কর জমার শীর্ষ-১০ এ তালিকাভূক্ত সাত কোম্পানি

nrbস্টকমার্কেট ডেস্ক :

২০১৪-১৫ অর্থবছরে শীর্ষ ১০টি কোম্পানির কাছ থেকে ৪ হাজার ৭৫২ কোটি টাকা কর্পোরেট কর হিসেবে আদায় হয়েছে। তার আগের বছর আদায় করেছে মোট ৪৮ হাজার ৫২৫ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানা যায়।

গত ২০১৪-১৫ অর্থবছরে দেশের শীর্ষ করদাতা প্রতিষ্ঠান টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন। এ সময় গ্রামীণফোন প্রতিষ্ঠানটি মোট ১ হাজার ৪৯৫ কোটি ৮৭ লাখ ৮ হাজার ২৭৬ টাকা কর দিয়েছে। প্রতিষ্ঠানটির মোট আয় ৩ হাজার ৭৭২ কোটি ৬৮ লাখ ৯৫ হাজার ৬০৫ টাকার বিপরীতে উক্ত কর পরিশোধ করেছে।

সম্প্রতি কর দেওয়ার দিক থেকে শীর্ষ কোম্পানিগুলোর তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় থাকা শীর্ষস্থানীয় ১০টি কোম্পানিগুলোর মধ্যে সাতটি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। গত ২০১৪-১৫ অর্থবছরে ব্যাংকটি ১ হাজার ৩৪৬ কোটি ৩ লাখ টাকা আয় করেছে। কর পরিশোধ করেছে ৫৭০ কোটি ৯৫ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক আয় করেছে ১ হাজার ৮৮ লাখ টাকা। এর বিপরীতে কর দিয়েছে ৫১০ কোটি টাকা।

চতুর্থ থেকে দশম স্থানে থাকা প্রতিষ্ঠানগুলো যথাক্রমে এইচএসবিসি ৪৫৪ কোটি টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড ৩৬৩ কোটি টাকা, তিতাস গ্যাস লিমিটেড ৩২৪ কোটি টাকা, পূবালী ব্যাংক ২৮৩ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংক ২৫৭ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংক ২৪৭ কোটি টাকা ও মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা ২৪৭ কোটি টাকা।

গত অর্থবছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন ৪০ শতাংশ হারে কর দিয়েছে। অন্যদিকে সিগারেট কোম্পানি হিসেবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডকে সর্বোচ্চ ৪৫ শতাংশ হারে কর দিতে হচ্ছে। তালিকায় থাকা অন্যান্য ব্যাংকগুলো কর দিয়েছে সাড়ে ৪২ শতাংশ হারে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

প্রভাতী ডেইরির আইপিও প্রক্রিয়া সম্পন্ন

prabhat-dairys-ipo-closes-successfullyস্টকমার্কেট ডেস্ক :

ভারতীয় দুগ্ধ প্রক্রিয়াজাত কোম্পানি প্রভাতী ডেইরি প্রতিষ্ঠানিক দূর্বলতা থাকা সত্ত্বেও শেয়ারবাজারে প্রথম পর্যায়ের ১ কোটি ৪৭ লাখ ৬ হাজারটি শেয়ার ছেড়ে ৩০০ কোটি টাকা উত্তোলণের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কাজ সফলভাবে সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, এই শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিযোগকারী জন্য এই হার ৭৬ শতাংশ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত ২৬ শতাংশ রাখা হয়।

উল্লেখ্য যে, গত ১ সেপ্টেম্বর আইপিওর শেষ দিনে কোম্পানিটির শেয়ারের মূল্য ছিল সর্বনিন্ম ১১৫-১২৬ থেকে সর্বোচ্চ ১৪০-১৪৭ টাকা। শেষ দিনেও সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ না থাকায় আরো ৩ দিন বাড়ানো হয় এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ার প্রতি ৫ টাকা ছাড় দেওয়া হয়।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়, উত্তোলিত এই টাকা দিয়ে প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ, মূলধনের ঘাটতি ও কর্পোরেট অফিস উন্নয়নের কাজে ব্যয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

মতিন স্পিনিংয়ের ২৭% লভ্যাংশ ঘোষণা

motinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং লিমিটেড গত বছরে বিনিয়োগকারীদের জন্য ২৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শনিবার বেলা ২.৩০টায় অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ অক্টোবর।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মতিন স্পিনিং মিল লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

সিএসইতে লেনদেনের শীর্ষে আমান ফিড

cse-logo-sস্টকমার্কট ডেস্ক :

গত সপ্তাহে দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের শীর্ষে ছিল আমান ফিড মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৭ লাখ ৮ হাজার ২৭১ টি শেয়ার মোট ১২ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৫৬৫ টাকায় লেনদেন হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহ শেষে লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি)ও তৃতীয় স্থানে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানি দুটির লেনদেন হয়েছে যথাক্রমে ৬ কোটি ৮৪ লাখ এবং ৬ কোটি ২৮ লাখ টাকা।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ স্টিল রি-রােলিং মিলস্ লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, এ্যারামিট সিমেন্ট লিমিটেড, স্কয়ার ফার্মা, অলিম্পিক এক্সেসরিস, লিন্ডে বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ

ন্যাশনাল ব্যাংকের এজিএম সোমবার

nbl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

১৪ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় রাজধানীর রেডিসন হোটেলে এই এজিএমটি অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে এ ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭০ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ২৭ পয়সা। পূর্বঘোষণা অনুসারে, ১৪ সেপ্টেম্বর রাজধানীর হোটেল র্যাডিসনে এর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ছিল ৩০ আগস্ট।

এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে এনবিএলের ইপিএস দাঁড়িয়েছে ৭৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

ডিএসইতে মূল্য আয় অনুপাত কম

peস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ৬৮ শতাংশ বা দশমিক ১১ পয়েন্ট কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৬.৩১ পয়েন্টে। যা এর আগের সপ্তাহে ছিল ১৬.৪২ পয়েন্ট।

সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৪ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩ দশমিক ৪ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১১ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৫ দশমিক ৮ পয়েন্ট, সিরামিক খাতের ৩৯ দশমিক ৩ পয়েন্টে ও প্রকৌশল খাতের ২৯ দশমিক ৯ পয়েন্ট।

এছাড়া খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩১ দশমিক ৬ পয়েন্ট, এনবিএফআই খাতের ১৮ দশমিক ৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২২ দশমিক ৫ পয়েন্টও বস্ত্র খাতের ১৩ দশমিক ৪ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

সিএসইতে সাপ্তাহিক লেনদেন বেড়েছে

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

দেশের দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে। তবে এ সময় কমেছে মূল্য সূচক। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১৬২ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার ৩০ টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫৭ কোটি ৬২ লাখ ৩ হাজার ৬৯৮ টাকার শেয়ার। এ সময় লেনদেন বেড়েছে ৪ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ৩৩২ টাকা।

গত সপ্তাহে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে দশমিক ১৮ শতাংশ বা ২৭ পয়েন্ট, সিএসই৩০ বেড়েছে দশমিক ৪৩ শতাংশ বা ৫৪ পয়েন্ট, সিএসইএক্স কমেছে দশমিক ২২ শতাংশ বা ২১ পয়েন্ট, সিএসই৫০ কমেছে দশমিক ৫৫ শতাংশ বা ৬ পয়েন্ট, সিএসইআই কমেছে দশমিক ৭৫ শতাংশ বা ৭ পয়েন্ট।

আলোচিত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৮ টির, দর কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ

এক বছরে সর্বোচ্চ অবস্থানে এ্যারামিট সিমেন্টের দর

aramits-smbdস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিমেন্ট খাতের কোম্পানি এ্যারামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারের দর গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দরে অবস্থান করছে। সর্বশেষ ৭ কার্যদিবসে শেয়ারটির দর বেড়ে ৩৫ টাকা থেকে ৪৮ টাকা হয়েছে। গত সপ্তাহে দর বাড়ার তালিকায়ও শীর্ষে রয়েছে এই কোম্পানিটি।

গত এক বছরে এ্যারামিট সিমেন্টের দর সর্বনিম্ন ২০.১০ টাকায় নামে। বছর জুড়ে এই দর উঠানামা করলেও তা সর্বোচ্চ ৪৮.১০ টাকায় দাঁড়ায়। কিন্তু সর্বশেষ কার্যদিবস গত বৃহস্পতিবার শেয়ারটি সর্বোচ্চ ৪৮.৯০ টাকায় লেনদেন হয়। যা গত এক বছরের মধ্যে শেয়ারটির দর বাড়ার শীর্ষ অবস্থান ছিল।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১ সেপ্টেম্বরে শেয়ারটির সর্বশেষ দর ছিল ৩৫ টাকার সামান্য উপরে। গত ১০ সেপ্টেম্বর এই দর ৪৮ টাকা ছাড়িয়েছে। এসময় ৬ সেপ্টেম্বর দর কমলেও বাকি দিনগুলোতে কোম্পনিটির টানা বেড়েছে।

গত সপ্তাহে এ ক্যাটাগিরর এই শেয়ারটির দর ২৫.৫৯ শতাংশ বাড়ে, যা তালিকায় প্রথম স্থানে রয়েছে।

তবে দর বাড়ার নেপথ্যে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কিনা কোম্পানি এমনটিও জানায়নি।

এর আগেও গত ৯ জুলাই এ্যারামিট সিমেন্ট লিমিটেডের দর বৃদ্ধির জন্য কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে আমান ফিড

aman-addস্টকমার্কট ডেস্ক :

গত সপ্তাহে দেশের বৃহত্তম শেয়ার মার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল আমান ফিড মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৯৭ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকার লেনদেন হয়েছে।যা মোট লেনদেনের ৪.৩৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহ শেষে লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মা ও তৃতীয় স্থানে ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড। কোম্পানি দুটির লেনদেন হয়েছে যথাক্রমে ৭৩ কোটি ৪৬ লাখ এবং ৫৩ কোটি ৬৩ লাখ টাকা।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, গ্রামীনফোন লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রােলিং মিলস্ লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, ফার কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ

এক মাসে কহিনুরের ১০ শতাংশ দরপতন

kohiস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় এক মাস ধরে নিম্নমুখী আছে কোহিনূর কেমিক্যাল বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর। এ সময়ের ব্যবধানে প্রায় ১০ শতাংশ দর হারিয়েছে রসায়ন খাতের কোম্পানিটি।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দুই মাসে ডিএসইতে কোহিনূর শেয়ারের দর ১০০ টাকারও বেশি বেড়ে ৪২০ টাকা ছাড়ায়। তবে এর নেপথ্যে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই, কোম্পানি এমনটি জানানোর পর থেকেই নিম্নমুখী প্রবণতা শুরু হয়।

ডিএসইতে বৃহস্পতিবার কোহিনূর শেয়ারের দর ১ দশমিক শূন্য ৯ শতাংশ কমে দাঁড়ায় ৩৯০ টাকায়। গত এক বছরে এ শেয়ারের দর ৩১৩ থেকে ৫২৯ টাকার মধ্যে ওঠানামা করে।

২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোহিনূর কেমিক্যালের নিরীক্ষিত মুনাফা ছিল ১০ কোটি ৭২ লাখ ২২ হাজার টাকা, ২০১৩ হিসাব বছরে যা ছিল ৯ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়।

এদিকে ২০১৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ১৯ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৫ টাকা ৬৩ পয়সা। ২০১৪ সালে ইপিএস ছিল ১৩ টাকা ২০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম