চিটাগাং সিমেন্টের পরবর্তী জবানবন্দী ৬ সেপ্টেম্বর

tribunal-picনিজস্ব প্রতিবেদক :

চিটাগাং সিমেন্টের শেয়ার কেলেঙ্কারি মামলার পরবর্তী জবানবন্দী ৬ সেপ্টেম্বর। আজ বৃহস্পতিবার বেলা ২টায় জেরা শুরু হয়। জেরা শেষে তা মূলতবি ঘোষণা করে পরর্বতী জেরা ৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিষেশ ট্রাইবুনাল।

এদিন দুপুরে এই জেরায় মামলার আসামী রকিবুর রহমান ও এ এস শহিদুল হক বুলবুল ট্রাইবুনাল হাজির ছিলেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, আসামিরা ১৯৯৬ সালে চিটাগাং সিমেন্টের পরিচালক ছিলেন। ভারতীয় ও ইরানী বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার কিনবে বলে আসামিরা মূল্য সংবেদনশীল তথ্য ছড়িয়ে শেয়ার মূল্য প্রভাবিত করেন। এ ব্যাপারে পরবর্তীকালে চিটাগাং সিমেন্টের পক্ষ থেকে সন্তোষজনক কোনো জবাব পাওয়া যায়নি। এর পর কোম্পানির একজন পরিচালক বড় অংকের শেয়ার হস্তান্তরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এ ছাড়া বিএসইসির নির্দেশনা থাকা সত্ত্বেও রকিবুর রহমান ও এ এস শহিদুল হক বুলবুল পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি, সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স-১৯৬৯ এর ১৭ ধারা অনুসারে যা কারসাজি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ১৯৯৬ সালের ২৬ ডিসেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে সরকার। তিন মাস পর ১৯৯৭ সালের ২৭ মার্চ তদন্ত কমিটি সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বিষয়টি উঠে আসে। আর এই প্রতিবেদনের ভিত্তিতে ১৯৯৭ সালের ৪ মে মহানগর মুখ্য হাকিম আদালতে মামলা করে বিএসইসি। মামলাটি পরবর্তীকালে বিচারের জন্য প্রথম অতিরিক্ত দায়রা আদালত ঢাকায় বদলি করা হয়।

এই আদালতে থাকাকালীন মামলাটির বাদীর সাক্ষ্য শেষ হয়। পরবর্তীকালে মামলার আদালত পরিবর্তনের নির্দেশ এলে বাদীপক্ষের সম্মতিতে নিম্ন আদালতের আদেশের ওপর স্থগিত আদেশ দেন উচ্চ আদালত। এর পর বিএসইসির ট্রাইব্যুনাল গঠনের পর মামলাটি এই আদালতে স্থানান্তর করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/বিএ

ব্যাংক পরিচালকের সব শেযার বিক্রির ঘোষণা

prime-bank-limited1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা নিজের হাতে থাকা ব্যাংকটির সবগুলো শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

মোসলিমা শীরিন নামে এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তার ২৫ লাখ ৮৭ হাজার ৭শ ৪৯ টি শেযার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে তার সব শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মডার্ণ ডায়িংয়ের রেকর্ড তারিখ পরিবর্তন

modernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মডার্ণ ডায়িং লিমিটেড রেকর্ড তারিখ পরিবর্তন করেছে। ডিএসই সূত্র থেকে জানা যায়।

গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ২৩ সেপ্টেম্বর যা ডিএসই নিয়ন্ত্রণ ২৩ ধারা মেনে পরিবর্তিত হয়ে ২৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখ করা হয়েছে।

অন্যান্য সকল তথ্য অপরিবর্তিত থেকে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মতিন স্পিনিংয়ের বোর্ড সভা ১২ সেপ্টেম্বর

matin-spinning-logo-mmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড আগামী ১২ সেপ্টেম্বর শনিবার বেলা ২ টা ৩০ মিনিটে বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মতিন স্পিনিং মিল লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. আমান ফিডস
  2. শাহজিবাজার পাওয়ার
  3. এমারেল্ড ওয়েল
  4. স্কয়ার ফার্মা
  5. খান ব্রাদার্স
  6. লিন্ডে বিডি
  7. ইউনাইটেড পাওয়ার
  8. লাফার্জ সুরমা সিমেন্ট
  9. ফার কেমিক্যাল
  10. ইবনে-সিনা।

ডিএসইতে লেনদেন ৫’শ কোটির কাছাকাছি

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিনের লেনদেন প্রায় ৫০০ কোটি টাকার কাছাকাছি দাঁড়িয়েছে। এদিন প্রধান সূচকসহ বেড়েছে অধিকাংশ শেয়ারের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১.৮৪ পয়েন্ট বেড়ে ৪৭৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। বুধবার ডিএসইতে এই সূচক ৩৯.৩৬ পয়েন্ট বেড়ে ৪৭৬৩ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯৮ কোটি ৫৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে ৩৪৮ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট ৩১৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৪ টির দাম বেড়েছে। এছাড়া দর কমেছে ৯৫ টির। আর অপরিবর্তিত ছিল ৪৪ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – আমান ফিডস, শাহজিবাজার পাওয়ার, এমারেল্ড ওয়েল, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স, লিন্ডে বিডি, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল ও ইবনে-সিনা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

মডার্ণ ডায়িংয়ের বাৎসরিক মুনাফা কমেছে

modernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ার বাজারের তালিকাভূক্ত কোম্পানি মডার্ণ ডায়িং লিমিটেড গত বছর আগের বছরের তুলনায় কর পরবর্তী মূনাফা ৫ লাখ ৫০ হাজার টাকা কমেছে। ডিএসই সূ্ত্রে এ তথ্য জানা যায়।

৩০ জুন ২০১৫ সালে কোম্পানির কর পরবর্তী মূনাফা হয় ১৫ লাখ ৯০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ১.১৬ টাকা ও শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ১১.১৩ টাকা হয়েছে।

যা ৩০ জুন ২০১৪ সাল শেষে কোম্পানির কর পরবর্তী মূনাফা ছিল ২১ লাখ ৪০ হাজার টাকা, ইপিএস ১.৫৬ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ১১.৪৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মডার্ণ ডায়িংয়ের ১০% লভ্যাংশ ঘোষণা

modernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মডার্ণ ডায়িং লিমিটেড গত বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্যারামাউন্ট টেক্সটাইল নতুন মেশিন কিনবে

paramountস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল কারখানায় নতুন মেশিন ক্রয় করবে। ইতিমধ্যে এসব মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কারখানার জন্য স্পেন থেকে এসব মেশিন কিনবে কোম্পানিটি। মেশিনগুলোর দাম পড়বে ১ লাখ ১৩ হাজার ইউরো।

ইতিমধ্যে কোম্পানিটি ইলেক্ট্রো-জেট নামে এক সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এসব মেশিনের মূল্য শতভাগ এলসির মাধ্যমে পরিশোধ করা হবে বলে কোম্পানি সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিচ হ্যাচারির বোর্ড সভা ৯ সেপ্টেম্বর

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড আগামী ৯ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টায় বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিচ হ্যাচারি লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ