স্ট্যান্ডার্ড ব্যাংকের ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা

standardস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফেরদৌস আলী খান নামে ব্যাংকের এ উদ্দ্যোক্তা ব্যাংকটির ২০ লাখ শেয়ার ক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মার্কেন্টাইল ব্যাংক ৭ লাখ শেয়ার কিনবে

mercantilস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা ৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মো: নাসিরুদ্দিন চৌধুরী নামে ব্যাংকের এ উদ্দ্যোক্তা ব্যাংকটির ৭ লাখ শেয়ার ক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. একমি ল্যাব.
  2. ফার কেমিক্যাল
  3. লাফার্জ সুরমা
  4. শাহজিবাজার পাওয়ার
  5. বিএসআরএম লি.
  6. এমজেএল বিডি
  7. ব্র্যাক ব্যাংক
  8. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  9. পাওয়ার গ্রিড
  10. খান ব্রাদার্স।

ডিএসইতে লেনদেন ৩২৩ কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন ৩২৩ কোটি টাকা দাঁড়িয়েছে। এদিন এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন আগের দিনে চেয়ে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দিনভর ডিএসইতে ৩২৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন মঙ্গলবার ছিল ৪৭১ কোটি ৪৭ লাখ টাকা। এ হিসাবে দিনের লেনদেন ১৪৮ কোটি টাকা কমেছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৪১ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০ টির, কমেছে ৮৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাব., ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লি., এমজেএল বিডি, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রিড ও খান ব্রাদার্স।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন মঙ্গলবার সেখানে ৩৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

ফার্ষ্ট ফাইন্যান্সের এজিএম আগামীকাল

first-finance-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফার্ষ্ট ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামীকাল সকাল ১১ টায় রাজধানীর পুরাতন বিমান বন্দর রোডে অবস্থিত ট্রাষ্ট মিলনায়তনে এর এজিএম অনুষ্ঠিত হবে।

সূত্রটি জানায়, কোম্পানিটি গত ২০১৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
স্টকমার্কেটবিডি.কম/বিএ

আইএলএফের শেয়ার বিওতে দিল সিডিবিএল

cdblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বর্হিভূত আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সসিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএস)সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়ে দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ বুধবার সিডিবিএলের মাধ্যমে এই সব লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

কোম্পানিটি গত ২০১৫ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

আল-আরাফাহ্ ব্যাংকের একচ্ছত্র আধিপত্য দিয়ে শেয়ার বিক্রি বন্ধ

al-arafaস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রির উদ্যোগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ৩০ মার্চ আল-আরাফাহ্ ব্যাংক শেয়ার বিক্রির জন্য বিদেশি সংস্থা ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট (আইসিডি) অব দ্য প্রাইভেট সেক্টরের সঙ্গে চুক্তি করে। আইসিডি হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) একটি সহযোগী প্রতিষ্ঠান। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ চুক্তি অনুযায়ী আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ ও অপসারণে আইসিডিকে একচ্ছত্র আধিপত্য দেওয়া হয়। এ কারণে ১৫৪ কোটি টাকার সমমূল্যের ১০ শতাংশ শেয়ার বিক্রির চুক্তিটি আটকে দেয় বাংলাদেশ ব্যাংক।

জানতে চাইলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি না পাওয়ায় আমরা শেয়ার হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছি। আইসিডিকেও অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে শর্তই ছিল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর চুক্তি কার্যকর হবে। এখন আমরা তাদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাব।’

আল-আরাফাহ্ ব্যাংক সূত্রে জানা গেছে, গত মার্চে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় আইসিডির কাছে ১১ কোটি ৪ লাখ ৭৮ হাজার ৪৯২টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ৪ টাকা অধিমূল্য বা প্রিমিয়ার যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ঠিক হয় ১৪ টাকা। ফলে শেয়ার বিক্রি করে ব্যাংকটির ১৫৪ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ৮৮৮ টাকা সংগ্রহের কথা ছিল। সে জন্য গত ৩০ মার্চ আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান ও আইসিডির প্রধান নির্বাহী ও মহাব্যবস্থাপক খালেদ এম আল-আবুদীর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিপত্রের ৪.২ ও ৬.১ নম্বর অনুচ্ছেদে বলা হয়, আল-আরাফাহ্ ব্যাংকের পরিচালনা পর্ষদে আইসিডির দুজন পরিচালক থাকবেন। এ ছাড়া মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসে থাকবেন একজন করে পরিচালক। আবার ৬ নম্বর অনুচ্ছেদে আইসিডিকে একজন স্বতন্ত্র পরিচালক মনোনীত করার ক্ষমতা দেওয়া হয়েছে।

এ ছাড়া চুক্তির ৬.৩ অনুচ্ছেদ অনুযায়ী, আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিযুক্তির ক্ষেত্রে আইসিডির সঙ্গে আলোচনা ও পরামর্শ করতে হবে। আর চুক্তির ৬.৫ অনুচ্ছেদে বলা হয়েছে, আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ ও অপসারণ, বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠন, সংঘবিধি সংশোধন, অনুমোদিত মূলধন বৃদ্ধি, বহির্নিরীক্ষক নিয়োগ, নতুন শেয়ার ইস্যু, লভ্যাংশ ঘোষণা—এসব বিষয়ে সিদ্ধান্ত হতে হবে আইসিডির একজন পরিচালকের উপস্থিতিতে। এ ছাড়া চেয়ারম্যান ও প্রধান নির্বাহী নিয়োগ ও অপসারণে আইসিডির দুজন পরিচালকের সম্মতি নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক কোম্পানি আইন ও কোম্পানি আইন অনুযায়ী সব পরিচালকের মর্যাদা ও ক্ষমতা সমান। তবে এ চুক্তির মধ্যে আইসিডির পরিচালকদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, যা কোনো আইনই সমর্থন করে না। তাই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আল-আরাফাহ্ ব্যাংকের প্রধান নির্বাহীকে এক চিঠির মাধ্যমে বলা হয়েছে, ব্যাংকের মূলধন ঘাটতি না থাকায় পরিশোধিত মূলধন বৃদ্ধিকল্পে ১০ শতাংশ নতুন শেয়ার বিদেশি সংস্থার কাছে হস্তান্তর না করে প্রয়োজনে বোনাস শেয়ার, রাইট শেয়ার ইস্যুর পরামর্শ দেওয়া যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

বিডি ওয়েল্ডিংয়ের এজিএম স্থগিত

bdweldinস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ওয়েল্ডিং লিমিটেড পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তবে কোম্পানিটির রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে ।

অর্থবিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছে।

পাশাপাশি বিডি ওয়েল্ডিংয়ের বছর গনণা জুলাই থেকে করার ঘোষণা দিয়েছে।

গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় এ সব তালিকাভুক্ত কোম্পানিগুলোকে একই অর্থ বছর অনুসরন করার নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ জুলাই থেকে জুন আর্থিক বছর অনুসরণ করতে হবে, যা আগামী ১লা জুলাই ২০১৬ তারিখ থেকে কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর