ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট কোম্পানির মূলধন হবে ৫০০ কোটি টাকা

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির জন্য গঠিত আলাদা কোম্পানির পরিশোধিত মূলধন প্রস্তাব করা হয়েছে ৫০০ কোটি টাকা। ইতিমধ্যে ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট কোম্পানি নামে আলাদা এ কোম্পানি গঠনের একটি খসড়া আইনও তৈরি করা হয়েছে। এই খসড়া আইন থেকে এইসব তথ্য জানা যায়।

গত ৬ অক্টোবর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদিত এ খসড়া আইনে বলা হয়েছে, নতুন কোম্পানির মালিকানার সর্বোচ্চ ৭০ শতাংশ দুই স্টক এক্সচেঞ্জ মিলে ধারণ করতে পারবে। নতুন গঠিত কোম্পানিটির বাণিজ্যিক কার্যক্রম শুরুর তিন মাসের মধ্যে দুই স্টক এক্সচেঞ্জকে লেনদেন নিষ্পত্তি কার্যক্রম গুটিয়ে নিতে হবে। পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন নিষ্পত্তির সুরক্ষা তহবিলও নতুন কোম্পানিতে স্থানান্তরিত হবে। বর্তমানে দুই স্টক এক্সচেঞ্জের কাছে সম্মিলিতভাবে এ তহবিলের জন্য প্রায় ১৫০ কোটি টাকা সংরক্ষিত রয়েছে।

খসড়া আইনটি মতামতের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ (সিএসই) সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছে পাঠানো হয়েছে। ২২ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে খসড়া আইনের ওপর তাদের মতামত দিতে বলেছে বিএসইসি। ওই সব মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমার্জন করে আইনটি চূড়ান্ত করা হবে।

খসড়া আইনে বলা হয়েছে, দুই স্টক এক্সচেঞ্জ সম্মিলিতভাবে ৭০ শতাংশ মালিকানা নিতে পারলেও এককভাবে কোনো স্টক এক্সচেঞ্জের ৪৯ শতাংশের বেশি মালিকানা থাকবে না। স্টক এক্সচেঞ্জ ছাড়াও সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং কৌশলগত বিনিয়োগকারী কোম্পানিটির মালিকানার সঙ্গে যুক্ত থাকতে পারবে। এর বাইরে সিডিবিএল এবং কৌশলগত বিনিয়োগকারী যে কেউ চাইলে কোম্পানিটির সর্বোচ্চ ১০ শতাংশ মালিকানা নিতে পারবে।

লেনদেন নিষ্পত্তির জন্য গঠিত হতে যাওয়া নতুন কোম্পানিটির পরিচালনা পর্ষদ সম্পর্কে খসড়া আইনে বলা হয়েছে, পর্ষদ হবে ১১ সদস্যের। এদিকে লেনদেন নিষ্পত্তির জন্য আলাদা কোম্পানি গঠিত হলে তাতে শেয়ারবাজারে লেনদেন-সংক্রান্ত ঝুঁকি অনেক কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এক্সিম ব্যাংকের ২৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

exim-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের একজন উদ্যোক্তা প্রতিষ্ঠানটির ২৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, মো. তাসমা বেগম নামের এ উদ্যোক্তা তার হাতে থাকা কোম্পানিটির ১ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার ৭৮২টি শেয়ারের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রয় করবেন।

আজকের দিনে এই ২৫ লাখ শেয়ারের বাজার মূল্য ১২.০৫ সময় অনুযায়ী ৯ টাকা করে ২ কোটি ২৫ লাখ টাকা।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে বাজার দরে এসব শেয়ারগুলো বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

দ্বিতীয় প্রান্তিকে কেডিএসের আয় বেড়েছে

kds-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকায় নতুন কোম্পানি কেডিএস আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে কেডিএস এক্সেসরিজের। ‘এন’ ক্যাটাগরি হিসেবে লেনদেন শুরু হওয়া এ কোম্পানির ট্রেডিং কোড হচ্ছে ‘KDSALTD’

লেনদেন শুরুর প্রাক্কালে কেডিএস এক্সেসরিজ লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’১৫ থেকে জুন’১৫) ৩ মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিও পূর্ববর্তী ওয়েটেড এভারেজ হিসাবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ৩০ কোটি ৩ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ৭৬ পয়সা। একই সময়ে পূর্ববর্তী বছরে কোম্পানির মুনাফার পরিমাণ ছিল ২ কোটি ২৬ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৫৭ পয়সা। সে হিসেবে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) ১৯ পয়সা বেড়েছে।

এ ছাড়া আইপিওপূর্ববর্তী চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসে ( জানুয়ারি’১৫ থেকে জুন’১৫) কোম্পানিটির করপরবর্তী মুনাফার পরিমাণ ৬ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ১.৫৮ টাকা। একই সময়ে পূর্ববর্তী বছরে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল ৪ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১.০১ টাকা।

আইপিওপরবর্তী প্রথম ৬ মাসের হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ১.২১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য হচ্ছে ২২.৬৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

২৩ অক্টোবর ইসলামি ব্যাংকের বোর্ড সভা

islamiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামি ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ঝিল বাংলার রেজিস্টার্ড অফিস পরিবর্তন করেছে

Shyampur Sugar Mills Limited_company_logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ঝিল বাংলা সুগার মিলস্‌ লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস জামালপুর জেলার দেওয়ানগঞ্জে স্থানান্তর করা হয়েছে।

কোম্পানিটির হেড অফিসটি ঢাকার দিলকুশার চিনি শিল্প ভবন ( ৬ষ্ঠ তলায়) থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

শ্যামপুর সুগারের রেজিস্টার্ড অফিস পরিবর্তন

Shyampur Sugar Mills Limited_company_logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস রংপুর জেলার বদরগঞ্জের শ্যামপুরে স্থানান্তর করা হয়েছে।

কোম্পানিটির হেড অফিসটি ঢাকার দিলকুশার চিনি শিল্প ভবনেই থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

উত্তরা ব্যাংকের বোর্ড সভা ১৯ অক্টোবর

uttaea-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ১৯ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩টায় কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

২১ অক্টোবর বোর্ড সভা করবে আমান ফিড

aman-addস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২১ অক্টোবর বুধবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এইদিন বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড ডিএসই লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে।

 

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মিরাকল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভার তারিখ ঘোষণা

miracleস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২১ অক্টোবর বুধবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এইদিন বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড ডিএসই লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ