সুপার শেয়ারর্স সিকিউরিটিজকে জরিমানা

bsecস্টকমার্কেট ডেস্ক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ট্রেকহোল্ডার সুপার শেয়ারর্স অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৮৯তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র এম. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাউজটি তার কনসোলিডেটেড কাস্টমার একাউন্টে প্রায় ১৭ কোটি ৫৪ লাখ ১৭০.১৮ টাকা ঘাটতি দেখিয়েছে। যা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর রুল ৮ এ(1) এবং (2) লঙ্ঘন। এছাড়া হাউজটি ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের অডিট রিপোর্ট নির্ধারিত সময়ের মধ্যে বিএসইসির কাছে দাখিল করেনি। যা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ১১ এর লঙ্ঘন।

সুপার শেয়ারর্স অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড একজন বিনিয়োগকারীকে নেট ব্যালেন্সের ২৫ শতাংশের ওপরে মার্জিন ঋণ প্রদান করেছে। মার্জিন আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া হাউজটি ২০১২ ও ২০১৩ সালে স্টক ডিলার হিসেবে লেনদেন না করার মাধ্যমে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ১১ এর লঙ্ঘন করেছে।

এসব অনিয়মের কারণে হাউজটিকে দুই লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডেল্টা স্পিনার্সের ইপিএস কমেছে

deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ডেলটা স্পিনার্স লিমিটেডের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা য়ায়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি (ইপিএস) ৮ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির (ইপিএস) ছিল ১৩ পয়সা । এ হিসাবে কোম্পানির শেয়ার প্রতি আয় কমেছে ।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা। চলতি বছরে ৩০ জুন যা ছিল ১৬ টাকা ১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এস

মোজাফ্ফর স্পিনিংয়ের প্রান্তিক ইপিএস প্রকাশ

MOZAFFOR-SPENNINGস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফ্ফর স্পিনিং লিমিটেডের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা য়ায়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি (ইপিএস) ৪০ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির (ইপিএস) ছিল ৯৩ পয়সা । এ হিসাবে কোম্পানির শেয়ার প্রতি আয় কমেছে ।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৭৩ পয়সা। চলতি বছরে ৩০ জুন যা ছিল ১৭ টাকা ৭৬ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এস

তসরিফা ইন্ডাস্ট্রিজ ১ম প্রান্তিকের আয় কমেছে

tasrifস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা য়ায়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি (ইপিএস) ৩১ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির (ইপিএস) ছিল ৪৫ পয়সা । এ হিসাবে কোম্পানির শেয়ার প্রতি আয় কমেছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৩ টাকা ৮ পয়সা। চলতি বছরে ৩০ জুন যা ছিল ৩৩ টাকা ১৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এস

যমুনা ব্যাংকের ৩০০ কোটি টাকা বন্ড অনুমোদন

jamuna -smbdস্টকমার্কেট ডেস্ক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যমুনা ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে। মঙ্গলবার কমিশনের ৫৮৯তম সভায় এ বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে ।

জানা যায়, বন্ডটি নন-কনভারটেবল, অনিরাপদ ও সম্পূর্ণ অবসানযুক্ত। সাত বছর পরে বন্ডটির বিলুপ্ত ঘটবে। সাড়ে ১১ শতাংশ থেকে ১৪ শতাংশ হারে সুদ দেবে বন্ডটি। শুধুমাত্র স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, কর্পোরেট বডি ও বৈধ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ক্রয় করতে পারবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহ করে ব্যাংকটি টায়ার টু মূলধন বৃদ্ধি কাজে ব্যয় করবে।

যমুনা ব্যাংকের সাব-অর্ডিনেটেড বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্যে হবে ১০ লাখ টাকা।

এই বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করবে আরএসএ ক্যাপিটাল ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

শেফার্ড ইন্ডাস্ট্রিজকে আইপিও অনুমোদন দিল বিএসইসি

sherpardনিজস্ব প্রতিবেদক:

শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৫৮৯তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানাে হয়।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি ওয়াসিন প্লান্টের ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেরিনারিজ ক্রয় ও স্থাপন, ইটিপি সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৬ সালের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ১৮ টাকা ৭০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

আরডি ফুডের ১ম প্রান্তিকের ইপিএস প্রকাশ

rang-smbdস্টকমার্কেট ডেস্ক :
শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুডের লিমিটেডের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা য়ায়।
আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি  (ইপিএস) ১৬ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির (ইপিএস) ছিল ১৪ পয়সা । এ হিসাবে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে ।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৩৩ পয়সা। চলতি বছরে ৩০ জুন যা ছিল ১৬ টাকা ১৭ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এস

ড্যাফোডিল কম্পিউটার্সের ইপিএস প্রকাশ

dafodilস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা য়ায়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি (ইপিএস) ৫৬ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির (ইপিএস) ছিল ৪১ পয়সা। এ হিসাবে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে ।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৮ পয়সা। চলতি বছরে ৩০ জুন যা ছিল ১২ টাকা ৫২ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এস

উভয় শেয়ারবাজারে বেড়েছে লেনদেন ও সূচক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। এদিন সেখানে সব ধরণের মূল্য সূচকও বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেড়েছে সূচক। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৪৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৬৪৪ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৫২ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১১০টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, শাশা ডেনিমস, বিবিএস, ডরিন পাওয়ার, ন্যাশনাল টিউবস, কাশেম ড্রাইসেল, বিডি থাই, গোল্ডেন হারভেস্ট, ইস্টার্ন হাউজিং লিঃ ও কনফিডেন্স সিমেন্ট।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৪১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইপিডিসি ও আফতাব অটোস।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. স্কয়ার ফার্মা
  2. শাশা ডেনিমস
  3. বিবিএস
  4. ডরিন পাওয়ার
  5. ন্যাশনাল টিউবস
  6. কাশেম ড্রাইসেল
  7. বিডি থাই
  8. গোল্ডেন হারভেস্ট
  9. ইস্টার্ন হাউজিং লিঃ
  10. কনফিডেন্স সিমেন্ট।