- ইউনাইটেড পাওয়ার
- বিডি থাই
- বেক্সিমকো ফার্মা
- ফার কেমিক্যাল
- বিবিএস
- এমারেল্ড ওয়েল
- গোল্ডেন হারভেষ্ট
- আইটিসি
- বেক্সিমকো লি.
- কেডিএস এক্সেজসরিজ।
Day: January 30, 2023
বেড়েছে দিনের লেনদেন ও সূচক
দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে দিনে শেষ হয়েছে লেনদেন। এদিন সেখানে আগের দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কমেছে সূচক ও লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৫৬ পয়েন্টে।
এদিন দিনভর লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।
এদিন লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। যা গতকাল সোমবার ছিল ৫২৭ কোটি ১৪ লাখ টাকা।
ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, বিডি থাই, বেক্সিমকো ফার্মা, ফার কেমিক্যাল, বিবিএস, এমারেল্ড ওয়েল, গোল্ডেন হারভেষ্ট, আইটিসি, বেক্সিমকো লি. ও কেডিএস এক্সেজসরিজ।
এদিকে মঙ্গলবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৬৮৮ পয়েন্টে।
সিএসইতে দিনভর লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৭৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এদিন টাকার অংকে লেনদেন হয়েছে ৩৮ কোটি ১৯ লাখ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৩৭ লাখ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে
আইটি কনসালটেন্সের কোম্পানি সেক্রেটারি নিয়োগ
শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালটেন্স লিমিটেডের নতুন কোম্পানি সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ সম্প্রতি নতুন কোম্পানি সেক্রেটারি নিয়োগ দিয়েছে। আনিন্দ্য সরকারে নামে একজনকে এই পদে নিয়োগ দিয়েছে পরিচালনা বোর্ড।
কোম্পানি সেক্রেটারি হিসাবে নিয়োগ পাওয়া আনিন্দ্য সরকার একজন এসিএস ডিগ্রীধারী।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে
ন্যাশনাল হাউজিংয়ের মূল্য সংবেদনশী তথ্য নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এণ্ড এনভেষ্টমেন্ট লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৮ ডিসেম্বর কোম্পানির শেয়ারের দর ছিল ৩১ টাকার কিছু উপরে। গতকাল ১১ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৬০ টাকা। এসময় শেয়ারটির দর ওঠানামা করলেও দর বেড়েছে।
কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় ন্যাশনাল হাউজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।
স্টকমার্কেটবিডি.কম/এমএ
আমান-তামিমের চুক্তি স্বাক্ষর
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড মিল লিমিটেডের সাথে তামিম এগ্রো লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চুক্তি অনুযায়ী, আমান ফিডকে মাছের খাবারের কাঁচামাল সরবরাহ করবে কোম্পানিটি। কোম্পানিটি প্রায় ৮০০ মে. টন কাচামাল সরবরাহ করবে।
তামিম এগ্রো লিমিটেড নামে এই কোম্পানি আগামী ১ মার্চ থেকে কার্যক্রর হবে বলে ডিএসই সূত্রে জানা যায়।
স্টকমার্কেটবিডি.কম/এলকে
সায়হাম টেক্সটাইলের ১০ লাখ শেয়ার ক্রয়
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানির সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের একজন স্পন্সর শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, ইয়াসমিন ফয়সাল নামে কোম্পানিটির এই স্পন্সর নিজ কোম্পানির ১০ লাখ ৫০ হাজার শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন। যা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে করতে হবে।
স্টকমার্কেটবিডি.কম/এলকে
ঢাকা এক্সচেঞ্জে অনলাইনে পেমেন্ট চালু
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। এ অনলাইন পেমেন্ট চালুর ফলে শেয়ারবাজার সংশ্লিষ্ট সকলেই ডিএসই আয়োজিত বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে এবং তার অর্থ পরিশোধ করতে পারবে।
সোমবার বিএসইসি’র কমিশনার মো. আমজাদ হোসেন ডিএসই’র অফিসিয়াল ওয়েব সাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট পদ্ধতির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া উপস্থিত ছিলেন।
ডিএসই সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে ডিএসইর ট্রেড ডাটা এবং বিভিন্ন তথ্যের জন্য প্রদেয় অর্থ ভিসা কার্ড ও মাস্টার কার্ড, কিউ-ক্যাশ, ডিবিবিএল নেক্সাস ডেবিট কার্ড, ডিবিবিএল ভিসা কার্ড, ডিবিবিএল নেক্সাস প্রো মাস্টার কার্ড এবং বিকাশ ব্যবহার করে প্রদান করা যাবে। সূর্যমুখী লিঃ ডিএসইর পেমেন্ট গেটওয়ে হিসেবে কাজ করবে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে