তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা আজ

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড, প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেম (বিবিএস) লিমিটেড ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের বোর্ড সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো এ বোর্ড সভায় ৩০ এপ্রিল শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

গত বছর ২০১৪ সালে সায়হাম কটন মিলস ১০ শতাংশ নগদ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম (বিবিএস) লিমিটেড ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক এবং জিপিএইচ ইস্পাত লিমিটেড ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এফ

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার বিওতে

purabi-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা করেছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির বার্য়িক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে গত ৩০ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ধসের কারণ খতিয়ে দেখছে চীন : কাঠগড়ায় নিয়ন্ত্রকরা

china-smbdনিজস্ব প্রতিবেদক :

সাম্প্রতিক ধসে কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে চারটি ব্রোকারেজ হাউজ, সংবাদকর্মী ও নিয়ন্ত্রক সংস্থার সাবেক ও বর্তমান সদস্যকে তদন্তের আওতায় এনেছে চীনের পুলিশ। এদিকে সুদের হার কমার পরও সেখানকার শেয়ারবাজারে পতন থামেনি। দুদিনে প্রায় ১৫ শতাংশ কমে যাওয়ার পর গতকাল সপ্তাহের তৃতীয় দিনেও দরপতনে ছিল সাংহাই-শেনঝেনের শেয়ারবাজার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চারটি ব্রোকারেজ হাউজের বাইরে নিয়ন্ত্রক সংস্থার কয়েকজন বর্তমান ও সাবেক সদস্য, ব্রোকারেজ হাউজের কয়েকজন কর্মী ও আর্থিক বাজারসংশ্লিষ্ট এক সংবাদকর্মীকেও তদন্তে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ব্রোকারেজ সেবাদাতা হাইতং, জিএফ, হুয়াথাই ও ফাউন্ডারের বিরুদ্ধে অভিযোগ, গ্রাহক শনাক্তকরণে তারা ব্যর্থ হয়েছে, যা বাজারের অস্থিতিশীলতায় সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের একজন বর্তমান ও একজন সাবেক সদস্যের বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিং ও দাফতরিক নথিপত্রে প্রতারণার আশ্রয় নেয়ার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। বিজনেস সাময়িকী সেইচিংয়ের সংবাদকর্মী ওয়াং শিয়াওলুর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তদন্ত করা হচ্ছে।

এর বাইরে আইনবহির্ভূত লেনদেনে জড়িত সন্দেহে চীনের সবচেয়ে বড় ব্রোকারেজ হাউজ সিটিক সিকিউরিটিজের আট কর্মীকেও তদন্তের অধীনে এনেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এদিকে হংকং স্টক এক্সচেঞ্জকে গতকাল সিটিক জানিয়েছে, তারা এ ধরনের কোনো তদন্তের খবর জানে না।

সূত্র : বিবিসি ও ব্লুমবার্গ।

স্টকমার্কেটবিডি.কম/

সম্পদ বিক্রি করায় বেড়েছে এপেক্স ফুডসের ইপিএস

apexনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুডস লিমিটেডের চলতি বছরের শেয়ার প্রতি আয় আগের বছরের চেয়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বছরে কোম্পানির সম্পদ বিক্রি করে বড় অর্থ আসায় এই ইপিএস বেড়েছে বলে দাবি করছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, ৩০ জুন শেষ হওয়া ২০১৫ সালে কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে আয়ের সাথে যুক্ত হয়েছে সম্পত্তি বিক্রয় করে অর্জিত ১৪ কোটি ৬৫ লাখ টাকা।

সূত্রে আরো জানা যায়, সর্বশেষ ৩০ জুন শেষ হওয়া ২০১৫ সালে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা করেছে ৮ কোটি ৪৮ লাখ টাকা। যা গত বছর ২০১৪ সালের ৩০ জুন ছিল ১ কোটি ৭০ লাখ টাকা। এহিসাবে ২০১৫ সালে কোম্পানিটির মুনাফা আগের বছরের চেয়ে ৪.৯৮ গুন বৃদ্ধি পেয়েছে।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১২.৬০ টাকা, যা এর আগের বছর ছিল ৯.৫৫ টাকা।

আর শেয়ার প্রতি সম্পদ মূল্য এসেছে ১০৯.১৬ টাকা, যা ২০১৪ সালে ছিল ৯৮.৫৬ টাকা।

উল্লেখ্য, ২০১৫ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

তুং হাই নিটিংয়ের এজিএম আজ

Tung haiনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) এজিএমটি হবে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এই হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ২৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১২ টাকা ৭৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/