১২ দিনে ফার্মা এইডের ৭০ টাকা দর বৃদ্ধি

Pharma-Aid-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ফার্মা এইড লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়েছে। আর এর দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ৩১ জুলাই এ শেয়ারের দাম ছিল ২৩০ টাকা , যা গতকাল ১৭ আগষ্ট সর্বশেষ ৩০০ টাকার উপরে লেনদেন হয়। এই ১২ দিনে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে প্রায় ৭০ টাকা।

শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বিবেচনা করে এর পেছনের কারণ জানতে চেয়ে কোম্পানিকে নোটিস পাঠায় ডিএসই ।

এর জবাবে ফার্মা এইড বলেছে, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এই শেয়ারের দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে