বিশ্ব শেয়ারবাজারে আরেক ‘কালো সোমবার’

world-smbdস্টকমার্কেট ডেস্ক :

বিশ্ব শেয়ারবাজারে বিশাল পতন হলো গতকাল। শুরু হয়েছিল চীন থেকে। আর সেই আতঙ্কেই ধস নামে এশিয়া ও ইউরোপসহ বিশ্ব শেয়ারবাজারে। কাকতালীয় হলেও গতকাল দিনটি ছিল সোমবার। ১৯৮৭ সালের ১৯ অক্টোবর বিশ্ব শেয়ারবাজারে বড় ধস নেমেছিল। ওই দিনটিও ছিল সোমবার। বিশ্ব গণমাধ্যমগুলো গতকালকের শেয়ারবাজারের ধসকে কালো সোমবার বা ‘ব্ল্যাক মানডে’ বলেই উল্লেখ করছে।

ব্রিটিশ গণমাধ্যমগুলো হিসাব কষে দেখিয়েছে, গতকাল এক দিনে দেশটির শেয়ারবাজারের বাজারমূল্য ৫ হাজার ৬০০ কোটি পাউন্ড কমে গেছে। বার্তা সংস্থা ব্লুমবার্গের হিসাবে, গত ১০ দিনে বিশ্ব শেয়ারবাজার পাঁচ লাখ কোটি ডলারের বেশি বাজারদর হারিয়েছে।

গতকাল সবচেয়ে খারাপ সময় পার করেছে চীনের শেয়ারবাজার। দেশটির অন্যতম প্রধান শেয়ারবাজার সাংহাই কম্পোজিট সূচক গতকাল এক ধাক্কায় সাড়ে ৮ শতাংশ কমে যায়। ২০০৭ সালের পর চীনের শেয়ারবাজারে এক দিনের ব্যবধানে এটি সর্বোচ্চ দরপতন। গত এক সপ্তাহে সাংহাই কম্পোজিটের সূচক কমেছে ১২ শতাংশ, আর মধ্য জুনের পর থেকে গতকাল পর্যন্ত দুই মাসে এ সূচক কমেছে ৩০ শতাংশ।

হংকংয়ের হ্যাং সেং সূচকও গতকাল পড়েছে ৫ দশমিক ৮ শতাংশ। জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ৪০ ডলারে নেমে আসা, চীনের অর্থনীতির গতিমন্দা এ ধসকে ত্বরান্বিত করেছে।

যুক্তরাজ্যের লন্ডন, ফ্রান্সের প্যারিস ও জার্মানির ফ্রাঙ্কফুর্টের শেয়ারবাজারেও গতকাল সূচকের বড় দরপতন ঘটেছে। দিনের শুরুতেই লন্ডনের এফটিএসই ১০০ সূচক ২ দশমিক ৬ শতাংশ কমে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে। একইভাবে প্যারিস ও ফ্রাঙ্কফুর্টের বাজারে সূচক প্রায় ৩ শতাংশ কমে যায়।

বাজার বিশ্লেষকেরা বলছেন, শেয়ারবাজারের অবস্থা সামনের দিনগুলোতে আরও খারাপ হবে। আর অনিশ্চিত বিনিয়োগ পরিস্থিতি এর অন্যতম কারণ। বিপর্যয় ঠেকাতে চীন সরকার পেনশন ফান্ডের অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করা যাবে—এ ঘোষণা দিয়েও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারেনি। রপ্তানি বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না চীনা মুদ্রা ইউয়ানের বিনিময়মূল্য কমিয়েছে।
এশিয়ার সবচেয়ে বড় শেয়ারবাজার জাপানেও গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে গতকাল। নিক্কেই ২২৫ সূচক গতকাল ৪ দশমিক ৬ শতাংশ কমে ১৮ হাজার ৫৪০ পয়েন্টে নেমে এসেছে।

বাদ যায়নি অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারও। অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক গতকাল কমেছে ৪ দশমিক ১ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক কমেছে আড়াই শতাংশ।

ধস নেমেছে ভারতের শেয়ারবাজারেও। গতকাল দেশটির প্রধান দুটি শেয়ারবাজার সূচক সেনসেক্স ও নিফটির সূচক দিন শেষে ৬ শতাংশের বেশি কমে যায়। গত সাত বছরে ভারতের শেয়ারবাজারে এক দিনের ব্যবধানে এটি সর্বোচ্চ দরপতন। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে রুপির বিনিময়মূল্যও কমে গেছে ভারতে। গতকাল এক মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার বিনিময়মূল্য ৬৬ দশমিক ৬৪ রুপিতে নেমে আসে। এক দিন আগে বিনিময়মূল্য ছিল ৬৫ দশমিক ৮৩ রুপি। ২০১৩ সালের ২৮ আগস্ট রুপির বিনিময়মূল্য সর্বনিম্ন ৬৮ দশমিক ৮০ ডলারে নেমে গিয়েছিল।

ভারতের মুদ্রা বিশ্লেষকেরা বলছেন, চীনা মুদ্রা ইউয়ানের বিনিময়মূল্য কমার নেতিবাচক প্রভাব পড়েছে রুপির ওপর। এ ছাড়া আমদানিকারকদের ডলারের অতিরিক্ত চাহিদা, শেয়ারবাজারের ব্যাপক ক্ষতি রুপির বিনিময়মূল্য কমাতে ভূমিকা রেখেছে।

সূত্র: বিবিসি, ব্লুমবার্গ, বিজনেস স্ট্যান্ডার্ড

স্টকমার্কেটবিডি.কম/

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের এজিএম ৩১ আগস্ট

PRIMELIFEস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পূর্বঘোষণা অনুসারে, ৩১ আগস্ট রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত পুলিশ কনভেনশন হলে এজিএম আয়োজন করবে কোম্পানি। রেকর্ড ডেট ছিল ১৪ জুলাই।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সম্প্রতি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও বাকি ১০ শতাংশ লভ্যাংশ দেয়া হবে বোনাস শেয়ার আকারে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/বি

তাকাফুল ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রয় সম্পন্ন

takaful-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক কোম্পানিটির প্রায় ৩ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

পরিচালক নাসরিন হক তার হাতের ৩ লাখ ৬ হাজার ৯৪০ টি শেয়ার বিক্রি করেছেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে এবং চলমান বাজারদরে তিনি এসব শেয়ার বিক্রয় করলেন।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

ওটিসি মার্কেটের ৩ কোম্পানিকে জড়িমানা

bsecনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ‘ওটিসি’ বাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদকে জড়িমানা করা হয়েছে। আর্থিক প্রতিবেদনে অনিয়মের দায়ে তালিকাভুক্ত এই কােম্পানিগুলোর পর্ষদকে বিভিন্ন অঙ্কের অর্থ জরিমানা করেছে বিএসইসি।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সভায় গতকাল সোমবার কোম্পানিগুলো এ জড়িমানা করা হয়েছে।

ওটিসি মার্কেটের কোম্পানিগুলো হলো চিকটেক্স, আশরাফ টেক্সটাইল ও তমিজউদ্দিন টেক্সটাইল। এই তিনটি কোম্পানিই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ‘ওটিসি’ নামের বিকল্প বাজারে তালিকাভুক্ত।

এছাড়া ডিএসইর মূল বাজারের কোম্পানি সোনালী আঁশ ও অলটেক্স ইন্ডাস্ট্রিজকেও একই দায়ে জড়িমানা করেছে বিএসইসি।

বিএসইসি জানিয়েছে, সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে চিকটেক্স ও আশরাফ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে, তজিমউদ্দিন টেক্সটাইল ও সোনালী আঁশের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে দুই লাখ টাকা এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/বি