রূপালী লাইফের শেয়ার বিক্রি সম্পন্ন

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের একজন উদ্দ্যোক্তা নিজের ১০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মিসেস কামরুন্নেসা ঝর্ণা নামে কোম্পানিটির এই পরিচালক নিজের থাকা এসব শেয়ার বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রির ঘোষণা দেন। তার নিকট বিমাটির মোট ২ লাখ ৯৯ হাজার ৪৭৪ টি শেয়ার ছিল।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রয় সম্পন্ন করেন বলে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

ডেল্টা ব্র্যাক ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৪টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৬ সালের জুনে শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে পরিচালনা বোর্ড।

এছাড়া একই সভায় এজিএমের তারিখ ও রেকর্ড ডেট ঘোষণা করবে কোম্পানিটি।

গতবছর ২০১৫ সালে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

  1. এমজেএলবিডি
  2. ব্র্যাক ব্যাংক
  3. শাহজিবাজার পাওয়ার
  4. মিথুন নিটিং
  5. বিএসআরএম লি.
  6. ন্যাশনাল টিউবস
  7. স্কয়ার ফার্মা
  8. অলিম্পিক ইন্ডাস্ট্রি
  9. ডেসকো
  10. একমি ল্যাব।

ডিএসইতে সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান স্টক এক্সেচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। তবে সেখানে আগের দিনের চেয়ে কমেছে সব ধরণের মূল্য সূচক। ডিএসইতে এদিন লেনদেন ৫৮৯ কোটি টাকা ছাঁড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৮৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গেল ২০ জানুয়ারি ৬৬৯ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয় ডিএসইতে। গতকাল সোমবার সেখানে ৪৪৭ কোটি ২৪ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১১ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৫.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৫৬ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগের দর কমেছে। এদিন বেড়েছে ১১৩ টির, কমেছে ১৪৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- এমজেএলবিডি, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, মিথুন সিটিং, বিএসআরএম লি., ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রি, ডেসকো ও একমি ল্যাব।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ২৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল একমি ল্যাব ও শাহজিবাজার পাওয়ার।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

শেয়ার বেচবেন এমটিবির দুই উদ্দোক্তা

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের দুই উদ্দোক্তা প্রতিষ্ঠানটি বেচবেন। তারা নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পারভীন আক্তার ও ওয়ালিউর রহমান নামে এই দুই উদ্যোক্তা হাতে থাকা যথাক্রমে ১ লাখ ৪০ হাজার ও দুই লাখ শেয়ার বিক্রি করবেন। তাদের নিকট যথাক্রমে ১ লাখ ৪৪ হাজার ও ৭ লাখ ২০ হাজার ৮৪ টি শেয়ার রয়েছে।

এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মার্জিনধারীদের তালিকা চায় কেডিএস এক্সেসরিজ

kds-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋনধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছেন। ব্রোকারহাউজ থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চেয়েছে কোম্পানিটি।

ব্রোকারেজ হাউজগুলোকে এসব বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে এসব তথ্যের হার্ড কপি ও সফট কপি পাঠানোর আবেদন করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

২০ বীমা কোম্পানির মুনাফা ও ইপিএস বাড়লেও ১৪টির কম

insurence-smbdনিজস্ব প্রতিবেদক :

চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের মুনাফায় মিশ্র প্রবণতা দেখা গেছে। এ খাতের ৩৪ কোম্পানির মধ্যে ১৮টির নিট মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ১৪টির। বাকি দুই কোম্পানির ইপিএস অপরিবর্তিত থেকেছে। তবে কেবল দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০ বীমা কোম্পানির নিট মুনাফা ও ইপিএস বেড়েছে, কমেছে ১৪টির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং কোম্পানিগুলোর ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী বছরের প্রথম ছয় মাসে তালিকাভুক্ত ৩৪ সাধারণ বীমা কোম্পানির নিট মুনাফা হয়েছে ১৬২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় সোয়া চার কোটি টাকা বা ২ দশমিক ৬৯ শতাংশ বেশি। বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিগুলোর নিট মুনাফা হয়েছে ৭৯ কোটি ৪৫ লাখ টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ কোটি ৩২ লাখ টাকা বা ৭ শতাংশ বেশি।

প্রথম ছয় মাসে যেসব কোম্পানির নিট মুনাফা ও ইপিএস বৃদ্ধির শীর্ষে রয়েছে সেগুলো হলো প্রভাতী, রিপাবলিক, এশিয়া, পূরবী জেনারেল ও ইসলামিক ইন্স্যুরেন্স। এসব কোম্পানির নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ থেকে ৩১ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ ছাড়া সেন্ট্রাল, গ্রিনডেল্টা ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের মুনাফা ১২ থেকে প্রায় ১৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। দেড় থেকে সাড়ে ৫ শতাংশ পর্যন্ত মুনাফা বেড়েছে প্রিমিয়ার, পাইওনিয়ার, সোনার বাংলা, সিটি জেনারেল, প্রগতি, নর্দার্ন, ইউনাইটেড, অগ্রণী, রূপালী ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের।

সর্বাধিক ৪৫ শতাংশ মুনাফা কমেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের। গত জুন শেষে কোম্পানিটির নিট মুনাফা হয় প্রায় ৪ কোটি টাকা। আর গত বছরের একই সময়ে যা ছিল ৬ কোটি ৬০ লাখ টাকা। এ ছাড়া ফেডারেল ইন্স্যুরেন্সের নিট মুনাফা কমেছে ৪২ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের কমেছে ৩০ শতাংশ। ১৭ থেকে ২৭ শতাংশ পর্যন্ত মুনাফা কমেছে নিটল, গ্গ্নোবাল, ফিনিক্স, বাংলাদেশ জেনারেল এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির।

এ ছাড়া মুনাফা কমেছে জনতা, এশিয়া প্যাসিফিক, পিপলস, তাকাফুল, কর্ণফুলী ও ইস্টার্ন ইন্স্যুরেন্সের। ইপিএস অপরিবর্তিত রয়েছে মার্কেন্টাইল ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের।

এদিকে প্রথম ছয় মাসে নিট মুনাফা বাড়লেও শেষের তিন মাসে নর্দার্ন ইন্স্যুরেন্সের ইপিএস প্রায় ২১ শতাংশ কমে ৭২ পয়সায় নেমেছে। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের ইপিএস ছিল ৯১ পয়সা। এ ছাড়া সামান্য ইপিএস কমেছে সেন্ট্রাল, সোনার বাংলা, প্রগতি, ও অগ্রণী ইন্স্যুরেন্সের। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে নিটল ইন্স্যুরেন্সের ইপিএস অর্জিত হয়েছিল ৪৪ পয়সা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ পয়সায়। অথচ চলতি বছরের প্রথম ছয় মাসের সমন্বিত ইপিএস গত বছরের তুলনায় ৪১ পয়সা কমে ১ টাকা ১১ পয়সায় নেমেছে।

সার্বিক হিসাবে চলতি বছরের প্রথম ছয় মাসে সব সাধারণ বীমা কোম্পানির মধ্যে সর্বোচ্চ ইপিএস রিলায়েন্স ইন্স্যুরেন্সের। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে বীমা কোম্পানিটির নিট মুনাফা হয় পৌনে ১৮ কোটি টাকা। এতে কোম্পানিটির ইপিএস ২৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২৫ পয়সায়। এর মধ্যে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস অর্জিত হয় ১ টাকা ৩৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এ