এনসিসি ব্যাংক উদ্যোক্তা ৯ লাখ শেয়ার বিক্রি

ncc-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা কোম্পানিটির ৯ লাখ ৭৫ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, মো. আনোয়ার পাশা নামের এ উদ্যোক্তা তার হাতে থাকা কোম্পানিটির ৩৯ লাখ ৬৮ হাজার ২৩৬টি শেয়ারের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রয় করবেন।

আজকের দিনে এই ৯ লাখ ৭৫ হাজার শেয়ারের বাজার মূল্য ২.১১ সময় অনুযায়ী ৯.২০ টাকা করে ৮৯ লাখ ৭০ হাজার টাকা।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে বাজার দরে এবা শেয়ারগুলো বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সাইফ পাওয়ারটেকের লেনদেন বন্ধ আগামীকাল

saifস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড আগামীকাল ১৫ অক্টোবর বৃহস্পতিবার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এই দিন রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত চলতি হিসাব বছরের বার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২৯ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সাইফ পাওয়ারটেক লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

পরিচালকের মৃত্যুতে শেয়ার হস্থান্তর

Sonali_Aanshস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড উদ্যোক্তা পরিচালকের মৃত্যুতে সমস্ত শেয়ার হস্থান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, নরুল ইসলাম পাটোয়ারি নামে উদ্যোক্তা পরিচালক গত ২৭ জানুয়ারি ২০১৫ তারিখে মৃত্যুবরণ করেন। তার হাতে কোম্পানির ৭ লাখ ২০ হাজার ৪৪০টি শেয়ার ছিল।

তার অবর্তমানে কোম্পানির এই শেয়ারগুলো আদালতের অনুমতিক্রমে মরহুমের সহধর্মীণী, দুই কন্যা ও দুই পুত্রদের নিকট হস্থান্তর করা হয়। এর মধ্যে ৯০ হাজার ৫৬টি শেয়ার মরহুমের সহধর্মীণী সামছুন নাহার, ২ লাখ ১০ হাজার ১২৮টি শেয়ার মরহুমের পুত্র মোহাম্মদ মাহববুর রহমান পাটোয়ারি, ২ লাখ ১০ হাজার ১২৮টি শেয়ার মরহুমের পুত্র জাফর আহমেদ পাটোয়ারি, ১ লাখ ৫ হাজার ৬৪টি শেয়ার মরহুমের কন্যা মহসিনা পাটোয়ারি ও ১ লাখ ৫ হাজার ৬৪টি শেয়ার মরহুমের কন্যা নাবিহা পাটোয়ারি নিকট হস্থান্তর করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

শাহজালাল ব্যাংকের তৃতীয় প্রান্তিকে ইপিএস কমেছে

sahjalal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, তৃতীয় প্রান্তিকের (জুলাই ’১৫ – সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শাহজালাল ইসলামী ব্যাংক শেয়ার প্রতি কনসলিডেটেড আয় হয়েছে .৩৬ টাকা। আগের বছর একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ১.১৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে .৮১ টাকা।

কোম্পানিটির প্রথম ৯ মাসের (জানুয়ারি ‘১৫ – সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী শেয়ার প্রতি কনসলিডেটেড আয় হয়েছে ১.১৪ টাকা। আগের বছর একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল .৩৬ টাকা। এ হিসাবে আগের বছরের তুলনায় প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে .৭৮ টাকা।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরে কোম্পানিটির শেযার প্রতি সম্পদের (এনএভি) ছিল ১৬.৩৯ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৪ শেযার প্রতি সম্পদ ছিল ১৫.৬০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

জেএমআই সিরিঞ্জ উদ্যোক্তার শেয়ার বিক্রি

JMI-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের একজন উদ্যোক্তা কোম্পানিটির ৫০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, মো. আবদুল মজিদ পাটোয়ারি নামের এ উদ্যোক্তা তার হাতে থাকা কোম্পানিটির ২ লাখ ৩০ হাজার শেয়ারের মধ্যে তিনি বেসব শেয়ার বিক্রয় করবেন।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে বাজার দরে এবা শেয়ারগুলো বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

লাফার্জ সুরমার বোর্ড সভা মঙ্গলবার

Lafarge-Surma-Cement smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ২০ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তিনটায় কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

তাল্লু স্পিনিংয়ের নতুন প্রকল্পের উৎপাদন শুরু

talluস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড ক্যাটাগর’ বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিংয়ের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্তে নতুন প্রকল্পের বাণিজ্যিক উৎপাদনের কাজ ১৪ অক্টোবর বুধবার থেকে শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ১০ হাজার ৮০টি উচ্চ প্রযুক্তি সম্পন্ন স্পিন্ডলেসের নতুন এ প্রকল্প বাস্তবায়নের ফলে বছরে কেম্পানিটির কটন উৎপাদন ১৫ লাখ কেজি বাড়বে।

ব্যাংক বা অন্য কোন ধরনের ঋণ না নিয়ে নিজস্ব অর্থায়নে নতুন প্রকল্প বাস্তবায়ন করে কোম্পানিটি বার্ষিক লেনদেন ৪২ কোটি টাকা এবং মুনাফা সাড়ে ৩ কোটি টাকা বাড়বে বলে আশা করছে। এ জন্য ব্যয় হয়েছে ১০ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকা।

কোম্পানিটি ২০১৪ সালে কর পরবর্তী মুনাফা করেছিল ১২ কোটি ২৯ লাখ ৭০ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় হযেছিল ১.৫১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আইডিএলসি ফিন্যান্সের আয় বেড়েছে

idlcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে। সম্প্রতি তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরনীতে এ তথ্য প্রকাশ পায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, কোম্পানিটি জানুয়ারি১৫- সেপ্টেম্বর১৫ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪.৫৮ টাকা। যা গত বছর একই সময় আয় করেছে ২.৯২ টাকা। গত বছরের তুলনায় এই বছরে শেয়ার প্রতি আয় বেড়েছে ১.৬৬ টাকা।

এই সময় কোম্পানিটির মোট সম্পদের মূল্য (এনএভি) শেয়ার প্রতি ২৯.৭৫ টাকা। গত বছর এই সময়ে মোট সম্পদের মূল্য (এনএভি) ছিল ২৫.৯৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিটি জেনারেলের বোর্ড সভা ২০ অক্টোবর

cityস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ২০ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২টা ৪৫ মিনিটে কোম্পানিটির বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

তুং হাই নিটিংয়ের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’

Tung haiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ