কোয়ালিফায়েড ইনভেস্টোর অফার বিধির চূড়ান্ত অনুমোদন

bsecনিজস্ব প্রতিবেদক :

কিছু পরিমার্জন সংশোধনসহ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফায়েড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস ২০১৬-এর চূড়ান্ত অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা।

গতকাল কমিশন সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানায়, চূড়ান্ত বিধিটি দ্রুতই বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, স্বল্প মূলধনি কোম্পানির আলাদা বাজার গঠনের জন্য এপ্রিলে সংশ্লিষ্ট বিধিটির খসড়া অনুমোদন করে বিএসইসি। জনমত যাচাই শেষে কিছু পরিবর্তনসাপেক্ষে তা চূড়ান্ত হয়।

খসড়া অনুযায়ী, স্বল্প মূলধনি কোম্পানিগুলো শুধু ‘কোয়ালিফাইড ইনভেস্টরস অফার’ (কিউআইও)-এর মাধ্যমে আলাদা বাজারে তালিকাভুক্ত হতে পারবে। বড় ধরনের ঝুঁকি থাকায় শুধু নির্দিষ্ট শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য স্বল্প মূলধনি কোম্পানির শেয়ার কেনাবেচার সুযোগ রাখা হয়েছে। শুধু যোগ্য বিনিয়োগকারীরা এসব কোম্পানির লেনদেন করতে পারবেন।

ন্যূনতম ৫ কোটি টাকা পরিশোধিত মূলধন রয়েছে, এমন কোম্পানিকে স্বল্প মূলধনি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কোম্পানির তালিকাভুক্তি ও লেনদেনের জন্য গঠিত আলাদা প্লাটফর্মের নামকরণ করা হয়েছে ‘স্মল ক্যাপিটাল প্লাটফর্ম’। এ প্লাটফর্মে তালিকাভুক্তির পর কোম্পানির পরিশোধিত মূলধন সর্বনিম্ন ১০ কোটি টাকা হতে হবে। এ ব্যবস্থায় তালিকাভুক্তির পর সংশ্লিষ্ট কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার নিচে থাকতে হবে।
স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

৯ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা : আসবে লভ্যাংশ

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯টি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা আহবান করা হয়েছে। এ সভায় গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বিকেল ৩ টায় এ বোর্ড সভাগুলো অনুষ্ঠিত হবে।

মিউচ্যুয়াল ফান্ড গুলো হলো – আইসিবি সোনালী ফার্ষ্ট, আইএফআইএল এসএল মি.ফা., আইসিবি ৩য় এনআরবি, পিএফ ফার্ষ্ট মি. ফা., প্রাইম ১ম আইসিবি, আইসিবি ইপি মি.ফা., আইসিবি এমসিএল সেকেন্ড, আইসিবি সেকেন্ড এনআরবি ও আইসিবি ফার্ষ্ট এনআরবি।

এ সভায় গত ২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটি সমন্বিত করবে পরিচালনা বোর্ড। পরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

বিডি থাইয়ের বোর্ড সভা ৯ আগষ্ট

bd thaiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ থাই এল্যুমিনিয়াম লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ৯ আগষ্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৬ সালের জানুয়ারি হতে জুন অর্ধবার্ষিকীর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় গত ২০১৫ সালের জানুয়ারি হতে ২০১৬ সালের জুন পর্যন্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদনটি সমন্বিত করবে পরিচালনা বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড