কেয়া কসমেটিকসের বোর্ড সভা ২৭ আগষ্ট

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের বোর্ড সভার দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭ আগষ্ট বেলা ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় জুন মাসে শেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় শেষ হওয়া গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে পরিচালনা বোর্ড।

এছাড়া একই সভায় জুন ২০১৬ এজিএমের তারিখ ও রেকর্ড ডেট ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

১৮ মাসে জিবিবি পাওয়ারের ১৫% লভ্যাংশ

gbb-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ারের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ নগদ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়অ

গতকাল রবিবার ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

এর আগে ১২ মাসের অন্তবর্তীকালীন ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে জিবিবি পাওয়ার। সব মিলিয়ে ১৮ মাসে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল। এর পুরোটাই নগদ।

১৮ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬৮ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ২০ টাকা ৪১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৯ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এম

মৌলভিত্তিক কোম্পানির তালিকাভুক্তিতে কাজ করবে উভয় এক্সচেঞ্জ

index20160821192445নিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে উন্নয়নে পণ্যের বৈচিত্র্যতা আনয়নের মাধ্যমে বাজারকে গতিশীল করতে হবে। একই সঙ্গে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তিতে কাজ করবে দুই স্টক এক্সচেঞ্জ।

রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে একমত হন। এসময় শেয়ারবাজার উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সভাপতি ও ডিএসই চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া বলেন, উভয় স্টক এক্সচেঞ্জ দেশের শেয়ারবাজার উন্নয়নে কাজ করছে। শেয়ারবাজারের আজকের এই গৌরবময় অবস্থানের পেছনে উভয় এক্সচেঞ্জের অবদান অনস্বীকার্য। দেশের দুই এক্সচেঞ্জের উদ্দেশ্যই এক ও অভিন্ন, যা শেয়ারবাজারের উৎকর্ষতা ও গতিশীলতার প্রতি ধাবিত হয়।

বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে বৈঠকে সিএসই চেয়ারম্যান ড. আবদুল মজিদ, উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ