ভিয়েতনামেও সম্পদ ও শেয়ার বিক্রি করবে লাফার্জ সিমেন্ট

lafarzনিজস্ব প্রতিবেদক :

ভারত-চীনের মতো ভিয়েতনামেও লাফার্জ সিমেন্ট তাদের শেয়ারের ৬৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিচ্ছে।

গত বছরে একীভূত হওয়ার পর লাফার্জহোলসিম নামে কোম্পানিটি বিশ্বজুড়ে নিজেদের ব্যবসা ঢেলে সাজানোর পরিকল্পনা করে। এ পরিকল্পনায় বিভিন্ন দেশে তাদের সম্পদ ও ইউনিট বিক্রি অব্যাহত রয়েছে।

সেই ধারাবাহিকতায় ভিয়েতনামেও কোম্পানিটি তাদের শেয়ারের ৬৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিচ্ছে। এটি কিনছে থাইল্যান্ডের সিমেন্ট কোম্পানি সিয়াম সিটি। সম্প্রতি এ নিয়ে দুই কোম্পানির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির অধীনে সিয়াম সিটিকে গুনতে হচ্ছে ৮৯০ মিলিয়ন ডলার।

ভিয়েতনামে লাফার্জহোলসিমের রয়েছে একটি সিমেন্ট কারখানা এবং চারটি গ্রিন্ডিং স্টেশন। একটি গ্রিন্ডিং স্টেশনের উৎপাদন ক্ষমতা বছরে ৬.৩ মেট্রিক টন। এ ছাড়া কম্পানিটি রেডি মিক্স কনক্রিটও উৎপাদন করে; যা দিয়ে দক্ষিণ ভিয়েতনামের সাত কারখানা পরিচালিত হয়। চলতি বছরের শেষ প্রান্তিকে এই বিক্রি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, কয়েক দিন আগে কোম্পানিটি পার্শ্ববর্তী দেশ ভারত, চীনেও তাদের ইউনিট বিক্রির ঘোষণা দেয়। ভারতের ইউনিট কিনছে ডিটারজেন ও সিমেন্ট কোম্পানি নিরমা এবং চীনের ইউনিট কিনছে সুইজারল্যান্ড ও ফ্রান্সভিত্তিক হুয়াজিন সিমেন্ট কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ

তিন কোম্পানি রবিবার হতে স্পট মার্কেটে

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের তিন কোম্পানি আগামী রবিবার হতে স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: বিমা খাতের রূপালী লাইফ ইন্স্যুরেন্স, পোশাক শিল্প খাতের স্কয়ার টেক্সটাইল এবং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

সূত্র মতে, আগামী ২৩ আগস্ট, মঙ্গলবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ২ কার্যদিবস অর্থাৎ ২১ ও ২২ আগস্ট স্পট মার্কেটে হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।

এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২৩ আগস্ট লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মেঘনা লাইফের ১ম প্রান্তিকের আয় বেড়েছে

megna-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে ৭ কোটি ২৬ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে । আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ৭ কোটি ৯২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, (জানুয়ারি-মার্চ’১৬) এ প্রান্তিকে কোম্পানির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৪ কোটি ৫৬ লাখ টাকা। আগের বছর তহবিলের পরিমাণ ছিল ১ হাজার ৩৪৮ কোটি ৫৯ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

বিডি ফাইন্যান্স ছাড়বেন দুই উদ্দোক্তা

bd finance-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের দুই উদ্দোক্তা প্রতিষ্ঠানটি ছেড়ে দিবেন। তারা নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রয় ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তারেক আকবর আলী ও সেলিনা তারেক নামে এই দুই উদ্যোক্তা হাতে থাকা সব শেয়ার বিক্রি করবেন। তাদের নিকট যথাক্রমে ৩ লাখ ৭৬ হাজার ২৯৫ টি ও ৪৬,২৮০ টি শেয়ার রয়েছে।

এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

আবারো ৫০০ কোটি ছাড়ালো ডিএসইর লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান স্টক এক্সেচেঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন আবারো ৫০০ কোটি টাকা ছাঁড়িয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ২৭ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবারও সেখানে ৫০৩ কোটি ৯৪ লাখ লেনদেন হয়। এহিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৮ কোটি টাকা বেড়েছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২১ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৫.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৬৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিভাগ দর কমেছে। এদিন বেড়েছে ১১৮ টির, কমেছে ১৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টিউবস, আমান ফিডস, কাসেম ড্রাইসেল, এমজেএলবিডি, ইফাদ অটোস, একমি ল্যাব, আলহাজ টেক্সটাইল, সাইফ পাওয়ার, ইবনে সিনা ও শাহজিবাজার পাওয়ার।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল প্রিমিয়ার সিমেন্ট ও একমি ল্যাব।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১১৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

সাবসিডিয়ারি প্রতিষ্ঠান একীভূত করলো বেঙ্গল উইন্ডসর

bengleনিজস্ব প্রতিবেদক :

সাবসিডিয়ারি বেঙ্গল পেট্রোকেম অ্যান্ড সিনথেটিক টেক্সটাইলস লিমিটেডকে একীভূত করবে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেড। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ৯৯ শতাংশ শেয়ারের মালিকানায় থাকা তালিকাভুক্ত কোম্পানিটি বাকি শেয়ার অধিগ্রহণ করে একীভূতকরণ স্কিম বাস্তবায়ন করতে চায়। এজন্য বেঙ্গল উইন্ডসরের কোনো নতুন শেয়ার ইস্যু করা হবে না। গতকাল অনির্ধারিত এক পর্যদ সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, বেঙ্গল উইন্ডসর ও এর পরিচালকদের মালিকানায় থাকা বেঙ্গল পেট্রোকেম অ্যান্ড সিনথেটিক টেক্সটাইলস মূল প্রতিষ্ঠানের মতোই প্লাস্টিক পণ্য উত্পাদন করে। কোম্পানি দুটির পরিচালনা পর্ষদও পরিচালিত হচ্ছে একই ব্যক্তিদের দ্বারা। দুটি প্রতিষ্ঠানের কারখানাও ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) অবস্থিত। একই পরিচালনা পর্ষদের অধীন ব্যবসা পরিচালনার জন্যই একীভূতকরণ স্কিম হাতে নেয়া হয়েছে। বিপণন, প্রচার ও প্রশাসনিক ব্যয়ের পাশাপাশি অন্যান্য পরিচালন ব্যয়ও কমবে বলে আশা করছেন কোম্পানির কর্মকর্তারা। তবে এজন্য আদালত, নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হবে।

যোগাযোগ করা হলে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকসের কোম্পানি সেক্রেটারি দারুল আওয়াম তুহিন বণিক বার্তাকে বলেন, বর্তমানে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটির প্রায় ৯৯ শতাংশ শেয়ারের মালিক বেঙ্গল উইন্ডসর। বাকি শেয়ার বেঙ্গল উইন্ডসর ব্যবস্থাপনা পরিচালকের হাতে। বাইরে থাকা শেয়ার অধিগ্রহণ করে সাবসিডিয়ারি কোম্পানিটিকে বেঙ্গল উইন্ডসরের সঙ্গে একীভূত করা হবে। আজ (বুধবার) পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই একীভূতকরণ স্কিমের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে। আদালতের অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করে তাদের অনুমোদন নেয়া হবে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন থেকে জানা যায়, গার্মেন্টস অ্যাকসেসরিজ, পলিব্যাগ, সিজার, গাম টেপ, পিভিসি পেড, প্লাস্টিক টেবিল ওয়্যার, প্লাস্টিক ফুড কনটেইনারসহ বিভিন্ন ধরনের প্লাস্টিকের পণ্য উত্পাদন করে বেঙ্গল পেট্রোকেম অ্যান্ড সিনথেটিক টেক্সটাইলস। ২০১৫ সালে কোম্পানিটির মোট টার্নওভার ছিল ৮ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা। এ সময় কোম্পানির কর-পরবর্তী মুনাফা ছিল ২ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার টাকা। বছর শেষে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ২৬ টাকা ৪২ পয়সা। জমি, কারখানার স্থাপনা, যন্ত্রাংশসহ বেঙ্গল পেট্রোকেম অ্যান্ড সিনথেটিক টেক্সটাইলসের স্থায়ী সম্পদের পরিমাণ ১৯ কোটি ২৬ লাখ ৬ হাজার টাকা। সম্পদের বিপরীতে ৭ কোটি ২৭ লাখ টাকার স্বল্পমেয়াদি ও ৩ কোটি ৮১ লাখ টাকার দীর্ঘমেয়াদি ঋণ রয়েছে।

পেট্রোকেম অ্যান্ড সিনথেটিক টেক্সটাইলসের অনুমোদিত মূলধন ১০ কোটি ও পরিশোধিত মূলধন ৯ কোটি টাকা। বেঙ্গল উইন্ডসরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে জানা যায়, সাবসিডিয়ারিটির ৮০ শতাংশ শেয়ারের মালিক বেঙ্গল উইন্ডসর। কোম্পানি জানিয়েছে, সম্প্রতি তা ৯৯ শতাংশে উন্নীত হয়েছে।

এদিকে সাবসিডিয়ারিসহ ২০১৫ সালে বেঙ্গল উইন্ডসরের মোট টার্নওভার ছিল ৯৪ কোটি ২০ লাখ টাকা। কর-পরবর্তী মুনাফা ১৯ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকা ও ইপিএস হয় ২ টাকা ৫৭ পয়সা। আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় বেঙ্গল উইন্ডসর। এ কোম্পানিটি মূলত গার্মেন্টস হ্যাঙ্গার উত্পাদন ও রফতানি করে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ওয়ালমার্ট, কে মার্ট, খল’স জেপি পেনিসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন বিখ্যাত কোম্পানিকে গার্মেন্টস অ্যাকসেসরিজ সরবরাহ করে।

সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫-১৬ হিসাব বছরের প্রথম তিন (জুন ’১৫-মার্চ ’১৬) প্রান্তিকে বেঙ্গল ইপিএস আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেড়েছে। জুন ’১৫-মার্চ ’১৬ সময়ে এর ইপিএম হয়েছে ২ টাকা ৩২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২৮ পয়সা। জানুয়ারি-মার্চ প্রান্তিকে ইপিএস হয়েছে ৫৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা।

২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসরের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৩ কোটি ১৬ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৮৬ কোটি ৯০ লাখ টাকা। এর মোট শেয়ারের ৩২ দশমিক ২০ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে, ১৬ দশমিক ৬৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ও ৫১ দশমিক ৫৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
স্টকমার্কেটবিডি.কম/এম/এ

সিএসইতে দেড় ঘন্টায় ১১ কোটি টাকার লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় এক্সেচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দেড় ঘন্টায় ১১ কোটি টাকার লেনদেন হয়েছে। গতকাল দিনভর সেখানে ২৫ কোটি টাকার লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এসময় লেনদেনের শীর্ষে ছিল প্রিমিয়ার সিমেন্ট ও একমি ল্যাব।

এর মধ্যে প্রিমিয়ার সিমেন্টের লেনদেন হয়েছে ১০ কোটি টাকার বেশি। গতকাল বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেড় ঘন্টায় সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১২১ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ১৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

স্টাইল ক্রাফটের মূল্য সংবেদনশীল নেই

style-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেড সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ১০৫১ টাকা। যা গতকাল ১৭ আগষ্ট দর বেড়ে দাঁড়িয়েছে ১৩৩৯ টাকার উপরে। এসময় শেয়ারটির দর উঠানামা করেছে।

ডিএসই কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কােনো কারণ আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় স্টাইল ক্রাফটের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিডি ওয়েল্ডিংয়ের দর বাড়ার কারণ নেই

bdweldinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্টোডস লিমিটেড সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৮ আগষ্ট কোম্পানির শেয়ারের দর ছিল ৯.৭০ টাকা। যা গতকাল ১৭ আগষ্ট দর বেড়ে দাঁড়িয়েছে ১১.৯০ টাকা। এসময় ৭ কার্য দিবস শেয়ারটির দর টানা বেড়েছে।

ডিএসই কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কােনো কারণ আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় বিডি ওয়েল্ডিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ