বন্দর-নগরীতে শেয়ারবাজার মেলা শুরু

Fairস্টকমার্কেট ডেস্ক :

বন্দর-নগরী চট্টগ্রামে দুই দিনব্যাপী শেয়ারবাজার মেলা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। নগরের জিইসি কনভেনশন সেন্টারে এ মেলায় চারটি সেমিনারের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এ মেলার আয়োজন করেছে।

সিএসই কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন। এ সময় সিএসইর পরিচালক ও মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়ালি-উল-মারুফ মতিন বলেন, বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো সচেতনতা। বিনিয়োগকারীদের সচেতন করে তুলতে মেলায় সেমিনারের আয়োজন করা হয়েছে। মেলায় বিনিয়োগকারীদের সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকছে। সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে বিনিয়োগের সুযোগ ও ঝুঁকি নিয়ে আলোচনার ব্যবস্থা রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় স্টলের সংখ্যা রাখা হয়েছে ৯৮টি। সিএসইর ২০ বছর পূর্তি উপলক্ষে এবার বড় আকারে মেলার আয়োজন করা হয়েছে।

দুই দিনের এ মেলায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য ‘এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এ নিউ ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ইন বাংলাদেশ’, ‘পার্সোনাল পোর্টফোলিও ম্যানেজমেন্ট’, ‘অপরচুনিটিস অব ইনিশিয়াল পাবলিক অফারিং’ ও ‘ক্যাপিটাল মার্কেট রিফর্মস-রিসেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার প্ল্যানস’ শীর্ষক চারটি সেমিনারের আয়োজন করা হয়েছে।

মেলায় তালিকাভুক্ত কোম্পানিগুলো অংশ নেবে। মেলায় সহকারী পৃষ্ঠপোষক হিসেবে থাকছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, বিএসআরএম, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এস আলম গ্রুপ, সিভিও পেট্রোকেমিক্যাল ও ক্রাউন সিমেন্ট।

শাহজালাল ব্যাংকের ১৭ কোটি টাকার শেয়ার বিক্রয়

sahjalal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন পরিচালক প্রতিষ্ঠানটির ১ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ৭৬৩টি শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, শাহান আরা বেগম নামে এই পরিচালক তার হাতে থাকা ২ কোটি ২৬ লাখ ৯৭ হাজার ২৭৫টি শেয়ারের মধ্যে উল্লেখিত শেয়ার বিক্রয় করবেন। আজকের বাজারে এই শেয়ারের বাজার মূল্য প্রতি শেয়ার ১২ টাকা করে ১৭ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ১৫৬ টাকা। আগামী ২৯ অক্টোবরের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রয় করবেন।

এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

সাউথইস্ট ব্যাংকের ২ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

southest-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা কোম্পানিটির ২ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, নাসির উদ্দিন আহমেদ নামে এই উদ্যোক্তা আগামী ২৯ অক্টোবরের মধ্যে এসব শেয়ার ক্রয় করবেন।

এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

ফারইস্ট লাইফের শেয়ার ক্রয়ের ঘোষণা

farest lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, এম এ খালেক নামে এই উদ্যোক্তা কোম্পানিটির ২৫ হাজার শেয়ার আগামী ২৯ অক্টোবরের মধ্যে এসব শেয়ার ক্রয় করবেন।

এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

শেয়ার কিনবেন প্রাইম ব্যাংকের পরিচালক

primeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা কোম্পানিটির ২ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, মেরিনা ইয়াসমিন চৌধুরী নামে এই উদ্যোক্তা আগামী ২৯ অক্টোবরের মধ্যে এসব শেয়ার ক্রয় করবেন।

এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ