চিটাগাং সিমেন্টের মামলার জবানবন্দী আজ

bishes tribunalনিজস্ব প্রতিবেদক :

চিটাগাং সিমেন্টের শেয়ার কেলেঙ্কারি মামলার পরবর্তী জবানবন্দী অনুষ্ঠিত হবে আজ ১ সেপ্টেম্বর। মামলাটির সময় বাড়ানো আবেদন জানান বাদীপক্ষের (বিএসইসি) আইনজীবী রেজাউল করিম। আবেদনের পরিপ্রেক্ষিতে শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুমায়ুন কবির এ মামলার জবানবন্দী গ্রহণের জন্য দিন পিছিয়ে ১ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

গত রবিবার আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের ১৯৯৬ সালে শেয়ারবাজার কেরেঙ্কারির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সদস্যকে (সাক্ষী) জেরা করার কথা ছিল। কিন্তু এদিন আসামিপক্ষের আইনজীবীসহ কোনো আসামিই আদালতে উপস্থিত হননি। অপরদিকে এ মামলার কার্যক্রম পরিচালনায় আরও সময় চেয়ে আবেদন করায় বাদীপক্ষের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

গত ১৬ আগস্ট মামলার বাদী এম এ রশীদ খানকে জেরা করেছিলেন আসামিপক্ষের আইনজীবী। আর ১৭ আগস্ট তদন্ত কমিটির প্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরীকে জেরা করা হয়। ওই দিনই এ মামলার প্রথম জেরা ও জবানবন্দী গ্রহণ শুরু করেন ট্রাইব্যুনাল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. তিতাস গ্যাস
  2. স্কয়ার ফার্মা
  3. শাহজিবাজার পাওয়ার
  4. ইউনাইটেড পাওয়ার
  5. বারাকা পাওয়ার
  6. সিভিও পেট্রো
  7. লাফার্জ সুরমা
  8. ফার কেমিক্যাল
  9. আলহাজ্ব টেক্সটাইল
  10. বিবিএস।

ডিএসইতে ৩৫০ কোটি টাকার লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিনের লেনদেন দাঁড়িয়েছে ৩৫০ কোটি টাকা। এদিন সেখানে প্রধান সূচকসহ সবগুলো সূচকের পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫০ কোটি ৩৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার এই স্টক এক্সচেঞ্জে ৪২১ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ২১.৮৪ পয়েন্ট কমে ৪৭৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার ডিএসইতে এই সূচক ৭.১ পয়েন্ট বেড়ে ৪৮১২ পয়েন্টে পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইতে এদিন ৩১৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৪ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ১৬৬ টির, আর অপরিবর্তিত ছিল ৪৪ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বারাকা পাওয়ার, সিভিও পেট্রো, লাফার্জ সুরমা, ফার কেমিক্যাল, আলহাজ্ব টেক্সটাইল ও বিবিএস।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ফাইন ফুডের মূল্য ও লেনদেনের তথ্য নেই

fineস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের ফাইন ফুড লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর ও লেনদেন বাড়ার পেছনে কোনো সংবেদনশীল তথ্য নেই। শেয়ারটির দর ও লেনদেন বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এ কথা জানানো হয়। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির শেয়ারের এই দর ও লেনদেন বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। গত ২৭ আগষ্ট দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় ফাইন ফুডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর ও লেনদেন বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ড্যান্ডি ডাইং মামলা : ইস্যু গঠন ১০ সেপ্টেম্বর

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্যান্ডি ডাইং কোম্পানির ৪৫ কোটি টাকা ঋণখেলাপি মামলায় বিবাদীদের জবাব দাখিলের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দিন পুনর্নির্ধারণ করেছেন ঢাকার প্রথম অর্থঋণ আদালত। ব্যর্থতায় ওইদিন মামলায় ইস্যু গঠন করা হবে।

গত ১৪ জুলাই এ মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে জবাব দিয়েছেন বিবাদী বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া। অন্য বিবাদীদের জবাব দাখিলের জন্য রবিবার (৩০ আগস্ট) দিন ধার্য ছিল। তবে এজন্য দশদিনের সময়ের আবেদন জানান বিবাদীরা। এ আবেদন মঞ্জুর করে ১০ সেপ্টেম্বর জবাব দাখিল ব্যর্থতায় ইস্যু গঠনের দিন পুনর্নির্ধারণ করেন আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস।

মামলার বিবাদীরা হলেন- ড্যান্ডি ডায়িং কোম্পানি লিমিটেড, প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী নাসরিন আহমেদ, তারেক রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর মা খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান, গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, কাজী গালিব আব্দুস সাত্তার, প্রয়াত মোজাফফর আহমেদের স্ত্রী শামসুন নাহার ও ছেলে মাসুদ হাসান।

আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় তার মা খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান বিবাদী হয়েছেন। অন্যদিকে ১০ নম্বর বিবাদী মোজাফফর আহমেদ মারা যাওয়ায় তার স্ত্রী শামসুন্নাহার ও ছেলে মাসুদ হাসানকে এ মামলায় বিবাদীভুক্ত করা হয়।

গত বছরের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, বিবাদীরা ড্যান্ডি ডাইংয়ের পক্ষে ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন।

ওই বছরের ৯ মে সোনালী ব্যাংক বিবাদীদের আবেদনকৃত ঋণ মঞ্জুর করেন।

২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীদের আবেদনক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদ সুদ মওকুফ করেন। এরপর ঋণ পুনঃতফসিলিকরণও করা হয়।

কিন্তু বিবাদীরা ঋণ পরিশোধ না করে বরাবর কালক্ষেপণ করতে থাকেন।

মামলায় আরও অভিযোগ করা হয়, ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য চূড়ান্ত নোটিশ প্রদান করা হলেও বিবাদীরা কোনো ঋণ পরিশোধ করেননি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ইপিএস ৬৩ পয়সা

sinoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস)বেড়েছে। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি ২০১৫ সালের তৃতীয় প্রান্তিকে (মে থেকে জুলাই) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি আয় হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৩৯ পয়সা।

অপরদিকে প্রথম ৯ মাসের (মে ’১৪ থেকে জুলাই ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৯৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৯১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ফ্লোর ক্রয়ে ডেল্টা ব্র্যাকের চুক্তি

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং কর্পোরেশন লিমিটেড ফ্লোর স্পেস ক্রয় করার সিন্ধান্ত নিয়েছে। সিন্ধান্ত অনুযায়ী ৩ সিফটি স্পেস ক্রয় করবে কোম্পানিটি। এ লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি সই করেছে ডেল্টা ব্র্যাক হাউজিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সানমার এভিনিউ টাওয়ার ১৮৫০/৩৩১৯, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রামে গাড়ি পাকিংসহ এ ফ্লোর স্পেস ক্রয় করবে কোম্পানিটি।

ফ্লোরটির নিবন্ধন ব্যয় ব্যতিত মোট ৪ কোটি ৭৪ লাখ টাকা খরচ হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিবিএসের ১R:২ হারে রাইট ছাড়ার সিদ্ধান্ত

BBSস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (বিবিএস) শেয়ারহোল্ডারদের জন্য ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রতিটি রাইট শেয়ারের জন্য প্রিমিয়াম নেওয়া হবে ১০ টাকা। অর্থ্যাৎ রাইট শেয়ারের বরাদ্দ মূল্য হবে ২০ টাকা। শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

রাইট শেয়ারের পাশাপাশি কোম্পানির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে পচিালনা পর্ষদের বৈঠকে।

গত ২৭ আগস্ট অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের এই বৈঠকে রাইট শেয়ার ইস্যুর পাশাপাশি ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের জন্য ২০ লভ্যাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/

মুন্নু সিরামিকসের কারখানায় নতুন মেশিন

munnuস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি মুন্ন সিরামিকসের কারখানায় নতুন মেশিন স্থাপন করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, সম্প্রতি কারখানার পুরাতন মেশিনগুলো পরিবর্তন করে নতুন মেশিন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

কোম্পানিটির এই মেশিন পরিবর্তনের তালিকায় রয়েছে ১২ ধরণের মেশিন।

 

স্টকমার্কেটবিডি.কম/এম

কারণ ছাড়াই বাড়ছে স্ট্যান্ডার্ড সিরামিকসের দর

standaerdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৪ আগষ্ট কোম্পানিটির শেয়ার ৪৩ টাকায় সর্বশেষ লেনদেন হয়। যা গতকাল ২৭ আগষ্ট প্রায় ৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা। এই সময় শেয়ারবাজারে পতন থাকলেও এ কোম্পানিটির শেয়ারের দর টানা বেড়েছে। এই তিন দিনে শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা। তিন দিনের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকার উপরে। গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ২৭ আগষ্ট ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম