ইভেন্সি টেক্সটাইলের ১ম প্রান্তিকের মুনাফা ৩ কোটি

Evince-Textile-220x140স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্সি টেক্সটাইল মিলস লিমিটেডের প্রথম প্রান্তিকে মুনাফা করেছে ৩ কোটি ৬৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
আর্থাক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিক বা জানুয়ারি-মার্চ মাসে কোম্পানির কর পরবর্তী সম্বলিত মুনাফা অর্জিত হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকা। যা আগের বছর এই প্রান্তিকে ছিল ৩ কোটি ৩১ লাখ টাকা।

এ সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ৩৬ পয়সা। যা গত বছরে ছিল ৩২ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

মডার্ণ ডায়িংয়ের দর বাড়ার কারণ নেই

modernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি মডার্ণ ডায়িং এণ্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়েছে। আর এর দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ২৭ জুন এ শেয়ারের দাম ছিল ১০১ টাকা ৭০ পয়সা, যা আজ ১৪ জুলাই সর্বশেষ ১৩৯ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।

শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বিবেচনা করে এর পেছনের কারণ জানতে চেয়ে কোম্পানিকে নোটিস পাঠায় ডিএসই ।

এর জবাবে মডার্ণ ডায়িং বলেছে, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এই শেয়ারের দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

আইসিবিআই ব্যাংকের বোর্ড সভা ১৯ জুলাই

icb-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ১৯ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২ টা ৩৫ মিনিটে রাজধানীর কারওয়ান নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

  1. একমি ল্যাব.
  2. শাহজিবাজার পাওয়ার
  3. ডিবিএইচ
  4. এমজেএল বিডি
  5. এসিআই ফর্মূলেশন
  6. ইসলামী ব্যাংক
  7. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  8. লাফার্জ সুরমা
  9. স্কয়ার ফার্মা
  10. কাসেম ড্রাইসেল।

ডিএসইতে ৪৫০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪৫০ কোটি টাকার। তবে এদিন আগের দিনে চেয়ে সূচকের মিশ্র অবস্থা ছিল। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৫০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন বুধবার সেখানে ৩৮৬ কোটি ৮৬ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৬ পয়েন্টে । তবে ডিএসই-৩০ সূচক ২.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭৮ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬ টির, কমেছে ১৩৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাব., শাহজিবাজার পাওয়ার, ডিবিএইচ, এমজেএল বিডি, এসিআই ফর্মূলেশন, ইসলামী ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা, স্কয়ার ফার্মা ও কাসেম ড্রাইসেল।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল হেডেলবার্গ ও একমি ল্যাব।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৪৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৮ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

আইপিডিসির বোর্ড সভা ২০ জুলাই

ipdcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল প্রমো. এন্ড ডিভি. কোম্পানি অফ বাংলাদেশ (আইপিডিসি) লিমিটেডের বোর্ড সভা আগামী ২০ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪ টায় প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

উত্তরা ব্যাংকের বোর্ড সভা ১৮ জুলাই

uttara-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ১৮ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীর মতিঝিলে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

ইসলামী ব্যাংকের বোর্ড সভা আহ্বান

islamiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৮ জুলাই বেলা ৩ টায় রাজধানীর মতিঝিলে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

ইভেন্সি টেক্সটাইলের লেনদেন রবিবার

Evince-Textile-220x140স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্সি টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে রবিবার। আগামী ১৭ জুলাই দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “ETL” এবং ডিএসইতে কোম্পানি কোড-17472 নির্ধারণ হয়েছে ।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বোনাস জমা

PIONEER INSURANCE smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ১৪ জুলাই কোম্পানিটির এসব বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স গত ২০১৫ হিসাব বছরে শেয়ারহোল্ডাদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর