ইস্টার্ন লুব্রিকেন্টসের ৩০% লভ্যাংশ ঘোষণা

easterস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত জ্বালানী খাতের ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড বিনিয়োগকারিদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এবছর কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৩.৪১ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

তিতাস গ্যাসের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ

titas-gasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত জ্বালানী খাতের তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিনিয়োগকারিদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এবছর কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ৮ টাকা ৯৮ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৮.৩৬ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের লাইসেন্স স্থগিত চূড়ান্ত করেছে আইডিআরএ

idr-smbdনিজস্ব প্রতিবেদক :

স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স কোম্পানির বিমা ব্যবসার লাইসেন্স এবার চূড়ান্তভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সূত্র থেকে এ তথ্য জানা যায়।

আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই ৮৬তম সভায়
সংস্থাটির আরো চার সদস্য উপস্থিত ছিলেন।

আইডিআরএ সূত্র জানায়, দেশের আর্থিক খাতের (ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান) মধ্যে লাইসেন্স স্থগিতের ঘটনা এটাই প্রথম। আইডিআরএ বিমা ব্যবসার লাইসেন্স স্থগিতের চিঠি কাল বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সকে পাঠাবে বলে জানা গেছে।

নানা অনিয়মের আশ্রয় নিয়ে রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠনের চেষ্টার দায়ে গত জুনে তিন মাসের জন্য স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের বিমা ব্যবসার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করে আইডিআরএ। এরপর আরও দুই মাসের জন্য স্থগিত করা হয়।