স্কয়ার ফার্মা রবিবার থেকে স্বাভাবিক লেনদেনে

squreস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড রেকর্ড ডেটের পর রবিবার থেকে শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেনে যাচ্ছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে এ কোম্পানির লেনদেন ১১ আগস্ট থেকে ১২ আগস্ট স্পট ও ব্লক/অডলটে সম্পন্ন হয়েছে। এবং ১৩ আগস্ট রেকর্ড ডেটের কারণে লেনদনে বন্ধ থাকে।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

এইমস্ ফাষ্টসহ ৭ মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এইমস্ ফাষ্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি তাদের ইউনিটহোল্ডারদের জন্য ২০১৪-১৫ হিসাব বছরের জন্য সাড়ে ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই সব তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার ফান্ডের সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সূত্র জানায়, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ইউনিট হোল্ডারদের জন্য ৮ শতাংশ বোনাস, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচ্যুয়াল ফান্ড ৯ শতাংশ বোনাস লভ্যাংশ, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১২ শতাংশ বোনাস লভ্যাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১০ শতাংশ বোনাস লভ্যাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ও ইস্টার্ন ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ইউনিট হোল্ডাদের জন্য ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

ফান্ডগুলোর রেকর্ড ডেট আগামী ৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। সে সময় যেসব ইউনিটহোল্ডারদের নামে শেয়ার তালিকাভুক্ত হবে, তারাই এ ঘোষিত নগদ লভ্যাংশ পাবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

রিলায়েন্স ওয়ান ফান্ডের ১১% লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেট ডেস্ক :

রিলায়েন্স ওয়ান ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি তাদের ইউনিটহোল্ডারদের জন্য ২০১৪-১৫ হিসাব বছরের জন্য সাড়ে ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সংশিলষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার ফান্ডের ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত যেসব ইউনিটহোল্ডারদের নাম রেজিস্ট্রি তালিকাভুক্ত, তারাই এ ঘোষিত নগদ লভ্যাংশ পাবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

রবিবারে স্পট মার্কেটে তিন কোম্পানি

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি আগামী ১৬ আগস্ট রবিবার স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হচ্ছে- সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নাভানা সিএনজি এবং এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।

এই তিন কোম্পানির শেয়ারের লেনদেন আগামী ১৬ আগস্ট রবিবার ও ১৭ আগস্ট সোমবার স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। কোম্পানির রেকর্ড ডেট আগামী ১৮ আগস্ট মঙ্গলবার। শেয়ারটির লেনদেন রেকর্ড ডেটের কারণে ওই দিন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

বিশেষ ট্রাইবুন্যালে প্যারাগণ লেদারের মামলা

bishes tribunalনিজস্ব প্রতিবেদক :

প্যারাগণ লেদার এ্যান্ড রুট ওয়্যার ইন্ডাস্ট্রিজের শেয়ার সার্টিফিকেট নিয়ে প্রতারণা মামলার সাক্ষীর জবানবন্দী গ্রহণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার শেয়ারবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইবুন্যালে জবানবন্দি গ্রহণ করা হয়। আগামী ১৯ আগস্ট মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারণ করেছেন আদালত। ট্রাইবুন্যাল সূত্রে এ তথ্য জানা যায়।

এ মামলার কার্যক্রম গত ৯ আগস্ট শুরু হওয়ার কথা থাকলেও বাদী ও আসামি পক্ষের কেউ প্রস্তত না থাকায় সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন ও মামলার তারিখ ১৩ আগস্ট নির্ধারণ করেছিলেন।

এদিকে বৃহস্পতিবার যে দুজন সাক্ষীর জবানবন্দী গ্রহণ করা হয় তারা হলেন- সন্ধানী ক্রেডিট এ্যান্ড কো-অপারেটিভের ম্যানেজার মিজানুর রহমান ও চার্টার্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির ডিএমডি সিরাজুল ইসলাম। আসামি পক্ষের আইনজীবী জবানবন্দী শেষে সাক্ষীদের জেরা করেন।

এদিকে আজিজুর রহমানের নামে ওয়ারেন্ট অব উইটনেস (ডব্লিউ ডব্লিউ) এবং জামিউল ইসলামের নামে সমন জারি করেছেন আদালত।

শেয়ার জালিয়াতি নিয়ে প্যারাগণ লেদার কোম্পানিসহ ২০ জনকে আসামি করে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০০২ সালে মামলা করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ রানা খান বলেন, প্যারাগণ লেদার এ্যান্ড রুট ওয়্যার ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতারণা মামলায় আজকে সাক্ষীদের জবানবন্দী ও জেরা করা হয়েছে। আর ১৯ আগস্ট বিচারের পরবর্তী কার্যক্রমের জন্য তারিখ নির্ধারণ করেছেন আদালত।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

এনসিসি ব্যাংক পরিচালকের শেয়ার ক্রয়

ncc1-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালক ফখরুল আনোয়ার ব্যাংকটির ৫ লক্ষ ১০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এবং চলমান বাজারদরে তিনি শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

সিএসইতে কমেছে লেনদেন

cseনিজস্ব প্রতিবেদক :

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৮ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের লেনদেনের থেকে কম।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ১৭ পয়েন্ট কমে ৯০০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ২৫৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৫ টির দাম বেড়েছে। কমেছে ১১২ টির, আর অপরিবর্তিত ছিল ৪৮ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে ১০৫ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছিল।

লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার লিমিটেড ও ফ্যামিলি টেক্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

  1. ইসলামী ব্যাংক
  2. ফ্যামিলি টেক্স লিমিটেড
  3. ইউনাইটেড পাওয়ার
  4. আরএসআরএম স্টীল
  5. বিএসআরএম লিমিটেড
  6. শাহজিবাজার পাওয়ার
  7. এ্যাপোলো ইস্পাত
  8. লাফার্জ সুরমা সিমেন্ট
  9. বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক
  10. ফার কেমিক্যাল লিমিটেড।

ডিএসইতে লেনদেন ৬০৩ কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক ও লেনদেন একটু কমেছে। এদিন ডিএসইতে ৬০৩ কোটি টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১২.৭৫ পয়েন্ট বেড়ে ৪৮০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন মঙ্গলবার ডিএসইতে এই সূচক ১.৭৪ পয়েন্ট কমে ১১৯১ পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইতে ৩২১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৯ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ১৭৩ টির, আর অপরিবর্তিত ছিল ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৩ কোটি ২৪ লাখ টাকা। গতকাল বুধবার এই স্টক এক্সচেঞ্জে ৬১৫ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – ইসলামী ব্যাংক, ফ্যামিলি টেক্স লিঃ, ইউনাইটেড পাওয়ার, আরএসআরএম স্টীল, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, এ্যাপোলো ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক ও ফার কেমিক্যাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

রতনপুর ষ্টিলসের ৯০ কোটি টাকার নতুন মেশিন

RSRMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্পাত শিল্প খাতের কোম্পানি রতনপুর রি-রোলিং মিলস লিমিটেড কারখানার জন্য নতুন মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, এক্স পাওয়ার টিএমটি ৫০০ডাব্লিউ রি বারস এর জন্য এসব মেশিন কিনবে তারা। মেশিনটির দাম পড়বে ৯০ কোটি টাকা। এ মেশিন যুক্ত হলে কোম্পানির উৎপাদন ক্ষমতা প্রতি বছর ৩ লাখ ৫৭ হাজার ২০০ মে. টন বৃদ্ধি পাবে।

আগামী ২৭ আগষ্ট মেশিন গুলো ক্রয়ের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি