কেয়া নিট কম্পোজিট কারখানা বন্ধ ঘোষণা

keyaগাজীপুর প্রতিনিধি :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকস লিমিটেডের শেয়ারহোল্ডার কোম্পানি কেয়া নিট কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের নিরাপত্তা ও কারখানাটি ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, কারখানার নিয়ম নীতি অমান্য, ঠিকমতো উৎপাদন না দেয়া এবং কারখানার কর্মকর্তাদের নির্দেশনা মানছিল না কিছু সংখ্যক শ্রমিক।

একাধিকবার ডাকলেও সারা দিচ্ছিলনা নোটিশ প্রাপ্ত শ্রমিকরা। এক পর্যায়ে ওই শ্রমিকরা কারখানার অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে। তারা কারখানার অভ্যন্তরে বিভিন্ন সেকশনে গিয়ে শ্রমিক ও কর্মকর্তাদের মারধর ও লাঞ্ছিত করে। এছাড়া কারখানার উৎপাদন বন্ধ করার জন্য নিরীহ শ্রমিকদের চাপ প্রয়োগ করতে থাকে। আর শ্রমিকরা এতে রাজি না হওয়ায় তাদের মারধর করা হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পাঠান সাংবাদিকদের জানান, গত কয়েকদিন ধরে ওই শ্রমিকরা বহিরাগতদের নিয়ে কারখানার ভিতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা গত শনিবার কারখানার ভিতরে প্রবেশ করে জেনারেটর বন্ধ করে দেয় এবং কর্মকর্তাদের ভয়ভীতি দেখায়।

সোমবার শ্রমিকরা করাখানায় বড় ধরণের আন্দোলন এবং ক্ষয়ক্ষতি করতে পারে বলে কর্তৃপক্ষ জানতে পারে। আর এ প্রেক্ষিতে কারখানার ক্ষয়ক্ষতি এড়াতে এবং নিরীহ শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে সোমবার সকালে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে গেইটে নোটিশ টানিয়ে দেয়া হয়।

কারখানার শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ কিছু শ্রমিককে বিনা দোষে কারণ দর্শানের নোটিশ প্রদান করে। এ নোটিশ প্রত্যাহারের দাবিতে তারা আন্দোলন করে আসছে।

জয়দেবপুর থানার কোনাবাড়ি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, কারখানার কয়েকজন শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দেয়ায় কিছু শ্রমিক বিক্ষুব্ধ হয়ে উঠে। কয়েকদিন ধরে তারা আন্দোলন করে আসছিল।

পরে কর্তৃপক্ষ কারখানার সম্পদ রক্ষার স্বার্থে এবং নিরীহ শ্রমিকদের নিরাপত্তার কথা চিন্তা করে সোমবার কারখানার গেইটে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধের নোটিশ টানিয়ে দেয়।

স্টকমার্কেটবিডি.কম/জি