দেড় মাস পর সেনসেক্স ২৭ হাজারে

sensexস্টকমার্কেট ডেস্ক :

টানা ছ’দিন ধরেই চাঙ্গা ভারতের শেয়ার বাজার। বুধবার সেনসেক্স প্রায় ১০৩ পয়েন্ট বেড়ে টপকে যায় ২৭ হাজার অঙ্ক। দৌড় শেষ করে ২৭,০৩৫.৮৫ পয়েন্টে। প্রায় দেড় মাস বাদে ২৭ হাজারে সেনসেক্স। এই নিয়ে গত ছ’দিনে সেনসেক্স বেড়েছে ১৪১৯ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টিও ২৪.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮১৭৭.৪০ পয়েন্টে।

রিজার্ভ ব্যাংক সুদ কমানোর পর থেকেই বাড়ছে ভারতের শেয়ারবাজার। রঘুরাম রাজনের এই সিদ্ধান্তের জেরে ঋণে সুদ কমাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। যা শিল্পে প্রাণ ফেরার আশা জাগিয়ে টেনে তুলছে সূচককে। তবে রাজনের দাওয়াই ছাড়াও এ দিন বাজারের উত্থানের পিছনে কাজ করেছে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি।

বিশ্ব বাজারে ঝিমিয়ে থাকা তেলের দর চাঙ্গা হয়ে ওঠায় ভারতে তেল খনন সংস্থাগুলির শেয়ার দর ৫.৩% পর্যন্ত বেড়েছে। যার মধ্যে কেয়ার্ন ইন্ডিয়ার শেয়ার দর বেড়েছে ৫.৩%, ওএনজিসি ৩.৯৯% এবং অয়েল ইন্ডিয়া ২.৬৪%।

আনন্দবাজার পত্রিকা জানায়, বিশ্ব বাজারে তেলের দর বাড়লে এই সব তেল উৎপাদনকারী সংস্থা আরও চড়া দামে তা বিক্রি করতে পারবে। ফলে বাড়তি মুনাফার সুযোগ পাবে। এই আশায় ভর করেই এ দিন বিনিয়োগকারীরা তাদের শেয়ার কিনতে ভিড় করেন, যার ফলে বেড়ে যায় দর।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

‌‌‍‌‌‌‌আইপিও প্রক্রিয়ায় স্টক এক্সচেঞ্জগুলোকে ক্ষমতা দিয়েছে বিএসইসি

Fairনিজস্ব প্রতিবেদক :

কোম্পানি আইপিও প্রক্রিয়ায় স্টক এক্সচেঞ্জগুলোকে সম্পৃক্ত করে নতুন লিস্টিং রেগুলেশন করা হয়েছে। বিএসইসি স্টক এক্সচেঞ্জগুলোকে ক্ষমতা দিয়েছে। যাতে একদিকে ইস্যুয়ার শেয়ারের ন্যায্য দাম পায়, ইস্যুম্যানের ভালো ক্ষেত্র তৈরি হয় এবং বিনিয়োগকারীরাও যাতে প্রতারিত না হয়।

বৃহস্পতিবার চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত ৫ম শেয়ারবাজার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম খায়রুল হোসেন বলেন, ডিসক্লোজার বেজড সিস্টেমে শুধু ফেস ভ্যালুতে শেয়ার ইস্যুর প্রস্তাব বিবেচনা করা হবে। প্রিমিয়াম নিয়ে আসতে চাইলে বুক বিল্ডিং পদ্ধতিতে আসতে হবে। প্রয়োজনে বুক বিল্ডিং পদ্ধতি সংশোধন করা হবে। আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তাতে আগামীতে এই প্রক্রিয়া আরও সহজতর করা হবে।

তিনি বলেন, ২০১৬ সাল হবে দেশের শেয়ারবাজারের জন্য অগ্রগতির বছর। তবে এর জন্য দরকার একটি স্থিতিশীল পরিবেশ। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও পারিপার্শ্বিক অবস্থা ঠিক থাকলে আগামী ২০১৬ সাল শেয়ারবাজারের জন্য অগ্রগতির বছর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিএসই চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন বিএসইসির কমিশনার অধ্যাপক মো: হেলাল উদ্দিন নিজাম, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশের (সিডিবিএল) চেয়ারম্যান শেখ কবির হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা, সালমান ইস্পাহানীসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. লাফার্জ সুরমা
  2. বেক্স ফার্মা
  3. গ্রামীনফোন
  4. ট্রাস্ট ব্যাংক
  5. সাইফ পাওয়ারটেক
  6. মোজাফ্ফর স্পিনিং
  7. ফার কেমিক্যাল
  8. ইউনাইটেড এয়ারওয়েজ
  9. অলিম্পিক
  10. প্রিমিয়ার সিমেন্ট।

খান ব্রাদার্সের বোর্ড সভা ২৫ অক্টোবর

Khan_Br_PP_Bagস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডান্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে তিনটায় কোম্পানিটি বোর্ডসভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডান্ট্রিজ লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে ৩০ কোটি টাকার লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষদিনে অধিকাংশ সূচকের পতন লক্ষ্য করা গেছে। শেষ দিনে সিএসই৩০ সূচক বেড়েছে। এই দিন সিএসইতে অধিকাংশ শেয়ারের দর কমেছে। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক ৬৯.৬৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৪৩.৮২ পয়েন্ট কমে ৮ হাজার ৯১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ১৭.৬৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ৫ পয়েন্ট কমে ১ হাজার ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ১০.৭৩ পয়েন্ট কমে ১ হাজার ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ কোটি ৯৩ লাখ টাকা। বুধবার হয়েছিল ৩৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ারের লেনদেন। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে আরএসআরএম স্টিল ও লাফার্জ সুরমা।

সিএসইতে ২৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৬টির দাম বেড়েছে, কমেছে ১২৭ টির আর অপরিবর্তিত ছিল ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

শেষ দিনে ডিএসইতে সূচকের পতন

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক সহ অন্যান্য সূচকের পতন হয়েছে। এই দিন অধিকাংশ শেয়ারের দর কমেছে এবং লেনদেন হয়েছে ৩৬০ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯.২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ৯.২৫ পয়েন্ট কমে ১ হাজার ১৪৯ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১১.৮২ পয়েন্ট কমে ১ হাজার ৮১৫ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৬০ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গত কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা। টাকার অংকে বুধবারের চেয়ে আজ বৃহস্পতিবারের লেনদেন ৩৬ কোটি ৯১ লাখ ৯৬ হাজার টকা কম।

ডিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩ টির দাম বেড়েছে, কমেছে ১৬১টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা, বেক্স ফার্মা, গ্রামীনফোন, ট্রাস্ট ব্যাংক, সাইফ পাওয়ারটেক, মোজাফ্ফর স্পিনিং, ফার কেমিক্যাল, ইউনাইটেড এয়ারওয়েজ, অলিম্পিক ও প্রিমিয়ার সিমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

তসরিফার বোনাস শেয়ার পাঠিয়েছে সিডিবিএল

Tosrifa-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার এই কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও(বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে তসরিফা ইন্ডাস্ট্রিজ বিনিয়োগকারিদের জন্য ৭ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডেট ছিল ২১ সেপ্টেম্বর।
কোম্পানির রেকর্ড ডেট ছিল ৩০ আগষ্ট।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

জেএমআই সিরিঞ্জসের শেয়ার বিক্রি

JMI-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস লিমিটেডের একজন উদ্যোক্তা প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, তারিক উল্লাহ পাঠান নামে এই উদ্যোক্তা তার হাতে থাকা কোম্পানির এই শেয়ারগুলো বিক্রয় করবেন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

এনসিসিবিএলের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ার বাজারে তালিকাভূক্ত মিউচ্যুয়াল খাতের এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ফান্ডটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ইউনিট প্রতি আয়(ইপিইউ)বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, ফান্ডটির জানুয়ারী – সেপ্টেম্বর আর্থিক প্রতিবেদনে ইউনিট প্রতি আয়(ইপিইউ) ১.০৬ টাকা। আগের বছরের একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ৩২ পয়সা। সে হিসেবে ফান্ডটির আয় বেড়েছে ৭৪ পয়সা।

একই প্রান্তিকে ফান্ডটির মোট সম্পদের মূল্য (ন্যাভ) দাঁড়ায় প্রতি ইউনিট ১১.৩৯ টাকা। গত বছর ৩১ ডিসেম্বর এ মূল্য ছিল প্রতি ইউনিট ১০.৬৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সুহৃদ ইন্ডান্ট্রিজ স্পট মার্কেটে যাচ্ছে

suridস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুরিদ ইন্ডান্ট্রিজ লিমিটেড আগামী ১১ ও ১২ অক্টোবর স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১১ অক্টোবর রবিবার ও ১২ অক্টোবর সোমবার পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে। কোম্পানিটির বিশেষ সাধারণ সভার (ইজিএম) রেকর্ড ডেট ১৩ অক্টোবর মঙ্গলবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

কোম্পানিটি তাদের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই কারনে বিনিয়োগকারিদের সম্মতির জন্য আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার কোম্পানিটি অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ