1. বেক্সিমকো ফার্মা
  2. স্কয়ার ফার্মা
  3. অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  4. আইটিসি
  5. ইফাদ অটোস
  6. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  7. ইউনাইটেড পাওয়ার
  8. লিন্ডে বিডি
  9. কাসেম ড্রাইসেল
  10. সিএমসি কামাল।

শেয়ারবাজারের সূচক ও লেনদেনের উত্থান

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক ও লেনদেনের উত্থান হয়েছে। এদিন মোট লেনদেন হয়েছে ৩৩৬ কোটি টাকা। তবে সিএসইতে লেনদেন কমলোও মূল্য সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার ডিএসইতে ৩৬২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।

এদিন বেশির ভাগ শেয়ারের দরই বেড়েছে। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩.৪১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৯ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, ইফাদ অটোস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, লিন্ডে বিডি, কাসেম ড্রাইসেল ও সিএমসি কামাল।

মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৮৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। এদিন সেখানে ২২ কোটি ৯৭ লাখ টাকা লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ২৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফনিক্স ইন্স্যুরেন্সকে ৩৪ লাখ টাকা জরিমানা

phonix-smbdনিজস্ব প্রতিবেদক :

আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্য প্রদান করায় ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জামিরুল ইসলাম ও ১৬ পরিচালককে মোট ৩৪ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়। সংস্থার মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০১২ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটি অসত্য তথ্য উপস্থাপন করে। এতে ওই সময়ের কোম্পানির নিট মুনাফা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) অতিমূল্যায়িত দেখানো হয়।

আর্থিক বিবরণীতে সঠিক তথ্য উপস্থাপন না করায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশের ১৮ ধারা ভঙ্গ করায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জামিরুল ইসলাম এবং স্বতন্ত্র ছাড়া অন্য সব পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এসডি ও স্বতন্ত্র ছাড়া বর্তমান পরিচালকরা হলেন-চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ সোয়েব, পরিচালক দীন মোহাম্মদ, সাদিয়া আনজুম সিদ্দিকী, রোকসানা বেগম, মাজহারুল হক, ফারজাদ হক, বদরুদ্দোজা মান্নান, ড. শিরিন সুলতানা, ওয়াসিফ আহাম্মেদ, এমএ মজিদ, আজিজ আল মাহমুদ, ইভানা ফাহমিদা মোহাম্মদ, খোরশেদ জাহান বেগম, সাদাফ সামসাদ হক, মনজুরুল হক ও মোহাম্মদ হায়দার আলী।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

ইউনাইটেড ফাইনান্সের লভ্যাংশ ঘোষণা ১৭ ফেব্রুয়ারি

united-finance-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইনান্স লিমিটেডের বোর্ড সভা আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বোর্ড সভায় কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বেলা তিন টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভাংশ, এজিএম ডেট ও রেকর্ড ডেট শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে