আমান ফিডের আইপিও শেয়ার বিও হিসাবে জমা

aman-addস্টকমার্কেট ডেস্ক :

আমান ফিডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার আবেদনকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আজ সোমবার সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৪ জুন এ কোম্পানির আইপিও শেয়ার বণ্টনে লটারি হয়। কোম্পানির আইপিওতে মোট ৯১০ কোটি ১৯ লাখ ২৩ হাজার ২০০ টাকার আবেদন জমা পড়েছিল, যা চাহিদার চেয়ে ১২ দশমিক ৬৪ গুণ বেশি।

চলতি বছরের এপ্রিলে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৬ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ৩৬ টাকায় ইস্যুর অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এরই মধ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

রূপালী ইন্স্যুরেন্স পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

rupaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক কাজী মনরিুজ্জামান নিজ প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তিনি বীমাটির ৩০ হাজার শেয়ার কিনবেন বলে ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, এই উদ্যোক্তা পরিচালকরা আগামী ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

সায়হাম কটনের বোর্ড সভা বৃহস্পতিবার

saiham-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড আগামী ২৭ আগষ্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ৩০ এপ্রিল শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সায়হাম কটন মিলস লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এফ

এপেক্স ফুডের মুনাফা বেড়েছে ৫গুন

apexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুডস লিমিটেডের চলতি বছরের মুনাফা আগের বছরের চেয়ে প্রায় পাঁচ গুন বৃদ্ধি পেয়েছে। এসময় বেড়েছে শেয়ার প্রতি আয় ও সম্পদ মূল্য। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে আরো জানা যায়, সর্বশেষ ৩০ জুন শেষ হওয়া ২০১৫ সালে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা করেছে ৮ কোটি ৪৮ লাখ টাকা। যা গত বছর ২০১৪ সালের ৩০ জুন ছিল ১ কোটি ৭০ লাখ টাকা। এহিসাবে ২০১৫ সালে কোম্পানিটির মুনাফা আগের বছরের চেয়ে ৪.৯৮ গুন বৃদ্ধি পেয়েছে।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১২.৬০ টাকা, যা এর আগের বছর ছিল ৯.৫৫ টাকা।

আর শেয়ার প্রতি সম্পদ মূল্য এসেছে ১০৯.১৬ টাকা, যা ২০১৪ সালে ছিল ৯৮.৫৬ টাকা।

উল্লেখ্য, ২০১৫ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

মান্নান চেরিটেবল ট্রাস্টের সঙ্গে লাফার্জ সুরমার এমইউ

Lafarge-Surma-Cement smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট উৎপাদনকারক বহুজাতিক প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড ও হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তি অনুসারে, মান্নান চ্যারিটেবল ট্রাস্ট এখন তাদের সব নির্মাণ প্রকল্পে লাফার্জ সুরমার সুপারক্রিট সিমেন্ট ব্যবহার করবে। হাউস অব মান্নান একটি অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান।

লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ফাইন্যান্স ডিরেক্টর মাসুদ খান এবং হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/