রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৫ ফেব্রুয়ারি

Reliance-Insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বেলা তিন টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভাংশ, এজিএম ডেট ও রেকর্ড ডেট শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

খুলনা প্রিন্টিংয়ের বিরুদ্ধে লভ্যাংশ বিতরণ না করার অভিযোগ

KPPL1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং এণ্ড প্যাকেজিং লিমিটেড বিনিয়োগকারীদের হাতে নগদ লভ্যাংশ না পৌঁছানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগে কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি দাবি করছে, কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত নদগ লভ্যাংশ বিতরণ করে নাই। SEC/CMRRCD/2001-43/169 dated October 01, 2009 অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এ লভ্যাংশ বিতরণ না করায় কোম্পানিটি ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।

কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে জমা না দেওয়ায় এই ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

সূত্র থেকে আরও জানানো হয়, মঙ্গলবার থেকে শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি।

উল্লেখ্য, খুলনা প্রিন্টিং এণ্ড প্যাকেজিং লিমিটেড গত বছর বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভাংশ ঘোষণা করে।

ডিএসইর পক্ষ থেকে আরো জানানো হয়, আগামীকাল থেকে কোম্পানিটির লেনদেনে কোনো ধরণের মার্জিনের সুযোগ থাকবে না।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

কারণ ছাড়াই মুন্নু জুটের দর বৃদ্ধি

munnoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু জুট স্টাফলারস লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি কোম্পানির শেয়ারের দর ছিল ৩০০ টাকা। যা গতকাল ৭ ফেব্রুয়ারি দর বেড়ে দাঁড়িয়েছে ৩৭২ টাকা। সর্বশেষ চার দিবস শেয়ারটির দর টানা বেড়েছে।

ডিএসই কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কােনো কারণ আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় মুন্নু জুটেরর পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. বেক্সিমকো ফার্মা
  2. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  3. আইটিসি
  4. সিটি ব্যাংক
  5. এসিআই ফর্মূলেশন
  6. গ্রামীন ফোন
  7. স্কয়ার ফার্মা
  8. এসিআই লিমিটেড
  9. ইউনাইটেড পাওয়ার
  10. বেক্সিমকো লিমিটেড।

সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় বাজারেই সূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩৪০ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার ডিএসইতে ৩৪০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।

দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৯.৭২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪১ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আইটিসি, সিটি ব্যাংক, এসিআই ফর্মূলেশন, গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা, এসিআই লিমিটেড, ইউনাইটেড পাওয়ার ও বেক্সিমকো লিমিটেড।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। এদিন সেখানে ২০ কোটি ৫০ লাখ টাকা লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ২৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

যমুনা ব্যাংক ১.২০ কোটি টাকার ভবন কিনবে

jamuna -smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ভবনসহ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। ডিএসইসূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই ব্যাংকটি নারায়ণগঞ্জের মৌজা হরিহরপাড়ায় বিএসসিআইসি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায় ৪ তলা ভবনসহ ৪.৬০ শতাংশ জমি কিনবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা।

ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে জমিটি কিনবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

ম্যাকসন্সের জেড ক্যাটাগরিতে লেনদেন শুরু

Maksonsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। আজ থেকে এই শেয়ারের লেনদেন জেড ক্যাটাগরিতে শুরু হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে কোনো লভ্যাংশ না দিয়ে এই ক্যাটাগরি পরিবর্তন করেছে।

সূত্র থেকে আরও জানানো হয়, আজ সোমবার থেকে শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি। প্রসঙ্গত, কোম্পানিটি ২০০৯ সালে বাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে