হেডেলবার্গ সিমেন্টের বোর্ড সভা ১৯ জুলাই

hedelস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি হেডেলবার্গ সিমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ১৯ জুলাই আহবান করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১৯ জুলাই বেলা পৌনে ২টায় কোম্পানির কর্পোরেট অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

বিডি ফাইন্যান্সের ক্যাটাগরি পরিবর্তন

bd finance-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড কোম্পানি ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল ১৪ জুলাই থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

এর আগে বাংলাদেশ ফাইন্যান্স এ ক্যাটগরিতে লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

মেয়েকে শেয়ার ‘উপহার’ ঢাকা ব্যাংকের পরিচালকের

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এম এন এইচ বুলু তার মেয়েকে সাড়ে ৩ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এই উদ্যোক্তা পরিচালক তার মেয়ে নুসরাত লায়লাকে সাড়ে ৩ লাখ শেয়ার উপহার দিবেন।

বুলুর কাছে কোম্পানির মোট ১ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৭৬৫টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার তিনি স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে মেয়েকে দেবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে অনুমোদনের পরই আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার উপহার দেওয়া যাবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ন্যাশনাল লাইফের বোর্ড সভা ২১ জুলাই

national life-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২১ জুলাই বেলা সাড়ে ৩ টায় নিজেদের মতিঝিলের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় ২০১৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। পাশাপাশি এজিএম ও রেকর্ড ডেট নির্ধারণ হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার ক্রয়ের ঘোষণা

federal-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিসেস মমতাজ বেগম নামে বীমার এ পরিচালক প্রতিষ্ঠানটির এই ৪০ হাজার শেয়ার ক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে বীমাটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ডিএসইতে কমলেও সিএসইতে লেনদেন বেড়েছে

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজারে আগের দিনে চেয়ে লেনদেন কমলেও আরেক বাজারে লেনদেন বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৮৬ কোটি টাকার। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৩০ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন মঙ্গলবার সেখানে ৩৯৪ কোটি ১১ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৫ পয়েন্টে । তবে ডিএসই-৩০ সূচক ৪.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭৬ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০ টির, কমেছে ১৫৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- ডিবিএইচ, একমি ল্যাব., শাহজিবাজার পাওয়ার, তিতাস গ্যাস, কাসেম ড্রাইসেল, আমান ফিডস, ব্র্যাক ব্যাংক, এমজেএল বিডি, লাফার্জ সুরমা ও স্কয়ার ফার্মা।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ২১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল হেডেলবার্গ ও একমি ল্যাব।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪২ টির, কমেছে ৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

এবি ব্যাংকের রাইট অনুমোদন : প্রিমিয়ামে শেয়ারহোল্ডারদের ‌‌’না’

ab-smbdস্টকমার্কেট ডেস্ক:

অবশেষে প্রিমিয়াম ছাড়া ৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ৪টি রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডাররা। পাশাপাশি ২০১৫ সালের জন্য ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশও বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদন এবং অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্টিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, আগে ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২.৫০ টাকা প্রিমিয়ামসহ সাড়ে ১২ টাকায় রাইট ছাড়ার ঘোষণা দিয়েছিল এবি ব্যাংক। উক্ত সভায় প্রিমিয়াম ছাড়া রাইট অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডারা।

গতকাল মঙ্গলবার (১২ জুলাই) সেনামালঞ্চ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এসব প্রস্তাব অনুমোদন করে বিনিয়োগকারীরা।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করবে কোম্পানিটি। আর বিএসইসির অনুমোদন পাওয়ার পর শেয়ারহোল্ডারদের থেকে টাকা সংগ্রহ করবে ব্যাংকটি। এর আগে ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২.৫০ টাকা প্রিমিয়ামসহ সাড়ে ১২ টাকায় রাইট ছাড়ার ঘোষণা দিয়েছিল এবি ব্যাংক।

কোম্পানির চেয়ারম্যান এম ওহিদুল হক বলেন, ব্যবসায় অনিশ্চয়তা, সুদের হারের ক্রমকমতি ও বড় ঋণ বিতরণের ক্ষেত্রে সীমাবদ্ধতাই আগামীতে এবি ব্যাংকের বড় চ্যালেঞ্জ হবে। তবে যোগ্য ম্যানেজমেন্ট আর শেয়ারহোল্ডারদের সমর্থন পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বোনাস দিল সিডিবিএল

paramu-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ১৩ জুলাই কোম্পানিটির এসব বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স গত ২০১৫ হিসাব বছরে শেয়ারহোল্ডাদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মার্জিনধারীদের তথ্য চায় বিএসসি

bscস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋনধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছেন। ব্রোকারহাউজ থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চেয়েছে কোম্পানিটি।

আগামী ২৮ জুলাই মধ্যে ব্রোকারেজ হাউজগুলোকে তাদের চিঠিতে ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে। এসব তথ্যের হার্ড ও সফট কপি পাঠানো আবেদন করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ