তিতাস গ্যাসের বোর্ড সভা ১০ নভেম্বর

titas-gasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বোর্ড সভা ১০ নভেম্বর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১০ নভেম্বর মঙ্গলবার বিকাল বিকাল ৩টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

১০ নভেম্বর ইস্টার্ন ক্যাবলসের বোর্ড সভা

easternস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের বোর্ড সভা ১০ নভেম্বর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১০ নভেম্বর মঙ্গলবার বিকাল বিকাল সাড়ে ৪টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

ইস্টার্ন ক্যাবলস লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্যারামাউন্ট টেক্সটাইল নতুন মেশিন ক্রয় করবে

paraস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল কারখানায় নতুন মেশিন ক্রয় করবে। ইতিমধ্যে এসব মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কারখানার জন্য গ্রে ইনফেকসন মেশিন নামে চীন থেকে এসব মেশিন কিনবে কোম্পানিটি। মেশিনগুলোর দাম পড়বে ৪৬ হাজার ৯৫৬ ডলার।

এসব মেশিনের মূল্য শতভাগ এলসির মাধ্যমে পরিশোধ করা হবে বলে কোম্পানি সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রিজেন্ট টেক্সটাইলের ৫.৭১ গুণ আবেদন

regent.smbdস্টকমার্কেট ডেস্ক :

সদ্য আবেদন জমা নেওয়া রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও) প্রায় ৫ দশমিক ৭১ গুণ আবেদন পড়েছে। তবে এটি আরও বাড়তে বা কমতে পারে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ কোম্পানিটির আইপিও আবেদন ১৪ অক্টোবর বুধবার থেকে ২৫ অক্টোবর রবিবার পর্যন্ত জমা নেওয়া হয়। দেশি ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এই সময় প্রযোজ্য ছিল।

কোম্পানটি শেয়ারবাজার থেকে ১২৫ কোটি টাকা মূলধন নিবে। ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা মূল্যে শেয়ার ইস্যুর করবে এ কোম্পানিটি।

গত ২৪ আগষ্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)র ৫৪৮তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী রিজেন্ট টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৩ টাকা ১৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্রথম প্রান্তিকে জাহিনটেক্সের আয় বেড়েছে

zahinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (জুলাই’ ১৫ – সেপ্টেম্বর’ ১৫) ৩ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩৬ পয়সা। একই সময় গত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ২৬ পয়সা। সে হিসেবে কোম্পানিটির ৩ মাসে শেয়ার প্রতি আয় বেড়েছে ১০ পয়সা।

জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩ মাসে (জুলাই’ ১৫ – সেপ্টেম্বর’ ১৫) শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ হচ্ছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৮৩ পয়সা।

কোম্পানিটির ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি)৩০.৩৮ টাকা। ২০১৫ সালের ৩০ জুন এ সম্পদের পরিমাণ ছিল ৩০.০৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইনভেস্টমেন্ট কর্পোরেশনের বোর্ড সভার আহ্বান

icb-2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভার আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ৯ নভেম্বর সোমবার বিকাল সন্ধ্যা ৬টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

পাওয়ার গ্রিডের ১৫% লভ্যাংশ ঘোষণা

powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারিদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, কোম্পানিটি সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ৯০ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ১২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মেয়াদি মিউচুয়াল ফান্ড অবসায়ন প্রক্রিয়ায় স্থগিতাদেশ থাকছে না

mutualনিজস্ব প্রতিবেদক :

মেয়াদি মিউচুয়াল ফান্ডের অবসায়ন বা বেমেয়াদি ফান্ডে রূপান্তরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনার বিরুদ্ধে দায়ের করা রিট স্থগিত করেছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। চেম্বার জজ আদালতে স্থগিত রিটের ওপরে আপিল শুনানির পর প্রধান বিচারপতি এসকে সিনহার ৪ সদস্যের গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এতে বিএসইসির নির্দেশনা অনুযায়ী আইসিবি ও বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস পরিচালিত ১০টি মেয়াদি মিউচুয়াল ফান্ডকে আইসিবি নির্ধারিত সময়ের মধ্যে গুটিয়ে ফেলতে হবে কিংবা বেমেয়াদি ফান্ডে রূপান্তর করতে হবে।

জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর এক বিনিয়োগকারীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ আইসিবি ও এইমস পরিচালিত ১০ মিউচুয়াল ফান্ডের রূপান্তর বা অবসায়ন প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিতের আদেশ দেন। একই সঙ্গে মিউচুয়াল ফান্ডের মেয়াদ ও অবলুপ্তির আদেশ দিয়ে ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট ও এরই ধারাবাহিকতায় গত ২৯ জুন কমিশন সভায় ১০ মেয়াদি মিউচুয়াল ফান্ডের রূপান্তর অথবা অবসায়নের নির্দেশনা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ছয় সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বিএসইসি, আইসিবি ও এইমসসহ মোট ১০ বিবাদিকে রুলের জবাব দিতে সময় দেয়া হয়। পরবর্তীতে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করে বিএসইসি। বিএসইসির এ আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

প্রসঙ্গত, গত ২৯ জুন কমিশন সভায় আইসিবি পরিচালিত আট মিউচুয়াল ফান্ড ছাড়াও এইমস পরিচালিত ফার্স্ট গ্যারান্টেড মিউচুয়াল ফান্ড ওয়ান ও গ্রামীণ ওয়ান: ফাস্ট স্কিম অব দ্য গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানসহ মোট ১০টি মেয়াদি মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদিতে রূপান্তর অথবা অবসায়নের সময় দেয়া হয়। এইমস পরিচালিত দুই মেয়াদি মিউচুয়াল ফান্ড ও আইসিবি পরিচালিত প্রথম মিউচুয়াল ফান্ডকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে রূপান্তর অথবা অবসায়নের সময় দেয়া হয়। আর আইসিবি পরিচালিত অন্য সাত মিউচুয়াল ফান্ডের জন্য ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধাপে বেমেয়াদিতে রূপান্তর অথবা অবসায়নের সময় বেঁধে দেয় কমিশন।