শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলসের শেয়ার প্রতি আয় বা ইপিএস প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শনিবার কোম্পানিগুলোর (জুলাই-সেপ্টেম্বর,১৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই ইপিএস প্রকাশ করা হয়।
বিএসআরএম লিমিটেডের প্রথম প্রন্তিকের ইপিএস এসেছে ৭৪ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৭৮ পয়সা।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৩ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৫২ টাকা ৮৪ পয়সা।
আর বিএসআরএম স্টিল লিমিটেডের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৩ পয়সা।
একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ২১ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭১ পয়সা।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩২ টাকা ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে এই এনএভি ছিল ৩০ টাকা ৭২ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/