ইতিবাচক ধারায় ফিরছে শেয়ারবাজার

index hনিজস্ব প্রতিবেদক :

টানা দরপতনের পর সপ্তাহের চতুর্থ দিনে আজ বুধবার ইতিবাচক ধারায় ফিরে এসেছে শেয়ারবাজার। দিনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দেশের উভয় শেয়ারবাজারেই হাতবদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়তির দিকে। বেলা সাড়ে ১১টায় ২৮ পয়েন্টের মতো বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৭৫২। এরই মধ্যে লেনদেন হয়েছে ৭৯ কোটি টাকার মতো।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময় ৭২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭১। মোট লেনদেন হয়েছে ৬ কোটি টাকার মতো

স্টকমার্কেটবিডি.কম/এনএ

৪২ লাখ ডলার দিয়ে জাহাজ কিনবে এমআই সিমেন্ট

(JPEG Image, 275 × 183 pixels)স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড সাগরে পণ্য পরিবহন উপযোগী একটি বড় জাহাজ (মাদার ভেসেল) প্রায় ৪২ লাখ ডলার দিয়ে কেনার সিন্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে আরও জানা গেছে, দক্ষিণ কোরিয়া যে ধরনের বাহন ব্যবহার করে সমুদ্রে বেশি পরিমানে পণ্য পরিবহনের জন্য এটি সে ধরনের।

এই জাহাজটি কিনতে আনুমানিক ব্যয় হবে ৪১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

অকারণেই মেঘনা কনডেন্সড মিল্কের দর বৃদ্ধি

MEGCONMILKস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২০ আগষ্ট কোম্পানিটির শেয়ার ৭.২০ টাকায় সর্বশেষ লেনদেন হয়। যা গতকাল ১ সেপ্টেম্বর ৮.২০ টাকা ছিল। এই সময় এ কোম্পানিটির শেয়ারের দর উঠা নামা করে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গতকাল আগষ্ট ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে মেঘনা কনডেন্সড লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

মডার্ণ ডায়িংয়ের বোর্ড সভা আজ

modernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মডার্ণ ডায়িং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড আজ ২ সেপ্টেম্বর বিকেল ৪টায় বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মডার্ণ ডায়িং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এফ