- লাফার্জ সুরমা সিমেন্ট
- ইউনাইটেড পাওয়ার
- বিএসআরএম লিমিটেড
- বেক্সিমকো ফার্মা
- ইফাদ অটোস
- খুলনা পাওয়ার
- আমান ফিড
- বেক্সিমকো ফার্মা
- স্কয়ার ফার্মা
- কাশেম ড্রাইসেলস
- এমারেল্ড অয়েল।
Day: June 8, 2023
ডিএসইতে ৪৪০ ও সিএসইতে ৩০ কোটি টাকার লেনদেন
দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে ৪৪০ কোটি টাকার লেনদেন হয়েছে। আর এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি টাকার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ডিএসইতে ৪৪০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৪৭১ কোটি ২২ লাখ টাকার শেয়ার।
এদিন বেশির ভাগ শেয়ারের দরই বেড়েছে। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬.৮৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৬ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, খুলনা পাওয়ার কোম্পানি, আমান ফিড, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেলস ও এমারেল্ড অয়েল।
বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
এদিন সিএসইতে মোট ৩০ কোটি ৯ লাখ টাকা লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৩০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ
সিনো-বাংলার বোর্ড সভা ২৫ ফেব্রুয়ারি
শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি সিনো-বাংলা লিমিটেডের বোর্ড সভা আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা সাড়ে ৩ টায় নিজস্ব কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ সভায় কোম্পানিটির লভাংশ, এজিএম ডেট ও রেকর্ড ডেট বিষয়ক সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের জানানো হবে।
স্টকমার্কেটবিডি.কম/এলকে
এইমস ও গ্রামীণ মিউচুয়াল ফান্ডকে অবসায়ন দিল বিএসইসি
এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান স্কিম ওয়ান অবসায়নের নির্দেশ দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া আইসিবি পরিচালিত তিনটি মেয়াদি মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদিতে রূপান্তরের নির্দেশনা দিয়েছে বিএসইসি। গতকাল বুধবার এসব ফান্ডের ট্রাস্টিকে চিঠির মাধ্যমে এ নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
সূত্র থেকে জানা যায়, এইমস ফার্স্ট গ্যারান্টেড মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে (বিজিআইসি) আজ থেকে ১৪ দিনের মধ্যে তাদের ফান্ড অবসায়নের নির্দেশনা দেয়া হয়েছে। একই নির্দেশনা দেয়া হয়েছে গ্রামীণ ওয়ান স্কিম ওয়ান মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি গ্রামীণ ফান্ড লিমিটেডকেও। সর্বশেষ সভায় ইউনিটহোল্ডাররা উভয় ফান্ডের অবসায়নের পক্ষে মত দেন।
এ বিষয়ে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বলেন, আমরা এইমস ফার্স্ট ও গ্রামীণ ওয়ান স্কিম ওয়ানের ট্রাস্টিকে চিঠির মাধ্যমে অবসায়নের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এজন্য সময় নির্ধারণ করে দেয়া হয়েছে।
একইভাবে আইসিবি পরিচালিত তিনটি মেয়াদি মিউচুয়াল ফান্ডকেও ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে রূপান্তর অথবা অবসায়নের নির্দেশনা দেয়া হয়েছে, যা আজ থেকে কার্যকর হবে।
আইসিবি প্রথম ও দ্বিতীয় মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডাররা বেমেয়াদিতে রূপান্তরের পক্ষে ভোট দিয়েছিলেন। এ কারণে আইসিবি প্রথম মিউচুয়াল ফান্ডকে গতকাল থেকে ১৪ দিনের মধ্যে বেমেয়াদিতে রূপান্তরের নির্দেশনা দিয়েছে বিএসইসি। আর আইসিবি দ্বিতীয় মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদিতে রূপান্তরে ১ মাস ১৪ দিন সময় দেয়া হয়েছে। অন্যদিকে ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে আইসিবি তৃতীয় মিউচুয়াল ফান্ডকে রূপান্তর অথবা অবসায়নে ২ মাস ১৪ দিন সময় বেঁধে দিয়েছে বিএসইসি।
স্টকমার্কেটবিডি.কম/এলকে
ইউনাইটেড ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২২ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৪৯ টাকা।
আগামী ২১ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে
এসআইবিএলের বোর্ড সভা ২৩ ফেব্রুয়ারি
শেয়ারবাজারে তালিকাভূক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নিজস্ব কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ সভায় ব্যাংকটির লভাংশ, এজিএম ডেট ও রেকর্ড ডেট বিষয়ক সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের জানানো হবে।
স্টকমার্কেটবিডি.কম/এলকে
ব্যাংক এশিয়ার বোর্ড সভা ২৪ ফেব্রুয়ারি
শেয়ারবাজারে তালিকাভূক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের বোর্ড সভা আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা ৩ টায় নিজস্ব কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ সভায় ব্যাংকটির লভাংশ, এজিএম ডেট ও রেকর্ড ডেট বিষয়ক সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের জানানো হবে।
স্টকমার্কেটবিডি.কম/এলকে