সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লটারির ফলাফল প্রকাশ

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শেষ হওয়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। ৬ অক্টোবর মহাখালীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারের হেলমেট-১ হলে এই ড্র অনুষ্ঠিত হয়।

 

 

 

ফলাফল দেখতে ক্লিক করুন….

ব্যাংক কোড

সারারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

মিউচ্যুয়াল ফান্ড

জানা গেছে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের এসি নষ্ট হওয়ার কারনে লটারি ড্র’র স্থান পরিবর্তন করা হয়েছে। এছাড়া ওই দিন সকাল ১১টায় এ ড্র অনুষ্ঠিত হবে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন স্থগিতাদেশ প্রত্যাহার গত ৬ সেপ্টেম্বর হতে ১৪ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত এই আবেদন গ্রহণ চলে।

এর আগে গত ২৪ আগস্ট হতে ১ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করে। কিন্তু আগের দিন ডিএসইতে এ খবরে এই আবেদন স্থগিত করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

নতুন মেশিন আমদানি করবে প্যারামাউন্ট টেক্সটাইল

Paramount_Logo1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল কারখানার জন্য নতুন মেশিন আমদানি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, পেগাসাস সুইং মেশিন পিটিই লিমিটেড নামে এক সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয় কোম্পানিটির।

সুইং মেশিন নামে এই মেশিনটি চীন অথবা ভিয়েতনাম থেকে  আমদানি করা হবে। এ জন্য ব্যয় হবে ৭ হাজার ৬৫০ ডলার।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিঙ্গার বিডির ৩৭ লাখ শেয়ার বিক্রি

singerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের এক প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা হাতে থাকা কোম্পানিটির ৩৭ লাখ ৫৮ হাজার ৩০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সিঙ্গার বল্ড বিভি নামে এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা ৪ কোটি ২১ লাখ ৮১ হাজার ৯৭১ টি শেয়ারের মধ্যে এসব শেয়ার বিক্রয় করবেন। আগামি ২৯ অক্টোবরের মধ্যে কোম্পানিটির এসব শেযার বিক্রয় করবেন।

এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডেল্টা ব্র্যাকের টিআইএন হালনাগাদের আহ্বান

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের বিনিয়োগকারীদের ১২ ডিজিটের ট্যাক্স আইডিন্টিফিকেশন নম্বর (টিআইএন) হালনাগাদ করার আহ্বান জানিয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ অক্টোবর। তাই আগামী ২০ অক্টোবরের আগে টিআইএন হালনাগাদ করতে হবে। এ সময় কোনো বিনিয়োগকারী টিআইএন হালনাগাদ করতে ব্যর্থ হলে লভ্যাংশের ওপর ১৫ শতাংশ কর দিতে হবে। আর টিআইএন থাকলে লভ্যাংশের ওপর ১০ শতাংশ কর কাটা হবে।

উল্লেখ্য, কোম্পানিটি গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।

কোম্পানিটি এজিএমের দিন ঘোষণা করেছে আগামী ৮ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

শেয়ার কেলেঙ্কারি: বাদীকে গ্রেপ্তারে পরোয়ানা

tribunal-picস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজার কেলেঙ্কারির মামলায় সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় বাদীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আসামির জামিন মঞ্জুর করেছে আদালত।

সোমবার শেয়ারবাজার নিয়ে মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইবুনালের বিচারক হুমায়ুন কবীর এ আদেশ দেন।

পরোয়ানাভুক্ত বাদী মাহবুবুর রহমান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক। তিনি ২০০০ সালের সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচার ইনভেস্টমেন্টের (সাবনিকো) শেয়ার কেলেঙ্কারির ঘটনায় করা মামলার বাদী। সোমবার আদালতে তার সাক্ষ্য দেওয়ার দিন নির্ধারিত ছিল।

বিএসইসির আইনজীবী মাসুদ রানা মাহবুবুর রহমানের সময় চেয়ে আবেদন করলেও বিচারক তা খারিজ করে দেন।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীর আবেদনে মামলার আসামি ও সাবিনকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুব উদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেন বিচারক।

আদেশের পর বিএসইসির আইনজীবী মাসুদ রানা সাংবাদিকদের বলেন, শেয়ারবাজার কারসাজির অভিযোগে দায়েরকৃত স্থগিত মামলার বিষয়ে মাহবুবুর রহমান হাইকোর্টে গিয়েছেন। যে কারণে তিনি আদালতে আসতে পারেননি। তাই সময় চেয়ে আবেদন করেছিলাম। আদালত তা নামঞ্জুর করে ওয়ারেন্ট জারি করেছেন।