বস

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরণের মূল্য সূচক এবং লেনদেন কমেছে। এদিন সেখানে ৫৪ কোটি টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৯০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।আর সিএসসিএক্স ২৩ পয়েন্ট কমে ৯০৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ২৬৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে।এর মধ্যে ১০৯ টির দাম বেড়েছে। কমেছে ১১৭ টির, আর অপরিবর্তিত ছিল ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ কোটি ৪০ লাখ টাকা।গতকাল সেখানে ৭৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।

লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার ও ইউনাইটেড এয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

বিআইএফসি লোকসানে

bifcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) হিসাব বছরের প্রথম ৬ মাসে শেয়ার প্রতি লোকসান ১ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪৭ পয়সা। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানিটির অর্ধবার্ষিকী প্রান্তিকের (জানুয়ারি ১৫- জুন ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

উল্লেখ, হিসাব বছরের ৩ মাসে (এপ্রিল ১৫-জুন ১৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ১৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

সার্ভিল্যান্স রেটিংয়ে প্রাইম টেক্সটাইল এ+

prime-textiles-logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইল সার্ভিল্যান্স রেটিংয়ে এ+ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ এটি সার্বিকভাবে ভালো অবস্থানে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানি কর্তৃপক্ষ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে চার কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ১৭ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৫৫ টাকা ৬০ পয়সা।

গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ১৫ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ১৯ টাকা ৭০ পয়সা। আজ এখন পর্যন্ত এর দাম ১৯ টাকা ১০ পয়সা থেকে ১৯ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৯ টাকা ৩৬ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

উত্তরা ফাইন্যান্সের বোনাস শেয়ার বিও হিসাবে

uttara-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেওয়া হয়েছে। বুধবার সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৫৫ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৪৩ টাকা ২১ পয়সা ও শেয়ারপ্রতি নগদ তারল্যপ্রবাহ ১৮ টাকা ৯৩ পয়সা।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা ও ইপিএস ৯০ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ১৩ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা ও ইপিএস এক টাকা ৪২ পয়সা।

চলতি বছরের এপ্রিল-জুন সময়ে মুনাফা হয়েছে সাত কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা ও ইপিএস ৪৯ পয়সা। তবে আগের হিসাব বছরের এই তিন মাসে মুনাফা হয় সাত কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা ও ইপিএস ৫০ পয়সা।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. ইসলামী ব্যাংক
  3. লাফার্জ সুরমা সিমেন্ট
  4. ইউনাইটেড এয়ার
  5. বেঙ্গল উইন্ডসার
  6. স্কয়ার ফার্মা
  7. বেক্স-ফার্মা
  8. বেক্সিমকো লি.
  9. ওরিয়ন ফর্মূলেশন
  10. ডেল্টা লাইফ।

ডিএসইতে লেনদেন ও সূচক পতন

low indexনিজস্ব প্রতিবেদক :

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচকের পতন হয়েছে। এদিন আগের দিনের চেয়ে ২১৪ কোটি টাকা লেনদেন কমেছে। এদিন ডিএসইতে লেনদেনের সাথে কমেছে সব ধরণের মূল্য সূচক।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৯.৫১ পয়েন্ট কমে ৪৮৬৪.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন বুধবার ডিএসইতে ২.১৪ পয়েন্ট বেড়ে ৪৮৭৩.৯৬ পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইতে ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ১৩৪ টির, আর অপরিবর্তিত ছিল ৪৩ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮৮ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল বুধবার দিন এই স্টক এক্সচেঞ্জে ৯০২ কোটি ৩৭ লাখ টাকা টাকার লেনদেন হয়েছিল।

লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট,ইউনাইটেড এয়ার, বেঙ্গল উইন্ডসার, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লি., ওরিয়ন ফর্মূলেশন ও ডেল্টা লাইফ।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

এনসিসি ব্যাংকের উদ্দোক্তার আবারো শেয়ার বিক্রি

ncc1-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্দোক্তা আসলাম উল করিম আবারো নিজ হাতের শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই পরিচালক ৩০ কার্যদিবসের মধ্যে ২ লাখ শেযার বিক্রয় করবেন।

আসলাম উল করিমের কাছে ব্যাংকের মোট ১৩ লাখ ৭৯ হাজার ৪১১টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি এ ২ লাখ শেয়ার বিক্রি করবেন। এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করা হবে।
গত ২৬ জুলাই আসলাম উল করিম আরো ২ লাখ শেয়ার বিক্রির ঘোষনা দেন। সে সময় তার কাছে ব্যাংকের মোট ১৫ লাখ ৭৯ হাজার ৪১১টি শেয়ার ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে আড়াই ঘন্টায় ৪১৪ কোটি টাকা লেনদেন

dse1নিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার লেনদেন সূচকের নিম্নমুখী ধারায় চলছে। এদিন ডিএসইতে লেনদেনের আড়াই ঘণ্টায় ৪১৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭টি কোম্পানির। আর দর কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৯৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৫ পয়েন্টে।

দুপুর ১.০০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার ও ইসলামী ব্যাংক।

অর্থসূচক/এআরএস/মিশুক