দুই দিনে ১৬ টাকা দর বৃদ্ধি

APEXTANRYস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়ার লিমিটেডের শেয়ার দর গত দুই দিনে প্রায় ১৬ টাকা বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

বিশ্লেষণে দেখা যায়, গত ১০ আগষ্ট এ কোম্পানির শেয়ারের দর ছিল ১১৮ টাকা। এর পর টানা ২ দিন এই দর বেড়েছে। গতকাল ১৩ আগষ্ট শেয়ারটির সর্বশেষ লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমে ১৩৩/১৩৪ টাকায় হয়েছে।

গত ১১ ও ১২ আগষ্ট শেয়ারটির দর বেড়েছে প্রায় ১৬ টাকা।

গত সপ্তাহের বাজার পর্যালোচনায় দেখা যায়, এই কোম্পািনির শেয়ারের দর ৫ কার্যদিবসে বেড়েছে ১০.১৮ শতাংশ। গত সপ্তাহের টপ গেইনারের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে এপেক্স ফুটওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

লভ্যাংশেও কাটছে না মিউচ্যুয়াল ফান্ডের দুঃসময়

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে চরম দুঃসময় পাড় করছে মিউচ্যুয়াল ফান্ডগুলো। বাজারে ইতিবাচক প্রবণতা দেখা দিলেও তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না মিউচ্যুয়াল ফান্ডে। ভালো লভ্যাংশ দিয়েও দর হারাচ্ছে অধিকাংশ মিউচ্যুয়াল ফান্ড। মোট ৪১টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৮টির দামই নেমে গেছে অভিহিত মূল্যের নিচে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, পতনের ধারা থেকে বেরিয়ে গত কয়েক মাস ধরে বেশ ইতিবাচক প্রবণতা বিরাজ করছে শেয়ারবাজারে। বাড়ছে মূল্য সূচক, লেনদেন ও বাজার মূলধনের পরিমাণ। এ অবস্থাতেও উল্টা অবস্থা বিরাজ করছে মিউচ্যুয়াল ফান্ডের।

সর্বশেষ বৃহস্পতিবারের (১১ আগস্ট) লেনদেন শেষে ৪১টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৮টির দামই রয়েছে অভিহিত মূল্যের নিচে। ফলে এ খাতে বিনিয়োগকারীদের লাভের পরিবর্তে লোকসানের পাল্লাটাই বেশী ভারী হচ্ছে।

মঙ্গলবারের লেনদেন শেষে ফেসভ্যালুর নিচে থাকা মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে ১০টির দাম রয়েছে ৫ টাকার নিচে। এরমধ্যে আছে প্রাইম ব্যাংক প্রথম, পিএইচপি প্রথম, ফিনিক্স ফাইন্যান্স প্রথম, এনসিসিবিএল, এমবিএল প্রথম, এলআর গ্লোবাল বাংলাদেশ, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি, গ্রিন ডেল্টা, ইবিএল এনআরবি ও ডিবিএইচ প্রথম মিউচ্যুয়াল ফান্ড।

অভিহিত মূল্যের নিচে থাকা অন্য মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে আছে ট্রাস্ট ব্যাংক প্রথম, এসইবিএল প্রথম, রিলায়েন্স ওয়ান, পপুলার লাইফ প্রথম, এনএলআই প্রথম, আইএফআইএল প্রথম, আইএফআইসি প্রথম, আইসিবি সোনালী ব্যাংক প্রথম, আইসিবি এমসিএল দ্বিতীয়, আইসিবি দ্বিতীয় এনআরবি, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম, এক্সিম ব্যাংক প্রথম, ইবিএল প্রথম, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ, এআইবিএল প্রথম ইসলামী, এবি ব্যাংক প্রথম, প্রথম জনতা ব্যাংক ও আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড প্রথম।

সংশ্লিষ্টরা মনে করছেন, মিউচ্যুয়াল ফান্ডগুলোতে ভালো মৌলভিত্তির শেয়ার নেই। সে কারণেই এগুলো প্রতিনিয়ত দর হারাচ্ছে। তবে কেউ কেউ মনে করছেন, বাজারে উর্ধ্বমুখী প্রবণতা থাকাকালীন বেশ কিছু মিউচ্যুয়াল ফান্ড এসেছে। এগুলোতে যে শেয়ার কেনা হয়েছে তার অধিকাংশই ছিলো অতিমূল্যায়িত। ফলে মিউচ্যুয়াল ফান্ডগুলো মূল্য হারিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

চীনা মুদ্রার প্রভাবে এশিয়ার শেয়ারবাজার অস্থির

chinaস্টকমার্কেট ডেস্ক :

চীন দ্বিতীয় দিনের মতো জাতীয় মুদ্রা ইউয়ানের অবমূল্যায়ন ঘটানোর পর এশিয়ার শেয়ারবাজারে তার মারাত্মক প্রতিক্রিয়া হয়েছে। গত বুধবার চীনের কেন্দ্রীয় ব্যাংক আবারও জাতীয় মুদ্রা ‘ইউয়ানের’ মান এক দশমিক নয় শতাংশ কমানোর ঘোষণা দেয়। এতে এশিয়া জুড়ে পুঁজি বাজারে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে। গত দুই দিনে দুই দফায় ইউয়ানের মূল্যমান যেভাবে কমানো হয়েছে গত দুই দশকে তার নজির নেই।

চীন আশা করছে ইউয়ানের মুদ্রামান কমানো ফলে তাদের পণ্য রফতানিতে সুবিধা হবে। গত সপ্তাহান্তে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, কেবল জুলাই মাসেই চীনের রফতানি পড়ে গেছে আট শতাংশ। এর ফলে চীনের অর্থনীতি শ্লথ হয়ে পড়েছে বলে উদ্বেগ বাড়ছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পর চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি।

ইউয়ানের মুদ্রামান কমাতে চীন যেসব পদক্ষেপ নিচ্ছে তার ফলে বিশ্ব জুড়ে ‘কারেন্সি যুদ্ধ’ শুরু হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্র চীনের এই পদক্ষেপের সমালোচনা করেছে। বিশ্লেষকরা বলছেন, মুদ্রার দাম কমিয়েই অর্থনীতির হাল ফেরাতে মরিয়া চীন। আর, তার জেরে দুশ্চিন্তা ছড়িয়ছে ভারতীয় শিল্পমহলে, বিশ্ব জুড়ে পতনের গ্রাসে শেয়ার বাজার। এক ধাক্কায় ডলারে ভারতীয় টাকা পড়েছে ৫৯ পয়সা।

ভারতীয় শিল্পমহল রিজার্ভ ব্যাংক ও কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় পরিস্থিতির উপর কড়া নজর রাখতে বলেছে। কেন্দ্রীয় উৎপাদন ও আমদানি শুল্ক পর্ষদ বুধবারই লোহা ও ইস্পাত, এ্যালুমিনিয়াম, নিকেল, তামা, দস্তার মতো বেশ কিছু ধাতুর আমদানি শুল্ক ২.৫ শতাংশ বাড়িয়েও দিয়েছে। লক্ষ্য চীনা আমদানি কমিয়ে দেশী শিল্পকে কিছুটা স্বস্তি দেয়া। এই নিয়ে পরপর দু’দিন বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রার তুলনায় দাম কমার জেরে বুধবার চীনা ইউয়ানের দাম নেমে এসেছে গত চার বছরে সবচেয়ে নিচে। দাম পড়েছে ৪ শতাংশ। প্রতি ইউয়ানের দর নেমে এসেছে ৬.৪৫১০ ডলারে, যা ২০১১ সালের অগস্টের পর সবচেয়ে কম। মুদ্রার কম দামের হাত ধরে বিশ্ব জুড়ে সস্তার পণ্য বেচে রফতানির বাজারে আরও বেশি জায়গা করে নেয়াই লক্ষ্য চীনের, যার জেরে আর্থিক বৃদ্ধির হারকেও টেনে তুলতে চায় তারা।

চীনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, হঠাৎ করে দেশটির রফতানি আয়ে বড় পতন হয়েছে। দেশটিতে অর্থবছরের শুরুতেই অর্থাৎ গত জুলাই মাসে ৮ দশমিক ৩ শতাংশ রফতানি কমেছে, যা প্রত্যাশিত আয়ের চেয়ে ৫ দশমিক ৪ শতাংশ কম। গত ছয় বছরের মধ্যে যা সর্বনিম্ন। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের মুদ্রার মান পতনের কারণে মার্কিন ডলারের বিপরীতে এশিয়ার অন্যান্য দেশের মুদ্রার মানও কমেছে। চীনের রফতানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে মুদ্রার মান কমানোর জন্য বিনিয়োগকারীদের চাপে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

দিনের গড় ও সাপ্তাহিক লেনদেন কম

index smbdনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে কমেছে সব ধরণের মূল্য সূচক। এ সপ্তাহে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন কমেছে ২৫.০৮ শতাংশ। আবার মোট লেনদেনও কমেছে ২৫.০৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৯৯ কোটি ৮৪ লাখ ৩৮ হাজার টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ১৩৭ কোটি ৪৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ৩৭ কোটি ৫৯ লাখ টাকার।

গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৬১৯ কোটি । যা আগের সপ্তাহে ছিল ৮২৭ কোটি টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ১৪ শতাংশ বা ৫৫ দশমিক ৫৮ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ বা ২৭ দশমিক ৪৪ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৫১ শতাংশ বা ৬ দশমিক ০৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টি কোম্পানির। আর দর কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ