বাংলাদেশ সাবমেরিনের ১০% লভ্যাংশ ঘোষণা

bsclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৫ সালের ৩০ এপ্রিল সমাপ্ত চলতি হিসাব বছরের বার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ সেপ্টেম্বর।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

গত বছর ২০১৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এনএ

৪ কোম্পানিকে দর বৃদ্ধির নোটিশ

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানিকে শেয়ারের দর বাড়ার জন্য নোটিশ প্রদান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।সম্প্রতি শেযারের দর বাড়ার কোনো তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ।

কোম্পানিগুলো হলো – প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিরামিকস খাতের স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড, খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ঝিল বাংলা সুগার মিলস লিমিটেড ও ফাইন ফুডস লিমিটেড।

গত সপ্তাহে এই কোম্পানিটিগুলোর শেয়ারের দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করেছিল উভয় স্টক এক্সচেঞ্জ। এই কারনেই কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কিনা তা জানতে চেয়েছিল উভয় স্টক এক্সচেঞ্জ। এ সময় উক্ত কোম্পানিটিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

১ বৎসরে সর্বনিম্ন অবস্হানে সেনসেক্স

sensexস্টকমার্কেট ডেস্ক :

সেনসেক্স প্রায় ৫৬৩ পয়েন্ট পড়ার ফলে গত শুক্রবার ২৪ হাজারের ঘর থেকে দূরত্ব আর মাত্র ২০০ পয়েন্টের মতো। ২৫,২০১ পয়েন্ট নেমে আসায় উদ্বেগজনক অবস্হায় নামল সেনসেক্স। গত এক বছরের বেশি সময়ের মধ্যে যা সবচেয়ে কম।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের সুদ বাড়ানোর সম্ভাবনাই এর কারণ। এ দিন ডলারের সাথে ২২ পয়সা কমেছে টাকার দামও। এক ডলার হয়েছে ৬৬.৪৬ টাকা।

আমেরিকার শ্রম দফতর জানায়, আগস্টে তাদের কর্মসংস্থান কিছুটা মন্থর হয়েছে। তবে বেকারত্বের হার নেমেছে প্রায় সাড়ে সাত বছরের মধ্যে সব থেকে নীচে। বেড়েছে মজুরিও। যা সে দেশের আর্থিক অবস্থা উন্নতিরই ইঙ্গিত। এই অবস্থায় ফেডারেল রিজার্ভ সেপ্টেম্বরেই সুদ বাড়াতে পারে বলে যে জল্পনা শুরু হয় মূলধনী বাজারে।

বিনিয়োগকারীদের আশঙ্কা, জল্পনা সত্যি হলে, বিশ্বের বর্তমান অনিশ্চিত আর্থিক পরিস্থিতিতে আমেরিকার মতো উন্নত দেশের ব্যাঙ্কে ঝুঁকিহীন আমানত বা বিভিন্ন ধরনের ঋণপত্রই বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের পছন্দের জায়গা হয়ে উঠবে। বিশেষ করে তুলনায় বেশি উন্নত ওই অর্থনীতি শোধরানোর ইঙ্গিত পেয়ে বিদেশি বিনিয়োগকারী সংস্থাগুলি ভারত থেকে বিনিয়োগ সরিয়ে মার্কিন দেশে খাটাতে আরও বেশি উৎসাহী হতে পারে।

বিশেষজ্ঞদের ধারণা, এ জন্যই দাম মোটামুটি ভাল থাকতে থাকতে হাতের শেয়ার বেচে লাভ তুলে নিতে চাইছে বিনিয়োগকারীরা। আর এই কারনেই সূচককে নিন্মমূখি। শুধু ভারত নয়, এ দিন বিশ্বের প্রায় সব শেয়ার বাজারই ছিল নিন্মমূখি।

স্টকমার্কেটবিডি.কম/বদিউল/এইচ

আইসিবির কাছে নিরীক্ষক চায় বিএসইসি

bsecনিজস্ব প্রতিবেদক:

২০১০-২০১১ সালে শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য বন্টনকৃত ৯০০ কোটি টাকার পূন:অর্থায়ন তহবিলটি নিরীক্ষা করতে চায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ এণ্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই তহবিল নিরীক্ষনের জন্য রাষ্ট্রায়িত প্রতিষ্ঠান কর্পোরেশন অফ বাংলাদেশের (আইসিবি) অডিট প্রতিষ্ঠান নিয়ােগ করার কথা থাকলেও এটা করা হয়নি বলে বিএসইসি সূত্রে জানা যায়।

সম্প্রতি এই সংক্রান্ত একটি চিঠি বিএসইসি হতে আইসিবি কে দেওযা হয়েছে। বিএসইসির পূন:অর্থায়ন তহবিল কমিটির প্রধান ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, বিএসইসির নির্ধারিত ৩৬ টি অডিট কোম্পানির তালিকা থেকে কোন কোম্পানির মাধ্যমে এই নিরীক্ষণ করাতে হবে।

বিএসইসির দাবি, এই পূন:অর্থায়ন তহবিলে যেন কোনো দূর্নীতি না হয়, সে বিষয়ে নজর দিয়েই বিএসইসি এই তহবিলটির জন্য নিরীক্ষক নিয়োগ করতে বলছে আইসিবিকে। এছাড়া এই তহবিল পর্যবেক্ষন করা আইসিবির একটি প্রাতিষ্ঠানিক দায়িত্ব।

গত ২০১৩ সালে ২৬ আগষ্ট বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারে ক্ষতিগ্রস্তদের জন্য পূন:অর্থায়ন তহবিলের ৩০০ কোটি টাকা ছাড় দেয়। চলতি বছরের জুলাই মাসে এই তহবিলটির শেষ কিস্তি ছাড় করে বিবি।

বিগত ২০১০-২০১১ সালে শেয়ারবাজারে ধসের পর ক্ষতিগ্রস্ত বিনিয়ােগকারীদের জন্য এই ৯০০ কোটি টাকা তহবিল বরা্দ্দ করে সরকার। যা মোট তিনটি কিস্তির মাধ্যমে এই পূন:অর্থায়ন তহবিলটি ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক।

বিএসইসি সূত্রে জানা যায়, মোট ৯ লাখ ৫৩ হাজার ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর মধ্যে ৯ লাখের বেশি বিবিয়োগকারী এই পূন:অর্থায়ন তহবিল থেকে ঋণ সুবিধা পেয়েছে। এছাড়া আইপিওতে এসব বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে। যা আগামী বছর ৩০ জুন পর্যন্ত বহাল রাখা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বদিউল/এইচ

ন্যাশনাল ব্যাংকের এজিএম ১৪ সেপ্টেম্বর

nbl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১১ টায় রাজধানীর রেডিসন হোটেলে এই এজিএমটি অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে এ ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭০ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ২৭ পয়সা। পূর্বঘোষণা অনুসারে, ১৪ সেপ্টেম্বর রাজধানীর হোটেল র্যাডিসনে এর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ছিল ৩০ আগস্ট।

এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে এনবিএলের ইপিএস দাঁড়িয়েছে ৭৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/বিএ

সিএসইতেও সাপ্তাহিক লেনদেনে আমান ফিড

aman-addস্টকমার্কট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মতো দেশের দ্বিতীয় শেয়ার মার্কেট চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের শীর্ষে ছিল আমান ফিড লিমিটেড। মাত্র ৩ দিনে লেনদেন হয়েছে কোম্পানিটির ৩০ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহ শেষে লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ স্টিল রি-রােলিং মিলস্ লিমিটেড কোম্পানি । কোম্পানি দুটির লেনদেন হয়েছে যথাক্রমে ৫ কোটি ৯১ লাখ এবং ৪ কোটি ৮২ লাখ টাকা।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড মিল লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, স্কয়ার ফার্মা, অলিম্পিক এক্সসরিস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি,শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ

সিএসইতে সাপ্তাহিক লেনদেন বেড়েছে

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

দেশের দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে। তবে এ সময় কমেছে মূল্য সূচক। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১৫৭ কোটি ৬২ লাখ ৩ হাজার ৬৯৮ টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫০ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৫৯৭ টাকার শেয়ার। এ সময় লেনদেন বেড়েছে ৭ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার ১০১ টাকা।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে দশমিক ৮৯ শতাংশ বা ১৩২ পয়েন্ট। আলোচিত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭ টির, দর কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ

সপ্তাহের ব্যবধানে পিই ১.১০% কম

peনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক ১ দশমিক ১০ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এ সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৬ দশমিক ৪২ পয়েন্টে। আগের সপ্তাহে এই পিই রেশিও ছিল ১৬ দশমিক ৬১ পয়েন্ট।

সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৪ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৬ দশমিক ৪ পয়েন্ট, সিরামিক খাতের ৩৯ দশমিক ১ পয়েন্টে, প্রকৌশল খাতের ২৯ দশমিক ৭ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩১ দশমিক ৭ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩ দশমিক ৫ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১০ দশমিক ৮ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতের ১৮ দশমিক ৩ পয়েন্টে, পাট খাতের মাইনাস ২৮ দশমিক ৮ পয়েন্ট, বিবিধ খাতের ৩২ পয়েন্ট, এনবিএফআই খাতের ১৯ দশমিক ১ পয়েন্টে, কাগজ খাতের ১২ দশমিক ৭ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২২ দশমিক ৫ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ৩১ দশমিক ৪ পয়েন্ট, চামড়া খাতের ২৭ দশমিক ৯ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ২২ দশমিক ৪ পয়েন্ট, বস্ত্র খাতের ১৩ দশমিক ৩ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১৬ দশমিক ২ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/বিএ