পরিচালকদের দ্বন্দ্বে ভুক্তভােগী বিনিয়োগকারীরা

boardনিজস্ব প্রতিবেদক :

কোম্পানিতে দুর্নীতি, অনিয়ম ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। এতে ক্ষতির সম্মূখীন হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা।

কোম্পানির সাবেক চেয়ারম্যান বজলুর রশিদের নেতৃত্বে এক পক্ষে রয়েছেন শিল্পপতি আজম জাহাঙ্গীর, যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান ও বাবেল মিয়া। অন্য পক্ষে বাকি ১০ পরিচালক।

বর্তমানে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আবদুল মালেক। দ্বন্দ্বের কারণে এজিএম না করায় কোম্পানটি শেয়ারবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে আসে। দিনে দিনে আরো অচলাবস্থার তৈরি হচ্ছে।

ফলে সংকুচিত হয়ে আসছে এসব কোম্পানির প্রিমিয়াম আয়। এতে ঝুঁকির মুখে পড়েছে বিনিয়োগকারী ও বীমাগ্রহীতাদের ভবিষ্যৎ।

গত বছরের ৯ নভেম্বর পরিচালকদের সভায় বজলুর রশিদকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়া হয়। নতুন করে কোম্পানিটির চেয়ারম্যান পদে বসানো হয় আবদুল মালিক নামে এক পরিচালককে। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান নির্বাচন করা হয় আরেক পরিচালক গোলাম মোস্তফাকে। প্রায় এক মাস পর এ বিষয়ে আদালতে রিট করে চেয়ারম্যানের পদ ফিরে পান বজলুর রশিদ।

তবে একই দিন অন্য পক্ষের পরিচালকদের রিটে আবারো পদ হারাতে হয় তাকে। আদালতের আদেশে কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন আবদুল মালিক। পরিচালকদের দ্বন্দ্বের কারণে নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভাও (এজিএম) করতে পারেনি কোম্পানিটি। এজিএম না করায় শেয়ারবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে আসে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।

কোম্পানিটির পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমএ করিম বলেন, বজলুর রশিদ অবৈধভাবে কোম্পানি দখল করে ছিলেন। আদালতের আদেশে তা আমরা আবারো ফিরে পেয়েছি। পরিচালকদের দ্বন্দ্বের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, কার্যক্রম পরিচালনায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে তা বিনিয়োগকারী ও বীমাগ্রহীতাদের পুষিয়ে দেয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

বিচ হ্যাচারির বোর্ড সভা আজ

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড আজ ৯ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টায় বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিচ হ্যাচারি লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ব্যবসায়ীদের সাথে বৈঠকে মোদী

sensexনিজস্ব প্রতিবেদক :

চীনের অর্থনীতি নিয়ে উদ্বেগের জেরে গত ১৫ মাসের তলানিতে নেমে গেছে সেনসেক্স। ফলে সোমবার ২৫ হাজারের ঘর থেকে পিছলে তার জায়গা হল ২৪ হাজারের ঘরে।

৩০৮ পয়েন্ট পড়ে দিনের শেষে সেনসেক্স দাঁড়ায় ২৪,৮৯৩.৮১ পয়েন্টে। গত ২০১৪ সালের ২৬ মে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে সেনসেক্স এ পর্যন্ত যতটা উঠেছিল, এ দিনের পতনের জেরে কার্যত তার সবটাই ধুয়ে মুছে গেল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি-ও নেমেছে ৭৬০০ অঙ্কের নীচে, যা গত ১৩ মাসে সবচেয়ে কম।

বাজারের মন্দা টেনে নামিয়েছে টাকাকেও। টাকা ৩৬ পয়সা কমায় এক ডলার হয়েছে ৬৬.৮২ টাকা। গত দু’বছরে এত নীচে নামেনি ভারতের মুদ্রা।

চীনের আর্থিক সঙ্কট এবং আমেরিকা সুদ বাড়ালে তার প্রভাব ভারতের শেয়ার বাজারে কতটা পড়বে, তা নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার দেশের প্রথম সারির শিল্পপতি, ব্যাঙ্কার ও অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লন্ডন সফরের আগে অর্থনীতির হাল খতিয়ে দেখতেই এই বৈঠক।

বৈঠকে রিলায়্যান্সের মুকেশ অম্বানী, টাটা গোষ্ঠীর সাইরাস মিস্ত্রি, আরবিআই গভর্নর রঘুরাম রাজন, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পানাগড়িয়া, এসবিআই চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য-সহ অনেকেই উপস্থিত থাকবেন।

সূত্র : ইন্ডিয়া টাইমস ও আনন্দবাজার

স্টকমার্কেটবিডি.কম/এম/