আইডিএলসি ফাইন্যান্সের রাইট সাবস্ক্রিপশন ১ জানুয়ারি

idlcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ারের জন্য সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ১ জানুয়ারি থেকে। আর তা শেষ হবে ১৯ জানুয়ারি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সম্প্রতি বিএসইসি কোম্পানিটির ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার অনুমোদন দিয়েছে।

এই রাইটের মাধ্যমে কোম্পানিটি ১২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৫৯৩টি সাধারণ শেয়ার ২০ টাকা মূল্যে (১০ টাকা প্রিমিয়ামসহ) বাজার থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন করবে।

শেয়ারবাজার থেকে টাকা নিয়ে কোম্পানিটি মূলধন ভিত্তি শক্তিশালী করবে; তথা পোর্টফোলিওতে লেন্ডিং বৃদ্ধি করবে।

গত ২২ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির রাইট শেয়ারের আবেদন অনুমোদন করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আরএনের লেনদেন ও দর বাড়ার কারণ নেই

rnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়া ও লেনদেন বৃদ্ধির কোনো কারণ নেই। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এ দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ১৭ নভেম্বর কোম্পানির শেয়ারের দর ছিল ১৭.৩০ টাকা। যা গতকাল ২৭ নভেম্বর সর্বশেষ দর বেড়ে দাঁড়িয়েছে ১৯.২০ টাকা। এ  ৬ দিনে শেয়ারটির দর টানা বেড়েছে।

সিএসই কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কােনো কারণ আছে কি না – তা জানতে চায় সিএসই।

এ সময় আরএন স্পিনিং মিলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই। আর লেনদেন বাড়ার কোনো কারণ নেই বলে জানায় কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

চাঁদপুরে স্কুল করবে ড্যাফোডিল কম্পিউটার

dafodilস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড চাঁদপুর জেলায় স্কুলের জন্য জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি চাঁদপুর জেলায় ২০ শতাংশ জমি কিনবে। নিবন্ধন খরচ বাদে এসব জমির মূল্য ধরা হয়েছে ২ কোটি টাকা।

জমিটি জেলার দশদিতে অবস্থিত। এই জমিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল করবে বলে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এস

৯ দিনে ৯ টাকার শেয়ার বেড়ে ১৬ টাকা

dragonস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ১৫ নভেম্বর কোম্পানির শেয়ারের দর ছিল ৯.৪০ টাকা। যা গতকাল ২৭ নভেম্বর সর্বশেষ দর বেড়ে দাঁড়িয়েছে ১৬.১০ টাকা। এ ৯ দিনে শেয়ারটির দর ৯ টাকা থেকে বেড়ে ১৬ টাকা হয়।

ডিএসই কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কােনো কারণ আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং মিলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ