দর বৃদ্ধি অব্যাহত থাকায় ইমাম বাটনকে পূন:নোটিশ

imamস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটনের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে পূণরায় কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বিশ্লেষণে দেখা যায়, গত ৭ কার্যদিবসের ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে। গত ১ সেপ্টেম্বর শেয়ারটির দর ছিল ১০.২০টাকা । এরপর ১০ সেপ্টেম্বর বেড়ে হয় ১৩.৭০ টাকা। এ সময় শেয়ারটির দর বেড়েছে ৩.৫০ টাকা। এর আগে ৯ সেপ্টেম্বর দর বৃদ্ধির কারণ জানতে চেয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। পরের দিন এই নোটিসের জবাব প্রকাশ করে। আজ আবার তা প্রকাশ করে ডিএসই।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

ইউনাইটেড এয়ারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

UNITEDAIRস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমন খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বিশ্লেষণে দেখা যায়,  গত ১ সেপ্টেম্বর শেয়ারটির দর ছিল ৯.৭০টাকা । এরপর ১০ সেপ্টেম্বর বেড়ে হয় ১০.৮০ টাকা। এ সময় শেয়ারটির দর উঠা-নামা করে ।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

মিরাকল ইন্ডাস্ট্রিজের দর বাড়ার কারণ নেই

MIRACLEINDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত অন্যান্য খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই)।

বিশ্লেষণে দেখা যায়, গত ২৭ আগষ্ট শেয়ারটির দর ছিল ১৬.৩০ টাকা । এরপর ১০ সেপ্টেম্বর বেড়ে হয় ১৯.৮০ টাকা। এ সময় শেয়ারটির দর উঠা-নামা করে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

বিএসআরএম ময়মনসিংয়ে জমি কিনবে

bsrmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম লিমিটেড ময়মনসিং জেলায় জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি ক্রয়ের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলার কতোয়ালি থানায় চরখাই এলাকায় কোম্পানিটি ১৬০.২৫ ডেসিমল জমি ক্রয় করবে। এখানে একটি ওয়ারহাউজ তৈরি করবে কোম্পানিটি।

জমি ক্রয়সহ এই ওয়ারহাউজ তৈরি করতে খরচ ধরা হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

পাইওনিয়ার পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

PIONEER INSURANCE smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্সুরেন্স লিমিটেডের একজন পরিচালক নিজের হাতে থাকা কোম্পানিটির ২০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

মোহাম্মদ নাসিরুল্লাহ নামে এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তার ২০ হাজার শেযার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করবেন। তার হাতে এখন ৩ লাখ ৮২ হাজার ১২৮ টি শেয়ার রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ