নিজস্ব প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত দুই দিন লেনদেন ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ২৬ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৩৮৯ কোটি টাকার লেনদেন হয়।
এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৩১ পয়েন্টে।
এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৫১ টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- কাসেম ড্রাইসেল, ডরিন পাওয়ার, এমজেএল বিডি, বিবিএস, ফরচুন সুজ, কনফিডেন্স সিমেন্ট, ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংক, আর্গন ডেনিমস, মিথুন নিটিং ও কেডিএস এক্সেসরিজ।
এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এক্সিম ব্যাংক ও ফরচুন সুজ।
এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
স্টকমার্কেটবিডি.কম/এম