রাইট শেয়ারের আবেদনে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সাফকো স্পিনিং মিলস লিমিটেড। এ কারণে সাফকো স্পিনিং ও এর নিরীক্ষককের বিরুদ্ধে সতর্কপত্র ইস্যু করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ৫৮৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নিবার্হী পরিচালক মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাফকো স্পিনিং মিলস লিমিটেড কমিশনে তাদের দাখিলকৃত রাইট শেয়ারের আবেদনের সাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এ অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রদান করেছে। যার মাধ্যমে কোম্পানিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস, ২০০৬ এর ৩ (ই) এর লঙ্গন করেছে।
উল্লেখিত সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য কমিশন, সাফকো স্পিনিং মিলস লিমিটেডকে এবং উক্ত কোম্পানির নিরীক্ষক মালেক সিদ্দিকি ওয়ালি (সিএ)কে এই সতর্কবার্তা দিল
স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ