সিমটেক্সের আইপিও লটারির ড্র আজ

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শেষ হওয়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লটারি ড্র অনুষ্ঠিত হবে আজ ৬ অক্টোবর। আর ড্র অনুষ্ঠিত হবে মহাখালীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারের হেলমেট-১ হলে।

জানা গেছে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের এসি নষ্ট হওয়ার কারনে লটারি ড্র’র স্থান পরিবর্তন করা হয়েছে। এছাড়া ওই দিন সকাল ১১টায় এ ড্র অনুষ্ঠিত হবে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন স্থগিতাদেশ প্রত্যাহার গত ৬ সেপ্টেম্বর হতে ১৪ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত এই আবেদন গ্রহণ চলে।

এর আগে গত ২৪ আগস্ট হতে ১ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করে। কিন্তু আগের দিন ডিএসইতে এ খবরে এই আবেদন স্থগিত করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

চিটাগাং সিমেন্টের মামলার পরবর্তী শুনানি ৬ অক্টোবর

bishes tribunalনিজস্ব প্রতিবেদক :

চিটাগাং সিমেন্টের (বর্তমান হাইডেলবার্গ সিমেন্ট) শেয়ার কেলেঙ্কারির মামলার পরবর্তী শুনানি আগামী ৬ অক্টোবর। রবিবার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স ভবনে অবস্থিত শেয়ারবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবিরের আদালত এ দিন ধার্য করেন।

এ মামলার অন্যতম আসামি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান এবং বুলবুল সিকিউরিটিজের এমডি শহিদুল হক বুলবুল।

আজ মামলার সাক্ষী কোম্পানির সচিব মোস্তাফিজুর রহমানকে জেরা করেন বাদীপক্ষের আইনজীবী মাসুদ রানা খান। আসামি রকিবুর রহমান ও বুলবুলের পক্ষে জেরা করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মোহসেন রশিদ এবং টিকে গ্রুপের আবু তৈয়বের পক্ষে জেরা করেন খন্দকার মাহবুব হোসেন।

মামলার নথি সূত্রে জানা যায়, আসামিরা ১৯৯৬ সালে চিটাগং সিমেন্টের পরিচালক ছিলেন। ভারতীয় ও ইরানি বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার কিনবে বলে আসামিরা মূল্য সংবেদনশীল তথ্য ছড়িয়ে শেয়ার মূল্য প্রভাবিত করেন। এ ব্যাপারে পরবর্তীকালে চিটাগং সিমেন্টের পক্ষ থেকে সন্তোষজনক কোনো জবাব পাওয়া যায়নি। এরপর কোম্পানির একজন পরিচালক বড় অঙ্কের শেয়ার হস্তান্তরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া বিএসইসির নির্দেশনা থাকা সত্ত্বেও রকিবুর রহমান ও এ এস শহিদুল হক বুলবুল পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি। এটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭ ধারা অনুসারে অনিয়ম।

এ কারসাজি তদন্তের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ১৯৯৬ সালের ২৬ ডিসেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে সরকার। তিন মাস পর ১৯৯৭ সালের ২৭ মার্চ তদন্ত কমিটি সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বিষয়টি উঠে আসে। আর এই প্রতিবেদনের ভিত্তিতে ১৯৯৭ সালের ৪ মে মহানগর মুখ্য হাকিম আদালতে মামলা করে বিএসইসি।

মামলাটি পরবর্তীকালে বিচারের জন্য প্রথম অতিরিক্ত দায়রা আদালত ঢাকায় বদলি করা হয়। এই আদালতে থাকাকালে মামলাটির বাদীর সাক্ষ্য শেষ হয়। পরবর্তীকালে মামলার আদালত পরিবর্তনের নির্দেশ এলে বাদীপক্ষের সম্মতিতে নিম্ন আদালতের আদেশের ওপর স্থগিত আদেশ দেন উচ্চ আদালত। এরপর বিএসইসির ট্রাইব্যুনাল গঠনের পর মামলাটি এই আদালতে স্থানান্তর করা হয়।

জিপিএইচ ইস্পাতের এজিএম ভেণ্যু নির্ধারণ

gphস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভেণ্যু নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামি ৮ নভেম্বর বৃহস্পতিবার চট্রগ্রামের, ৪ জাকির হোসেন রোড, তবা রেনডেজভোজ কর্নভেনসন সেন্টারে সভাটি অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ২০১৫ সালের ৩০ এপ্রিল সমাপ্ত চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগকারিদের জন্য ১৭% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর রেকর্ড ডেট ছিল ২০ সেপ্টেম্বর।

একই স্থানে গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির ইজিএম অনষ্ঠিত হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

রাজধানীতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের রেজিস্টার্ড অফিস

olimpicস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস রাজধানীর মতিঝিলে আমিন কোর্ট ভবনে স্থানান্তর করা হয়েছে।

এর আগে কোম্পানির এই অফিসটি ছিল ললাটি, সোনারগাঁ, নারায়নগন্জ।

কোম্পানিটি আরো জানায়, নতুন অফিসে এখন থেকে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ঢাকা ব্যাংকের শেয়ার বিভাগের স্থান পরিবর্তন

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক শেয়ার বিভাগ এবং বোর্ড সেক্রেটারির স্থান পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, প্রতিষ্ঠানটি শেয়ার বিভাগ এবং বোর্ড সেক্রেটারির অফিস ৭১,পুরানা পল্টন লেন, কাকরাইল, ঢাকা স্থানান্তর করা হয়েছে।

এর আগে প্রতিষ্ঠানটির এই অফিসটি ছিল বিমান ভবন, মতিঝিল কর্মাসিয়াল এরিয়া, ঢাকা।
স্টকমার্কেটবিডি.কম/বিএ

জিবিবি পাওয়ারের ৫১ লাখ শেয়ার বিক্রি

gbb-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের এক প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা হাতে থাকা কোম্পানিটির ৫১ লাখ ১৬ হাজার ৫৯৩টি শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, জিবিবি লিমিটেড নামে এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা ২৯ অক্টোবরের মধ্যে কোম্পানিটির এসব শেযার বিক্রয় করবেন।

এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা এসব শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

কোম্পানির স্বাধীন পরিচালকের শেয়ার বিক্রয়

matin-spinning-logo-mmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের একজন স্বাধীন পরিচালক নিজের ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ম. ফরহাদ হোসাইন নামে কোম্পানিটির এই পরিচালক নিজের হাতে থাকা সবগুলো শেয়ার বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

সিএসইতে ২২ কোটি টাকার লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথমদিনে সব সূচকের নিম্নমূখী লক্ষ্য করা গেছে। দিন শেষে সিএসইতে অধিকাংশ শেয়ারের দর কমেছে। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, রবিবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক ১০৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৬৪ পয়েন্ট কমে ৮ হাজার ৯৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ৬৮ পয়েন্ট কমে ১২ হাজার ৮৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি ৪৮ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে ফার কেমিক্যাল ও আমান ফিড।

রবিবার সিএসইতে ২৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৪১টির দাম বেড়েছে, কমেছে ১৬৫ টির আর অপরিবর্তিত ছিল ৩০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. ফার কেমিক্যাল
  2. সাইফ পাওয়ারটেক
  3. লাফার্জ সুরমা
  4. সাপোর্ট
  5. স্কয়ার ফার্মা
  6. আমান ফিড
  7. এসিআই লিমিটেড
  8. গ্রামীন ফোন
  9. কাসেম ড্রাইসেল
  10. বিএসআরএম স্টিল।

লিগাসি ফুটওয়ার পরিচালকের শেয়ার বিক্রয়

legaciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি লিগাসি ফুটওয়ারের এক উদ্যোক্তা পরিচালক নিজের ৩ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শাহানা সুলতানা নামে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক নিজের হাতে থাকা শেয়ারের মধ্যে এই শেয়ার গুলো বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ