নিজস্ব প্রতিবেদক :
দেশের শেয়ারবাজারের লেনদেনে এখন ব্যাংক খাতের আধিপত্য। ইয়ার ক্লোজিং ঘিরে এ খাতের কোম্পানিগুলোর শেয়ারদর বৃদ্ধির পাশাপাশি লেনদেনও ক্রমে বাড়তে দেখা যাচ্ছে। গত কয়েকদিনে লেনদেন বৃদ্ধির ধারাবাহিকতায় খাতটি লেনদেনের শীর্ষে উঠে এসেছে। পাশাপাশি বাড়ছে ব্যাংকবহির্ভূত আর্থিক ও বীমা খাতের শেয়ারদর লেনদেনও।
এ ধারা কি ব্যাংক খাতে বিনিয়োগে কয়েক বছর ধরে বিনিয়োগকারীদের যে ভীতি ছিল তা কেটে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে_ এমন প্রশ্নে শেয়ারবাজার-সংশ্লিষ্টরা ইতিবাচক ধারণাই দিচ্ছেন। মার্চেন্ট ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ২০১১ সালের শেয়ারবাজার ধসে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি টাকা হারান ব্যাংক খাতের বিনিয়োগ থেকে। এ কারণে এ খাতে বিনিয়োগকারীদের অনীহা ছিল। এখন অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে। ব্যাপক দরপতনের পর বর্তমানে ব্যাংকগুলোর বাজারদর খুবই কম। বিপরীতে বিগত বছরগুলোতে নগদ লভ্যাংশ দেওয়ায় তা থেকে বেশ মুনাফা মিলছে। এটা বিনিয়োগকারীদের এ খাতের বিনিয়োগে আকৃষ্ট করছে বলে তিনি মনে করেন।
সাম্প্রতিক সময়ের ব্যাংক খাতের শেয়ারদর বৃদ্ধির কারণ ব্যাখ্যায় তিনি আরও বলেন, আগে থেকেই বেশিরভাগ ব্যাংক, আর্থিক ও বীমা খাতের হিসাব সমাপ্তের সময় ডিসেম্বর। দুই বছর আগে সরকার অর্থআইনে বাকি সব খাতের হিসাব বছর সমাপ্তের সময় জুন নির্ধারণ করে দেয়, যা এ বছর কার্যকর হয়েছে। জুনকেন্দ্রিক কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণাও শেষ হয়েছে। এখন সামনে ডিসেম্বরকেন্দ্রিক ব্যাংক, আর্থিক ও বীমা খাতের লভ্যাংশ ঘোষণার পালা।
এ কারণে এ খাতে বিনিয়োগ বাড়ছে, যার স্বাভাবিক ফল হিসেবে শেয়ারদরও বাড়ছে। এর প্রতিফলনও রয়েছে শেয়ারবাজার লেনদেনে।
সর্বশেষ সপ্তাহে লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে এবি ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে ব্যাংকটির ৩ কোটি ৮২ লাখ ৪৫ হাজার ২৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৩ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে ব্যাংক খাতের ৩০ কোম্পানির ১২০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা বুধবারের তুলনায় ২৮ কোটি টাকা বেশি। খাতটির লেনদেন ছিল মোটের ১৮ দশমিক ৩৪ শতাংশ। এ ছাড়া ২১টি ব্যাংক কোম্পানির শেয়ারদর বৃদ্ধির বিপরীতে মাত্র ছয়টির দর কমেছে। অপরিবর্তিত থেকেছে বাকি তিনটির দর।
শেষ কার্যদিবসের বাজারচিত্র অনুযায়ী, সিএসইতেও ব্যাংক খাতের সর্বাধিক আট কোটি ১০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। একই চিত্র ছিল ব্যাংকবহির্ভূত আর্থিক ও বীমা খাতেও। ডিএসইতে ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের ২৩ কোম্পানির মধ্যে ১৫টির ও বীমা খাতের ৪৭ কোম্পানির মধ্যে ২৭টির দর বেড়েছে। বিপরীতে দর হারায় যথাক্রমে সাত ও ১৪টির।
স্টকমার্কেটবিডি.কম/এস