ডিএসইতে ব্যাংকের নামে ভূল

pubali bankনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একটি নোটিসে ব্যাংকের নাম ভূল করে লেখা হয়েছে। পরবর্তীতে এজন্য দু:খ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই ওয়েবসাইটটিতে দেখা যায়, লেনদেনের শুরুতে পূবালী ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ করে ডিএসই। যা ভুল করে রূপালী ব্যাংক বলে উল্লেখ করা হয়।

ভূল নোটিস আসার অল্প কিছুক্ষনের মধ্যে তা বুঝতে পারে ডিএসই। এজন্য দূ:খ প্রকাশ করে জানানো হয় যে, ক্রেডিট ফলাফলটি পূবালী ব্যাংকের। যা ভূল:বশত রুপালী ব্যাংক বলে উল্লেখ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

শেয়ার কেলেঙ্কারি : সাক্ষীর বিরুদ্ধে পরোয়ানা জারি

bishes tribunalনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ে গঠিত বিএসইসির স্পেশাল ট্রাইব্যুনাল ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির দুই মামলার সাক্ষী মনির উদ্দিনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন। সোমবার তার সাক্ষ্য দেয়ার দিন ধার্য থাকলেও তিনি উপস্থিত না থাকায় এ পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) দিন নির্ধারণ করেছেন আদালত।

জানা গেছে, বিএসইসির স্পেশাল ট্রাইব্যুনালের ১/১৫ ও ২/১৫ (পুরাতন মামলা নং ৩৫৯৭/৯৯ ও ৩৫৯৮/৯৯ ) মামলার দু’টির সাক্ষ্যগ্রহণের তারিখ সোমবার পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু সাক্ষী উপস্থিত না হওয়ার কারণে এ মামলা দু’টির সাক্ষ্যগ্রহণ হয়নি।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, চিক টেক্সটাইল লিমিটেডের শেয়ার কেলেঙ্কারি মামলায় কোম্পানিসহ তিন আসামি। আসিমিরা হলেন চিক টেক্স লিমিটেড, পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রসুল, ইফতিকার মোহাম্মদ। আসামিরা ১৯৯৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানির নামে আট লাখ ২৮ হাজার ৪৬৪টি এবং আট লাখ ৩৫ হাজার শেয়ার কারসাজির মাধ্যমে বাজারে শেয়ার কেনাবেচা করে।

অনৈতিকভাবে শেয়ারের দাম বেশি পাওয়ার জন্য বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করে। এটি ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ২১ ধারা ক্ষমতায় ঘটিত তদন্ত কমিটির রিপোর্টে ১৯৯৭ সালের ২৭ মার্চ উঠে আসে। যা ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ১৭ (ই) ধারা লঙ্ঘন।

অপরদিকে প্রিমিয়ার সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার কেলেঙ্কারি মামলার (মামলার পুরাতন নং ৩৫৯৮/৯৯, নতুন নং ২/১৫) কোম্পানিসহ আসামি পাঁচজন। তারা হলেন প্রিমিয়ার সিকিউরিটিজ লিমিটেড, কোম্পানির চেয়ারম্যান এ রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, পরিচালক সৈয়দ এইচ চৌধুরী, আনু জাহাঙ্গীর।

আসামিরা ১৯৯৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানির নামে মিতা টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, বাটা সু, বেক্সিমকো ফার্মা কোম্পানির শেয়ার কারসাজি মাধ্যমে বিক্রি করে বিনিয়োগকারীদের ক্ষতি করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ১৭ (ই) ধারা লঙ্ঘন।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

সিএসইতে সূচকের উত্থান

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্য সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে ৪৭ কোটি টাকার লেনদেন হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে ৭৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৪৮ পয়েন্ট বেড়ে ৮৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ২৫৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৬ টির দাম বেড়েছে। কমেছে ১১২৪ টির, আর অপরিবর্তিত ছিল ৩৩ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ কোটি ৩৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে ৪৮ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।

দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাটবিসি ও বিএসআরএম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

এনসিসি ব্যাংকের দেড় লাখ শেয়ার বিক্রি

ncc-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্দ্যোক্তা আসমাউল করিম ব্যাংকটির এক লাখ ৫০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এবং চলমান বাজারদরে তিনি শেয়ার বিক্রয় করবেন।

তার হাতে ব্যাংকিটর মোট ১১ লাখ ৭৯ হাজার ৪১১টি শেয়ার রয়েছে। এসব শেয়ারের মধ্য হতে তিনি এই দেড় লাখ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

  1. ইসলামী ব্যাংক
  2. ফ্যামিলিটেক্স
  3. স্কয়ার ফার্মা
  4. এপেক্স টেনারি
  5. শাহজিবাজার পাওয়ার
  6. লাফার্জ সুরমা সিমেন্ট
  7. ইউনাইটেড পাওয়ার
  8. ফার কেমিক্যাল
  9. আরএসআরএম স্টীল
  10. গ্রামীণ ফোন।

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কম

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে। তবে দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৪১.২৫ পয়েন্ট বেড়ে ৪৮০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সোমবার ডিএসইতে এই সূচক ১৫.৭৯ পয়েন্ট কমে ৪৭৬৮ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে ৩১৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৮ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ১১৫ টির, আর অপরিবর্তিত ছিল ৪৫ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২৮ কোটি ৫৭ লাখ টাকা। গতকাল সোমবার এই স্টক এক্সচেঞ্জে ৬১০ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – ইসলামী ব্যাংক, ফ্যামিলিটেক্স, স্কয়ার ফার্মা, এপেক্স টেনারি, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, ফার কেমিক্যাল, আরএসআরএম স্টীল ও গ্রামীণ ফোন।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

লাফার্জের দু’টি কারখানা কিনছে বিড়লা কর্প

lafarge-holcim-smbdস্টকমার্কেট ডেস্ক :

ভারতে লাফার্জ-হোলসিমের দু’টি সিমেন্ট কারখানা হাতে নেওয়ার জন্য চুক্তি করল বিড়লা কর্পোরেশন। ছত্তিসগড়ের সোনাডিহ্‌ ও ঝাড়খণ্ডের জোজোবেরার দু’টি কারখানা কিনতে ৫ হাজার কোটি টাকা দাম দেবে এমপি বিড়লা গোষ্ঠীর সংস্থাটি। বর্তমানে লাফার্জের ওই দু’টি কারখানায় বছরে ৫১.৫ লক্ষ টন সিমেন্ট উৎপাদন হয়।

সোমবার বিড়লা কর্প জানিয়েছে, সরাসরি বা শাখা সংস্থার মাধ্যমে কারখানা দু’টি অধিগ্রহণ করা হবে। একই সঙ্গে কনক্রিটো এবং পিএসসি ব্র্যান্ড দু’টিও হাতে নেবে তারা।

এই অধিগ্রহণের ফলে বিড়লা কর্প নিজেদের সিমেন্ট ব্যবসা আরও সম্প্রসারণের সুযোগ পাবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান হর্ষ লোঢা। এখন পশ্চিমবঙ্গ, রাজস্থান-সহ ৪ রাজ্যে সংস্থার কারখানা রয়েছে। মোট উৎপাদন ক্ষমতা ৯৩ লক্ষ টন। এ দিন এই খবরের পর তাদের শেয়ার দর বেড়েছে ১৯ শতাংশের বেশি।

উল্লেখ্য, গত এপ্রিলে বিশ্ব জুড়ে লাফার্জের সব ব্যবসা হাতে নিতে শর্তসাপেক্ষে প্রতিযোগিতা কমিশনের সায় পেয়েছিল হোলসিম। যার আওতায় ভারতে দু’টি কারখানা বিক্রি করতে হত লাফার্জকে। সেই শর্ত রক্ষা করতেই বিড়লা কর্পকে কারখানা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে বিশ্বের বৃহত্তম সিমেন্ট নির্মাতা লাফার্জ-হোলসিম।

হাতে আসা অর্থ ঋণ মেটাতে ব্যবহার করবে সংস্থা। বিক্রি চূড়ান্ত হলে ভারতে সংস্থার উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৬.৮ কোটি টনে। আপাতত এই চুক্তি প্রতিযোগিতা কমিশন ও বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার বিবেচনাধীন।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

সেনসেক্সের আবারো পতন

sensexস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের প্রথম দিনে আবার পতনের গ্রাসে শেয়ার বাজার। বিক্রির চাপে সোমবার সেনসেক্স ফের নেমে যায় ২৭ হাজারের ঘরে।

এ দিন ১৮৯ পয়েন্ট পড়ে সেনসেক্স নেমে যায় ২৭,৮৭৮.২৭ পয়েন্টে। এর আগে গত দু’দিনের লেনদেনে সেনসেক্স বেড়েছিল ৫৫০.০৫ পয়েন্ট। বাজার পড়ার পিছনে মুনাফার টাকা ঘরে তোলা ছাড়াও অবশ্য আরও কয়েকটি কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। সেগুলি হল:

• সংসদে আর্থিক সংস্কার সংক্রান্ত কোনও বিল পাশ না-হওয়া

• চিনা মুদ্রা ইউয়ানের অবমূল্যায়ন

• বিভিন্ন আর্থিক সংস্থার খারাপ ফলাফল

• ভারতের রফতানি এই নিয়ে টানা ৮ মাস ধরে কমা

জুলাইয়ে রফতানি ১০.৩ শতাংশ কমার খবরের প্রভাব এ দিন পড়ে শেয়ারবাজারে। উল্লেখ্য রফতানির ওই হিসাব প্রকাশিত হয়েছিল শুক্রবার বাজারের ঝাঁপ বন্ধ হওয়ার পরে। ইতিমধ্যেই কমতে থাকা রফতানি চিনা মুদ্রার দাম কমার জেরে আরও পড়তে পারে, এই আশঙ্কায় পড়তে থাকে বিভিন্ন রফতানি নির্ভর সংস্থার শেয়ার দর। সেনসেক্সের আওতায় থাকা ৩০টি শেয়ারের মধ্যে ২১টির দামই পড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

তিন কোম্পানির লেনদেন আজ

lendenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে রেকর্ড ডেটের পর তিন কোম্পানির লেনদেন আজ ১৯ আগস্ট বুধবার চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নাভানা সিএনজি এবং অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

নিম্নমুখী প্রবণতায় লেনদেন

dseস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেন নিম্নমুখী প্রবণতায় চলছে। এদিন ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ১২৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে উত্থানে। ডিএসইত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টি কোম্পানির। আর দর কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৭২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮২৪ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন এ স্টক এক্সচেঞ্জে লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৮০ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২‌১টির।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ