ট্রাষ্ট ব্যাংকের বোর্ড সভা আহ্বান

trust-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ জুলাই সকাল সাড়ে ১১ টায় মহাখালীস্থ নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

কর্নফুলি ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই

karnaphuli-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান কর্নফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ১২ টায় রাজধানীর মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় চলতি ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই

sonar-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজধানীর প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় চলতি ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা

purabi-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪ টায় রাজধানীর প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় চলতি ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীর মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় চলতি ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

লিন্ডে বিডির ২০০% অন্তবর্তীকালীন লভ্যাংশ

lindeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালিন ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির ২০১৬ হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ আগষ্ট।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত সময়ে (জানুয়ারি-জুন) কোম্পানিটি শেয়ার প্রতি ৩১ টাকা ৮৮ পয়সা আয় করেছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

ম্যারিকো বিডির অন্তবর্তীকালীন লভ্যাংশ

maricoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালিন ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির ২০১৬ হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ আগষ্ট।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত ৩০ জুন পর্যন্ত সময়ে (এপ্রিল-জুন) কোম্পানিটি শেয়ার প্রতি ১৪ টাকা ১৭ পয়সা আয় করেছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৪ টাকা ৪২ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

সব বিনিয়োগকারী সজাগ থাকলে শেয়ারবাজার প্রাণবন্ত হবে – ডিএসই এমডি

md-dseনিজস্ব প্রতিবেদক :

বিনিয়োগে ঝুঁকি পূর্বানুমানে প্রয়োজনীয় বিশ্লেষণ ও প্রতিকূল পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সব বিনিয়োগকারী সজাগ থাকলে শেয়ারবাজার প্রাণবন্ত হবে। আর এজন্য প্রয়োজন ফিন্যান্সিয়াল লিটারেসি। সারা দেশে বিনিয়োগকারীদের শিক্ষণ-প্রশিক্ষণে নিয়ন্ত্রক সংস্থা গৃহীত কর্মসূচিতে একসঙ্গে কাজ করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই ট্রেনিং একাডেমির এক কর্মশালায় সম্প্রতি এসব কথা বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএএম মাজেদুর রহমান।

২৪ ও ২৫ জুলাই ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিদের জন্য ফিন্যান্সিয়াল লিটারেসি বিষয়ে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে ডিএসই ট্রেনিং একাডেমি। কয়েকটি সেশনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসইর এমডি বলেন, প্রতিটি বিনিয়োগেই ঝুঁকি থাকে। বিনিয়োগে যাতে ক্ষতি না হয়, এজন্য আগে থেকে বিভিন্ন বিশ্লেষণ প্রয়োজন হয়। বিনিয়োগ সিদ্ধান্তটি সঠিক হলেও সংশ্লিষ্ট অনেক বিষয়ে বিশ্লেষণ অব্যাহত রাখতে হয়। আর কোনো বিপত্তি ঘটলে কতটা ক্ষতি হতে পারে এবং তা পুষিয়ে নেয়ার মতো আর্থিক সক্ষমতা আছে কিনা, এ বিষয়েও বিনিয়োগকারীদের সজাগ থাকতে হবে।

তিনি আরো বলেন, দেশের বিনিয়োগকারীদের মধ্যে এসব সচেতনতা বাড়াতেই ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সারা দেশে কার্যক্রমটি সফলভাবে পরিচালনার জন্য একসঙ্গে কাজ করে যাচ্ছে ডিএসই কর্তৃপক্ষ।

তিনি আরো বলেন, ফিন্যান্সিয়াল লিটারেসি সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করবে, যার মাধ্যমে পুঁজিবাজার লাভজনক, প্রাণবন্ত ও টেকসই হবে।

অনুষ্ঠানে ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারী বলেন, ফিন্যান্সিয়াল লিটারেসির জন্য বিএসইসি ১০ বছর মেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করেছে। ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জের পাশাপাশি বাজার-সংশ্লিষ্ট সবাই যদি এ কার্যক্রমে সহায়তা করে, তাহলে তা আরো ত্বরান্বিত হবে এবং আমরা একটি সমৃদ্ধ শেয়ারবাজার পাব।

কর্মশালায় ডিএসইর বিভিন্ন ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিএসইর ট্রেনিং একাডেমির ইনচার্জ ও উপমহাব্যবস্থাপক হোসনে আরা পারভিন।

স্টকমার্কেটবিডি.কম/এম