ইউনাইটেড ফাইন্যান্স পরিচালকের শেয়ার বিক্রি

united-finance-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের একজন পরিচালক প্রতিষ্ঠানটির ৪০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সৈয়দ ইহসান কাদের নামে এই পরিচালক তার হাতে থাকা কোম্পানিটির ৪৭ হাজার ৩০০টি শেয়ারের মধ্যে এসব শেয়ার বিক্রয় করবেন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

সুহৃদ ইন্ডাস্ট্রিজের পূর্বঘোষিত লভ্যাংশের সুপারিশ

Shurid-Industries-Logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য পূর্বঘোষিত ১৫ শতাংশ বোনাস লভ্যাংশই সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, গত ২৭ অক্টোবর ২০১৪ সালের কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বিনিয়োগকারিদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশের সুপারিশ করা হয়। ২০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশের অনুমোদন হয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ ও করা হয়।

কিন্তূ পরিচালনা পর্ষদে বিরোধের কারনে আদালতে রিট দাখিল করে একটি পক্ষ। রিটের প্রেক্ষিতে আদালত কোম্পানির ১০ম এজিএমকে অবৈধ ঘোষণা এবং ২০১৫ সালের অক্টোবরের মধ্যে এজিএম অনুষ্ঠানের নির্দেশ দেন।

আদালতের রায়ের প্রেক্ষিতে কোম্পানির পরিচালনা পর্ষদ পূর্বঘোষিত ১৫ শতাংশ বোনাস লভ্যাংশই বিনিয়োগকারীদের জন্য সুপারিশ করেছে এবং নতুন করে আগামী ২৯ অক্টোবর সোয়া ১১টায় গাজীপুরের কোনাবাড়িতে কোম্পানির কারখানা প্রাঙ্গণে ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবি। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।

এদিকে লভ্যাংশ বিতরণ সম্পন্ন হওয়ায় আদালতের নির্দেশ অনুযায়ী ১৩ অক্টোবর কোম্পানি ও ডিপোজিটর রেজিস্টারে যেসব বিনিয়োগকারীর নাম উল্লেখ থাকবে তারাই এজিএমে অংশগ্রহণ করতে পারবেন।

এছাড়া জাহিদুল হককে কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ৫ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে ২০১৪ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৪ টাকা। শেয়ার প্রতি সম্পদের মূল্য (এনএভি) ২০.২২ টাকা। তার আগের বছর একই সময় কোম্পানিটি কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৯ টাকা। শেয়ার প্রতি সম্পদের মূল্য (এনএভি) ১৪.১১ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/বি আলম

এনএলআই ফার্স্ট ফান্ডের আয় বেড়েছে ৩৮ পয়সা

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচু্য়াল ফান্ড খাতের এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩৮ পয়সা বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, প্রথম প্রান্তিকের (জুলাই, ১৫ – সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৩ পয়সা। সে হিসেবে গত বছরের তুলনায় এই বছরে আয় বেড়েছে ৩৮ পয়সা।

জুলাই – সেপ্টেম্বর, ১৫ কোম্পানিটির মোট সম্পদের দর দাঁড়ায় ১২.৭৮ টাকা। আগের বছর একই সময় মোট সম্পদের দর ছিল ১৩.০৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

প্রথম প্রান্তিকে সাউথইস্ট ব্যাংক ফান্ডের আয় বেড়েছে

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচু্য়াল ফান্ড খাতের সাউথইস্ট ব্যাংক ১ম মিউচু্য়াল ফান্ডের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) আয় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, প্রথম প্রান্তিকের (জুলাই, ১৫ – সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৪ পয়সা। সে হিসেবে গত বছরের তুলনায় এই বছরে আয় বেড়েছে ২৭ পয়সা।

জুলাই – সেপ্টেম্বর, ১৫ কোম্পানিটির মোট সম্পদের দর দাঁড়ায় ১২.১১ টাকা। আগের বছর একই সময় মোট সম্পদের দর ছিল ১২.৫৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

ইবনে সিনার উদ্যোক্তার শেয়ার বিক্রি

ibnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা প্রতিষ্ঠানটির ১৪ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, ড. মো মোস্তফা কামাল নামে এই উদ্যোক্তা তার হাতে থাকা কোম্পানিটির ১৪ হাজার ৯৬৮টি শেয়ারের শেয়ার বিক্রয় করবেন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

ফু-ওয়াংয়ের বোর্ড সভা ২১ অক্টোবর

fuwanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের বোর্ড সভা আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তিনটায় কোম্পানিটি বোর্ডসভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

ফু-ওয়াং ফুডস লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। তার আগের বছরেও কোম্পানিটি বিনিয়োগকারিদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ