লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে

peoplesস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি পিপলস্ লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৫ সালের সমাপ্ত অর্থবছরে কোন লভ্যাংশ ঘোষণা না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে পরিবর্তন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

লভ্যাংশ না দেওয়ায় এই কোম্পানিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে আনা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ৭ আগষ্ট থেকে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরির পরিবর্তে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করতে হবে।

গত বছর কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সালের সমাপ্ত অর্থ বছরে ও শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ দেয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

পিপলস্ লিজিংয়ের নো ডেভিডেন্ট ঘোষণা

peoplesস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি পিপলস্ লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমেটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত হয়।

কোম্পানিটি বার্ষিক সভার (এজিএম) দিন ঘোষণা করেছে ২২ সেপ্টেম্বর । এ জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ আগষ্ট।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান করেছে ৩.০৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে